

নভেম্বর ৮: চীনের ক্ষমতাসীন পার্টি --- চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ১৮তম জাতীয় কংগ্রেস বৃহস্পতিবার সকালে পেইচিং মহা গণভবনে শুরু হয়েছে। সিসিপি-র নেতৃবৃন্দ এবং পার্টির ২৩০০ জন প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করছেন।
সম্মেলনের শুরুতেই সিপিসি-র সাধারণ সম্পাদক হু চিন থাও ১৭তম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কার্যবিবরণী পেশ করেন, যা পরে পার্টি প্রতিনিধিদের সভায় পর্যালোচনা করা হবে। বিবরণীতে জোর দিয়ে বলা হয়েছে যে, সিসিপি-র নেতৃত্বে চীন বৈশিষ্ট্যপূর্ণ সমাজতান্ত্রিক পথে সামনে এগিয়ে যাবে।
জাতীয় কংগ্রেস এবং কেন্দ্রীয় কমিটি হচ্ছে চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বের সর্বোচ্চ শাখা। প্রতি পাঁচ বছর পর পর কংগ্রেস অনুষ্ঠিত হয়। বর্তমানে চীনের কমিউনিস্ট পার্টির সদস্য ৮ কোটিরও বেশি। সিপিসির চলমান ১৮তম জাতীয় কংগ্রেসের প্রতিনিধিদের অধিকাংশই পার্টিতে যোগ দেন ১৯৭৮ সালে চীনে সংস্কার ও উন্মুক্তকরণনীতি চালু হওয়ার পর। (ইয়ু/আলিম)

| ||||



