
বিশ্বে সিপিসি-র ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন নেপালের উপ-প্রধানমন্ত্রী: ১৮তম কংগ্রেসের সাফল্য কামনা

2012-11-08 10:21:13 cri
নভেম্বর ৮: চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ১৮তম জাতীয় কংগ্রেস শুরুর প্রাক্কালে, নেপালের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী নারায়ণ কাজি শ্রেষ্ঠা বিশ্বের অগ্রগতিতে সিপিসি-র ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। পেইচিংয়ে সিআরআই-এর নেপালী বিভাগের সংবাদদাতাকে দেয়া এক বিশেষ সাক্ষাত্কারে তিনি পার্টির ১৮তম কংগ্রেসের সাফল্যও কামনা করেন।
সাক্ষাত্কারে নেপালি উপ-প্রধানমন্ত্রী বলেন, "চীনা কমিউনিস্ট পার্টি চীনা জনগণকে নিয়ে মুক্তির সাফল্য অর্জন করেছে এবং বিশ্বে গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।" তিনি এসময় সিপিসির নেতৃত্বে চীনের অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়নের বিষয়টি উল্লেখ করে আরো বলেন, "আমি বিশ্বাস করি, ১৮তম জাতীয় কংগ্রেসের পর, সিপিসি চীনা জনগণকে নিয়ে স্বদেশকে আরও সমৃদ্ধ ও ধনী করার প্রচেষ্টা অব্যাহত রাখবে।" (সুবর্ণা/আলিম)
সংশ্লিষ্ট প্রতিবেদন

| ||||
মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
