Web bengali.cri.cn   
সিপিসি-র ১৮তম জাতীয় কংগ্রেসের সভাপতিমণ্ডলীর প্রথম সভা অনুষ্ঠিত
  2012-11-07 20:12:56  cri

নভেম্বর ৭: বুধবার বিকেলে পেইচিং-য়ের মহা গণভবনে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ১৮তম জাতীয় কংগ্রেসের সভাপতিমণ্ডলীর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ভাষণ দেন।

সভার শুরুতে সম্মেলনের মহাসচিব সি চিন পিংয়ের পরিচালনায় ভোটের মাধ্যমে সভাপতিমণ্ডলীর স্থায়ী কমিটির ৪১ জন সদস্য নির্বাচন করা হয়। এরপর হু চিন থাওয়ের সভাপতিত্বে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় এবং সিপিসি-র ১৮তম জাতীয় কংগ্রেসের নির্বাচন পদ্ধতির খসড়া অনুমোদন করা হয়। এ ছাড়া, সভায় সিপিসি'র ১৮তম জাতীয় কংগ্রেসের প্রতিনিধিদের 'যোগ্যতা পর্যালোচনা কমিটির' রিপোর্টও অনুমোদন করা হয়। কমিটির রিপোর্টে বলা হয়েছে, চীনের বিভিন্ন নির্বাচন ইউনিট থেকে নির্বাচিত এবং কেন্দ্রীয় কমিটির অনুমোদনপ্রাপ্ত ২২৭০ জন প্রতিনিধির নাম প্রকাশ করা হয়েছিল। পর্যালোচনা করার পর নিশ্চিত হওয়া গেছে যে, ২২৭০ জন প্রতিনিধিই যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ। তবে নামের তালিকা প্রকাশের পর, দু'জন প্রতিনিধি রোগাক্রান্ত হয়ে মারা যান। ফলে, সম্মেলনে উপস্থিত থাকবেন ২২৬৮ জন প্রতিনিধি।

(ইয়ু/আলিম)

মন্তব্য
লিঙ্ক