Web bengali.cri.cn   
চীনা সমাজতন্ত্রের বৈশিষ্ট্য সমৃদ্ধ সাংস্কৃতিক রাষ্ট্র নির্মাণের জন্য প্রচেষ্টা চালাতে হবে: হু চিন থাও
  2012-11-08 14:20:38  cri
নভেম্বর ৮: চীনের প্রেসিডেন্ট হু চিন থাও সিপিসি'র ১৮তম জাতীয় কংগ্রেসের রিপোর্ট উত্থাপনকালে বলেছেন, চীনের সমাজতন্ত্রের বৈশিষ্ট্য সমৃদ্ধ সাংস্কৃতিক রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে প্রচেষ্টা চালাতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, চীনের সমাজতন্ত্রের বৈশিষ্ট্যে সমৃদ্ধ সাংস্কৃতিক রাষ্ট্র নির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে চীনা জাতির সাংস্কৃতিক ক্ষেত্রের উদ্ভাবনী প্রাণশক্তিকে জোরদার করা। তিনি বলেন, সাংস্কৃতিক ব্যবস্থার গভীর সংস্কার করার সাথে সাথে সাংস্কৃতিক ক্ষেত্রের উন্নয়নের অবাধ গতিকে দ্রুততর করা। বিদগ্ধ শিল্পকলা সমৃদ্ধ গণতন্ত্র চর্চার পাশাপাশি চীনা জনগণের জন্য বিস্তৃত সাংস্কৃতিক মঞ্চ গড়ে তোলা। তিনি বলেন, চীনা জনগণের মৌলিক সাংস্কৃতিক অধিকার আরও সুনিশ্চিত করার মধ্য দিয়ে গণমানুষের জীবনযাপনের ধারাকে আরও সমৃদ্ধ করতে হবে এবং চীনা জনগণের নৈতিকতার উন্নয়নের সাথে সাথে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের মান আরও বাড়িয়ে সারা বিশ্বে চীনা সংস্কৃতির প্রভাবকে আরও ছড়িয়ে দেয়ার জন্য প্রচেষ্টা চালাতে হবে।

এক্ষেত্রে প্রথমত: সমাজতন্ত্রের মৌলিক মূল্যবোধ ব্যবস্থার নির্মাণ জোরদার করতে হবে।

দ্বিতীয়ত: চীনা নাগরিকদের নৈতিকতার মান সার্বিকভাবে উন্নত করতে হবে।

তৃতীয়ত: চীনা জনগণের জীবনযাপনের সাংস্কৃতিক ধারাকে আরো সমৃদ্ধ করতে হবে।

চতুর্থত: চীনা সংস্কৃতির প্রভাব ও প্রতিযোগিতামূলক ক্ষমতাকে আরো জোরদার করতে হবে।

তিনি আরও বলেন, আমরা সমাজতন্ত্রের উন্নত সংস্কৃতির পথে অবিচল থাকবো ও নিজস্ব সংস্কৃতির আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে উঠবো এবং সমাজতন্ত্রের বৈশিষ্ট্য সমৃদ্ধ সাংস্কৃতিক রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবো।(সুবর্ণা/আবাম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক