Web bengali.cri.cn   
চীনের বৈশিষ্ট্যপূর্ণ সমাজতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়ায় আরো বড় সাফল্য অর্জনের জন্য অব্যাহতভাবে পরিশ্রম করতে হবে: হু চিন থাও
  2012-11-09 18:36:17  cri

নভেম্বর ৯: চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র সাধারণ সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট হু চিন থাও বলেছেন, "চীনের বৈশিষ্ট্যপূর্ণ সমাজতন্ত্রের মহান ব্রতকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়ায় আরো বড় সাফল্য অর্জনের লক্ষ্যে আমাদেরকে অব্যাহতভাবে একযোগে পরিশ্রম করে যেতে হবে।" তিনি সিপিসি-র ১৮তম জাতীয় কংগ্রেসের অংশ হিসেবে শুক্রবার সকালে চিয়াং সু প্রতিনিধি দলের আলোচনায় অংশ নেওয়ার সময় এ-কথা বলেন।

এসময় তিনি উল্লেখ করেন, পার্টির ১৮তম জাতীয় কংগ্রেসের রিপোর্ট হচ্ছে নতুন পরিস্থিতিতে চীনের বৈশিষ্ট্যপূর্ণ সমাজতন্ত্রের নতুন বিজয় অর্জনের রাজনৈতিক ঘোষণা ও কার্যক্রম। এসময় তিনি বিশেষ করে পাঁচটি বিষয় সঠিকভাবে উপলব্ধি করার ওপর গুরুত্বারোপ করেন। এ পাঁচটি বিষয় হচ্ছে: পার্টির ১৮তম জাতীয় কংগ্রেসে উপস্থাপিত সার্বিকভাবে সচ্ছল সমাজ গড়ে তোলা আর সংস্কার ও উন্মুক্তকরণ প্রক্রিয়া বেগবান করার লক্ষ্য; দুই, বৈজ্ঞানিক উন্নয়নের মর্ম; জনগণের জীবিকার নিশ্চিয়তা বিধান ও উন্নয়নের লক্ষ্যে কর্মকাণ্ড জোরদার করা; বাস্তুতান্ত্রিক সভ্যতা প্রতিষ্ঠার গুরুত্ব; এবং চীনের বৈশিষ্ট্যপূর্ণ সমাজতান্ত্রিক মূল্যবোধের আলোকে সিপিসি-র বৈজ্ঞানিক মান উন্নত করা। (ইয়ু/আলিম)

মন্তব্য
লিঙ্ক