
সিপিসি-র ১৮তম জাতীয় কংগ্রেস চীনের উন্নয়ন প্রক্রিয়ার মাইলফলক হিসেবে চিহ্নিত হবে: রুশ সাংবাদিকের মন্তব্য

2012-11-07 18:00:36 cri
নভেম্বর ৭: রাশিয়ার জাতীয় সংবাদ সংস্থা 'ইতার-তাস'-এর প্রধান সম্পাদক মারাট আবুলহাতিন সিসেনোভিচ্ সম্প্রতি চীনের এক সংবাদদাতাকে দেয়া সাক্ষাত্কারে বলেছেন, "আমি বিশ্বাস করি, চীনা কমিউনিস্ট পার্টির আসন্ন ১৮তম জাতীয় কংগ্রেস চীনের উন্নয়ন প্রক্রিয়ায় একটি খুবই গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।" তিনি আরো বলেন, "চীন রাশিয়ার কৌশলগত অংশীদার হবার পাশাপাশি এক মহান প্রতিবেশীও।"
সাক্ষাত্কারে তিনি উল্লেখ করেন যে, গত ১০ বছরে সিসিপির সবচে বড় সাফল্য ছিল চীনের জনগণকে নিয়ে দেশের অর্থনৈতিক অবস্থার নাটকীয় উন্নয়ন সাধন করা। বিশ্বজুড়ে বিদ্যমান অর্থনৈতিক মন্দার মধ্যেও চীনের লক্ষণীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, "সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিলে একথা মানতেই হবে যে, চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের নীতি ও কর্মপন্থা সঠিক।" (খোং চিয়া চিয়া/আলিম)
মন্তব্য

মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
