Web bengali.cri.cn   
সিপিসি-র কংগ্রেস: আনহুই, পেইচিং, সিছুয়ান, শাংহাই ও শানতুং প্রতিনিধি দলের আলোচনায় চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্রের নীতিতে অবিচল থাকার প্রত্যয় ব্যক্ত
  2012-11-09 16:25:23  cri
সিপিসি-র কংগ্রেস: আনহুই, পেইচিং, সিছুয়ান, শাংহাই ও শানতুং প্রতিনিধি দলের আলোচনায় চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্রের নীতিতে অবিচল থাকার প্রত্যয় ব্যক্ত

নভেম্বর ৮: চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ১৮তম জাতীয় কংগ্রেস শুরু হবার পর বৃহস্পতিবার বিকেলে আনহুই, পেইচিং, সিছুয়ান, শাংহাই ও শানতুং প্রতিনিধি দলের আলোচনায় উপস্থিত ছিলেন যথাক্রমে উ পাংকুও, চিয়া ছিংলিন, লি ছাংছুন, সি চিনফিং ও লি খেছিয়াং। আলোচনায় তাঁরা দৃঢ়ভাবে চীনা বেশিষ্ট্যের সমাজতন্ত্রের নীতিতে অবিচল থাকা এবং সার্বিকভাবে সচ্ছল সমাজ উন্নয়নের কথা বলেছেন।

তাঁরা প্রতিনিধি দলগুলোকে মনোযোগ দিয়ে কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে পার্টির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট হু চিন থাও পরিবেশিত রিপোর্ট স্টাডি করার আহ্বান জানান।

এ ছাড়া, হো কুওছিয়াং ও চৌ ইয়ংখাং ফু চিয়ান ও সিনচিয়াং প্রতিনিধি দলের আলোচনায় উপস্থিত ছিলেন। (ছাই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক