Web bengali.cri.cn   
চীন আন্তর্জাতিক বেতার ১০টি ভাষায় সিপিসি-র ১৮তম জাতীয় কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে
  2012-11-07 19:03:10  cri

নভেম্বর ৭: চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ১৮তম জাতীয় কংগ্রেস বৃহস্পতিবার সকাল ৯টায় পেইচিং মহা গণভবনে শুরু হবে। চীনের বেতার, টেলিভিশন ও কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ তথ্য ওয়েবসাইট সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে।

চীন আন্তর্জাতিক বেতার চীনা, ইংরেজী, জাপানি, কোরীয়, মঙ্গোলিয়, আরবী, রুশ, ফরাসী, জার্মান ও স্প্যানিশ ভাষায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান বেতার, বিদেশের এফএম রেডিও, পেইচিং মিডিয়া ওয়েভ ৮৪৬, সিআরআই অনলাইনের চীনা ও ইংরেজী ভাষা এবং চীনা বেতার ও সংশ্লিষ্ট ভাষার ওয়েবসাইটের মাধ্যমে শোনা যাবে।

একই সময়ে, চীনের কেন্দ্রীয় টেলিভিশন সিসিটিভি এবং কেন্দ্রীয় গণ বেতারও ১৮তম জাতীয় কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে। (ইয়ু/আলিম)

মন্তব্য
লিঙ্ক