Web bengali.cri.cn   
সিপিসির ১৮তম জাতীয় কংগ্রেস সম্পর্কে পাকিস্তানের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার
  2012-11-10 11:17:06  cri

নভেম্বর ১০: পাকিস্তানের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফয়সাল করিম কুনদি  সিআরআইয়ের সংবাদদাতাকে শুক্রবার দেয়া এক টেলিফোন সাক্ষাত্কারে বলেছেন, চীন হচ্ছে পাকিস্তানের অকৃত্তিম বন্ধু ও ভালো অংশীদার। পাকিস্তান চীনের কমিউনিস্ট পার্টির ১৮তম জাতীয় কংগ্রেসের ওপর গভীর মনোযোগের সাথে দৃষ্টি রেখেছে এবং এ কংগ্রেস সাফল্যের সঙ্গে আয়োজনের অভিনন্দন জানাচ্ছে।

ফয়সাল করিম কুনদি বলেন, সাধারণ সম্পাদক হু চিন থাও ১৮তম জাতীয় কংগ্রেসে পেশ করা তাঁর রিপোর্টে গত দশ বছরে চীনের অর্জিত উল্লেখযোগ্য সফলতার দিকগুলো পর্যালোচনা করেছেন এবং চীনের ভবিষ্যত উন্নয়ন সম্পর্কে নির্দেশনা দিয়েছেন। ডেপুটি স্পিকার ফয়সাল মনে করেন, ভবিষ্যতে চীন অব্যাহতভাবে চীনের বৈশিষ্ট্যপূর্ণ সমাজতান্ত্রিক পথে এগিয়ে যাবে এবং বিজ্ঞানসম্মত উন্নয়নের তত্ত্ব আরো গভীরভাবে কার্যকর করবে বলে ১৮তম জাতীয় কংগ্রেসের রিপোর্টে উত্থাপন করা হয়েছে। এর মধ্রে চীনের ভবিষ্যত উন্নয়নের জন্য সুদূরপ্রসারী তাত্পর্য নিহিত রয়েছে। পাকিস্তান একে সমর্থন করে একই সাথে অভিজ্ঞতার আলোকে বিজ্ঞানসম্মত উন্নয়ন তত্ত্বের বাস্তব অনুশীলনের প্রক্রিয়ায় চীন সার্বিকভাবে সফলতা অর্জন করবে বলে প্রত্যাশা করে।

এর পাশাপাশি তিনি চীনের নতুন নেতৃগ্রুপের কাছে আরো বড় কিছু করার প্রত্যাশা করেন। তিনি বলেন, "চীনের কমিউনিস্ট পার্টির ১৮তম জাতীয় কংগ্রেস ৮ নভেম্বর সাড়ম্বরে শুরু  হয়েছে। চীন ও পাকিস্তানের মধ্যে ঐতিহ্য সমৃদ্ধ গভীর মৈত্রী বিদ্যমান। দু'দেশ যুগের সাথে তাল মিলিয়ে সবসময় পরস্পরের অটল অংশীদারিত্বের সম্পর্ক বজায় রেখে চলছে। আমি বিশ্বাস করি, চীনের নতুন নেতৃগ্রুপ এ মৈত্রীর ধারাকে ধরে রাখবে এবং দু'দেশের বন্ধুত্বপূর্ণ উন্নয়নকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে।" (ইয়ু / আবাম)

মন্তব্য
লিঙ্ক