Web bengali.cri.cn   
চীনে সিপিসির কংগ্রেস নিয়ে বাংলাদেশে ব্যাপক আগ্রহ, সংবাদমাধ্যমে সচিত্র খবর
  2012-11-11 10:49:15  cri

দৈনিক ইত্তেফাক প্রথম পাতায় সিপিসি কংগ্রেসের সচিত্র সংবাদ প্রকাশ করে।

বৃহস্পতিবার শুরু হওয়া চীনের কমিউনিস্ট পার্টির জাতীয় কংগ্রের খবর বাংলাদেশের সংবাদমাধ্যমে ব্যাপক প্রচার পাচ্ছে। চীনে নতুন নেতৃত্ব নির্বাচনের এ কংগ্রেসকে ঘিরে বাংলাদেশের মানুষের মধ্যেও রয়েছে গভীর আগ্রহ।

উদ্বোধনের দিন থেকেই বাংলাদেশে সরকারি বেসরকারি টিভি চ্যানেল ও বেতারে এ বিষয়ে প্রতিবেদন প্রচারিত হচ্ছে। শুক্রবার সবকটি জাতীয় দৈনিকে অত্যন্ত গুরুত্ব সহকারে এ বিষয়ে সচিত্র খবর প্রকাশিত হয়।

দেশের প্রাচীনতম জাতীয় দৈনিক ইত্তেফাক প্রথম পাতায় সচিত্র প্রতিবেদন করে। প্রতিবেদনে দুর্নীতির বিরুদ্ধে সতর্কবাণী উচ্চারণ করে প্রেসিডেন্ট হু চিন থাওয়ের বক্তব্যকে প্রধান্য দেয়া হয়। সংবাদের শিরোনাম ছিল: চীনে দুর্নীতিই বড় হুমকি। দেশের প্রধান ইংরেজি দৈনিক ডেইলি স্টার প্রথম পাতায় শিরোনাম করে: চায়না টকস টাফ অন করাপশান। শনিবার খবরের পাশাপাশি দৈনিকটি প্রথম পাতায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার খবরের পাশে গুরুত্ব দিয়ে 'চায়না নাউ এন্ড দেন' শিরোনামে বিশ্লেষণমূলক নিবন্ধ প্রকাশ করে।

দেশের প্রধান দৈনিক প্রথম আলো পরবর্তী নেতা হিসেবে শি চিন পিংকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

---মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

প্রথম আলোর আন্তর্জাতিক পাতায় সিপিসি কংগ্রেসের সচিত্র খবর।

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
十八大
v চীনে সিপিসির কংগ্রেস নিয়ে বাংলাদেশে ব্যাপক আগ্রহ, সংবাদমাধ্যমে সচিত্র খবর 2012-11-11 10:49:15
v চীন এশিয়া ও প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য অবদান রাখতে চায়---চীনের পররাষ্ট্র মন্ত্রী 2012-11-11 10:30:41
v পেইচিংয়ে 'বিজ্ঞান ভিত্তিক উন্নয়ন ও উজ্জ্বল কৃতিত্ব' শীর্ষক চারুকলা প্রদশর্নী 2012-11-10 11:55:48
v সিপিসির ১৮তম জাতীয় কংগ্রেস সম্পর্কে পাকিস্তানের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার 2012-11-10 11:17:06
v চীনের উন্নয়ন অন্যান্য উন্নয়নশীল দেশের জন্যও কল্যাণ বয়ে আনবে: পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত 2012-11-09 20:30:58
v ২০২০ সাল নাগাদ দেশের জিডিপি এবং মাথাপিছু আয় ২০১০ সালের দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে: সিপিসি-র ১৮তম কংগ্রেসে হু চিন থাও 2012-11-08 11:37:51
মন্তব্যের পাতা
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040