Web bengali.cri.cn   
সিপিসি-র ১৮তম কংগ্রেসের ব্যাপারে বিদেশী রাজনৈতিক দল ও তথ্যমাধ্যমগুলোর ব্যাপক আগ্রহ প্রকাশ
  2012-11-08 18:47:30  cri

নভেম্বর ৮: বৃহস্পতিবার সকালে পেইচিংয়ে শুরু হওয়া চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ১৮তম জাতীয় কংগ্রেসের ব্যাপারে বিদেশী রাজনৈতিক দল ও তথ্যমাধ্যমগুলো ব্যাপকভাবে আগ্রহ প্রকাশ করেছে এবং কংগ্রেসের সাফল্য কামনা করে বার্তা পাঠিয়েছে।

লাওসের গণ বিপ্লবী পার্টির কেন্দ্রীয় কমিটি বৃহস্পতিবার চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন বার্তা পাঠিয়েছে। অভিনন্দন বার্তায় আশা প্রকাশ করা হয়েছে যে, সিপিসি-র বিজ্ঞ নেতৃত্বে চীনের পার্টি, সরকার ও জনগণ ১৮তম জাতীয় কংগ্রেসে নেয়া বিভিন্ন সিদ্ধান্ত ভবিষ্যতে সাফল্যের সাথে বাস্তবায়ন করতে সক্ষম হবে।

চীনে পাকিস্তানের এপিপির সংবাদদাতা মাসুদ সদর মনে করেন, ভবিষ্যতে চীন অব্যাহতভাবে জনগণের জীবিকার ওপর গুরুত্ব দেবে এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে প্রচেষ্টা চালাবে।

চীনে হিন্দুস্থান টাইমসের সংবাদদাতা সুতীর্থ প্যাট্রানোবিস বলেন, "অর্থনীতির ক্ষেত্রে চীনের অর্জিত সাফল্যের প্রেক্ষাপটে দেশটির উচিত ভবিষ্যত অর্থনৈতিকনীতির ওপর বিশেষ মনোযোগ দেয়া।"

এদিকে, শ্রীলংকার ডেইলি নিউজ পত্রিকার সংবাদদাতা রাশিকা সোমারাথানা বলেন, "চীন কেবল উন্মুক্ত অর্থনৈতিক নীতি গ্রহণ করেছে তা নয়; বর্তমানে চীনের বৈদেশিক নীতিও উন্মুক্ত। উন্নয়নশীল দেশ হিসেবে দেশটির অর্থনেতিক সাফল্য, শ্রীলংকাসহ অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য অভিজ্ঞতা অর্জনের সুযোগ এনে দিয়েছে।" (ইয়ু/আলিম)

মন্তব্য
লিঙ্ক