Web bengali.cri.cn   
মঙ্গোলীয় ডেমোক্র্যাটিক পার্টি সিপিসির সাথে সম্পর্কের আরো উন্নয়ন ঘটাতে ইচ্ছুক: টিস ওইয়ুনদার
  2012-11-09 20:23:32  cri

নভেম্বর ৯: মঙ্গোলিয়ার ক্ষমতাসীন পার্টি মঙ্গোলীয় ডেমোক্র্যাটিক পার্টির সাধারণ সম্পাদক টিস ওইয়ুনদার উলান বাটোরে সিআরআইয়ের সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, "মঙ্গোলীয় ডেমোক্র্যাটিক পার্টি সিপিসির সাথে সম্পর্ক আরো জোরদার করতে ইচ্ছুক।" তিনি এসময় সিপিসির ১৮তম জাতীয় কংগ্রেসের সাফল্য কামনা করেন এবং এ-উপলক্ষ্যে চীন ও চীনের জনগণকে অভিনন্দন জানান।

তিনি আরো বলেন, "সিপিসির ১৮তম জাতীয় কংগ্রেস মঙ্গোলিয়ার জন্যও অত্যন্ত তাত্পর্যপূর্ণ। মঙ্গোলীয় ডেমোক্র্যাটিক পার্টি কংগ্রেসের অগ্রগতির ওপর আগ্রহভরে নজর রাখছে।" (ইয়ু/আলিম)

মন্তব্য
লিঙ্ক