

নভেম্বর ৭: চীনের কমিউনিস্ট পার্টি (সিসিপি)-র ১৮তম জাতীয় কংগ্রেসের প্রস্তুতিমূলক সভা বুধবার বিকেলে পেইচিংয়ের মহা গণ ভবনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চীনের প্রেসিডেন্ট হু চিন থাও। প্রস্তুতিমূলক সভায় ১৮তম জাতীয় কংগ্রেসের ২৩২৫ জন প্রতিনিধি ও বিশেষ আমন্ত্রিত প্রতিনিধির মধ্যে মোট ২২৮০ জন উপস্থিত ছিলেন।
প্রস্তুতিমূলক সভায় ভোটের মাধ্যমে প্রতিনিধিদের যোগ্যতা পর্যালোচনা কমিটির ২২ জন সদস্য; সভাপতিমণ্ডলীর ২৪৭ জন সদস্য; এবং আসন্ন সম্মেলনের মহাসচিব হিসেবে সি চিন পিংকে নির্বাচন করা হয়। সভায় আসন্ন সম্মেলনের সচিবালয়ের কাঠামো ও কাজও অনুমোদন করা হয়।
এ ছাড়া, প্রস্তুতিমূলক সভায় সিসিপির আসন্ন ১৮তম জাতীয় কংগ্রেসের কার্যতালিকা অনুমোদন করা হয়েছে। কার্যতালিকার মধ্যে আছে: ১৭তম কেন্দ্রীয় কমিটির বিবরণী শোনা ও পর্যালোচনা করা; ১৭তম কেন্দ্রীয় শৃঙ্খলা তদারক কমিশনের কার্যবিবরণী পর্যালোচনা করা; 'চীনের কমিউনিস্ট পার্টির গঠনতন্দ্রের সংশোধনী বিল' পর্যালোচনা করে অনুমোদন করা; ১৮তম কেন্দ্রীয় কমিটি নির্বাচন করা; এবং ১৮তম কেন্দ্রীয় শৃঙ্খলা তদারক কমিশন নির্বাচন করা। (ইয়ু/আলিম)




আরো>> |
