Web bengali.cri.cn   
চীনের উন্নয়ন অন্যান্য উন্নয়নশীল দেশের জন্যও কল্যাণ বয়ে আনবে: পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
  2012-11-09 20:30:58  cri

নভেম্বর ৯: চীনে নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জহুর আহমেদ শুক্রবার সিআরআইয়ের সংবাদদাতাকে দেয়া এক বিশেষ সাক্ষাত্কারে বলেন, "সাধারণ সম্পাদক হু চিন থাও চীনের কমিউনিস্ট পার্টির ১৮তম জাতীয় কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া গুরুত্বপূর্ণ ভাষণে সাম্প্রতিক বছরগুলোতে চীনের অর্থনৈতিক উন্নয়নের চিত্র সংক্ষেপে তুলে ধরেছেন। আমি বিশ্বাস করি, নতুন নেতৃত্বের হাত ধরেও চীনের অর্থনীতি স্থিতিশীল থাকবে ও দ্রুত উন্নয়নের প্রবণতা বজায় রাখবে।" তিনি আশা প্রকাশ করে বলেন, চীনের উন্নয়ন অন্যান্য উন্নয়নশীল দেশের জন্যও কল্যাণ বয়ে আনবে।

রাষ্ট্রদূত আরো বলেন, "বিশ্ব যখন চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল, তখনও চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে চীনের অর্থনীতির উল্লম্ফন উন্নয়ন সাধিত হয়েছে এবং চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। চীন বিশ্ব অর্থনীতিতে আস্থা ও ভরসা বয়ে এনেছে।"

নতুন নেতৃত্বের অধীনে চীনের পশ্চিমাঞ্চল, বিশেষ করে পাকিস্তানসংলগ্ন সিনচিয়াংয়ের অর্থনীতির দ্রুত বিকাশ হবে বলেও সাক্ষাত্কারে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন। (ইয়ু/আলিম)

মন্তব্য
লিঙ্ক