বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালকের দেয়া বিশেষ সাক্ষাত্কার
2014-01-13 19:22:48 cri
0111juchang.m4a
লিয়াকত আলী লাকি হচ্ছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক। তিনি হ্চছেন ডাকসু'র সাবেক ভিপি, লোকনাট্যদল-এর সভাপতি, বিশিষ্ট নাট্য নির্দেশক, অভিনেতা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। কিছু দিন আগে সাইদুর রহমান লিপন টেলিফোনে লিয়াকত আলী লাকির বিশেষ সাক্ষাত্কার নিয়েছেন। সাক্ষাত্কারে তাঁরা বাংলাদেশের নাটক উন্নয়ন সম্পর্কিত নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। এ সাক্ষাত্কারটি শুনুন।