Web bengali.cri.cn   
সিপিসি-র জাতীয় কংগ্রেসের প্রতিনিধি দলগুলোর আলোচনায় অংশ নিলেন উ পাং কুও, ওয়েন চিয়া পাও, চিয়া ছিং লিন প্রমুখ নেতৃবৃন্দ
  2012-11-09 18:29:54  cri

নভেম্বর ৯: বৃহস্পতিবার বিকেলে উ পাং কুও, ওয়েন চিয়া পাও, চিয়া ছিং লিন, লি ছাং ছুন, সি চিন পিং ও লি খে ছিয়াং প্রমুখ চীনা নেতৃবৃন্দ আলাদা আলাদাভাবে ১৮তম জাতীয় কংগ্রেসের প্রতিনিধি দলগুলোর আলোচনায় অংশ নিয়েছেন। এর আগে সকালে, সিপিসি-র ১৮তম জাতীয় কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হু চিন থাও 'অবিচলভাবে চীনের বৈশিষ্ট্যপূর্ণ সমাজতান্ত্রিক পথে এগিয়ে যাওয়া এবং সার্বিকভাবে সচ্ছল সমাজ গড়ে তোলার জন্য সংগ্রাম করা' শীর্ষক রিপোর্ট পেশ করেন।

উ পাং কুও আনহুই প্রতিনিধি দলের আলোচনায় অংশ নিয়ে বলেন, "হু চিন থাওয়ের পেশ করা রিপোর্ট হচ্ছে নতুন ঐতিহাসিক শর্তে চীনের বৈশিষ্ট্যপূর্ণ নতুন বিজয় অর্জনের রাজনৈতিক কর্মসূচি এবং সার্বিকভাবে সচ্ছল সমাজ গড়ে তোলার নির্দেশনা। আমাদেরকে এ রিপোর্টের মর্ম উপলব্ধি করতে হবে।"

অন্যদিকে, ওয়েন চিয়া পাও থিয়ানচিন প্রতিনিধি দলের আলোচনায় অংশ নেয়ার সময় জোর দিয়ে বলেন, "হু চিন থাওয়ের রিপোর্টে গত পাঁচ থেকে দশ বছরের সফলতা ও মৌলিক অভিজ্ঞতার সারসংকলন করা হয়েছে এবং গভীরভাবে পরিস্থিতি বিশ্লেষণ করার মাধ্যমে পরবর্তী পাঁচ বছর ও তারও পরের লক্ষ্য ও কর্তব্য উপস্থাপন করা হয়েছে। আমরা এ লক্ষ্য অর্জন করে চীনের বৈশিষ্ট্যপূর্ণ সমাজতান্ত্রিক ব্রতকে অব্যাহতভাবে সামনে এগিয়ে নিয়ে যাবো।"

(ইয়ু/আলিম)

মন্তব্য
লিঙ্ক