Web bengali.cri.cn   
২০২০ সাল নাগাদ দেশের জিডিপি এবং মাথাপিছু আয় ২০১০ সালের দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে: সিপিসি-র ১৮তম কংগ্রেসে হু চিন থাও
  2012-11-08 11:33:17  cri

চীনের কমিউনিস্ট পার্টির সম্পাদক হু চিন থাও

নভোম্বর ৮: চীনের প্রেসিডেন্ট এবং চীনা কমিউনিষ্ট পার্টি (সিপিসি)-র সাধারণ সম্পাদক হু চিন থাও বলেছেন, "আমাদের লক্ষ্য হচ্ছে, ভারসাম্যপূর্ণ, সমন্বিত ও টেকসই উন্নয়নের মাধ্যমে, ২০২০ সাল নাগাদ চীনের জিডিপি এবং মাথাপিছু আয় ২০১০ সালের দ্বিগুণ করা।" বৃহস্পতিবার সকালে পেইচিংয়ে শুরু হওয়া সিপিসি-র ১৮তম কংগ্রেসে পার্টির ১৭তম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দেয়া ভাষণে তিনি এ-কথা বলেন।

হু চিন থাও তার ভাষণে চীনে সার্বিকভাবে স্বচ্ছ সমাজ গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি রাজনৈতিক কাঠামোর সংস্কার, গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতি, কূটনীতি, দেশের একীকরণ, সিপিসির গঠনসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তমূলক বক্তব্য রাখেন। (চিয়াং/আলিম)

মন্তব্য
লিঙ্ক