Web bengali.cri.cn   
মানবজাতির শান্তি ও উন্নয়নের মহান ব্রত অব্যাহত রাখতে হবে
  2012-11-08 13:49:17  cri

নভেম্বর ৮: চীনের কমিউনিষ্ট পার্টির ১৮তম জাতীয় কংগ্রেসে দেয়া ভাষণে হু চিন থাও বলেছেন, মানবজাতির শান্তি ও উন্নয়নের মহান ব্রত অব্যাহত রাখতে হবে।

চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হু চিন থাও

হু চিন থাও জোর দিয়ে বলেন, মানবজাতির একটি মাত্র পৃথিবী আছে। বিভিন্ন দেশ এই একটি পৃথীবিতেই অবস্থিত। আমরা মনে করি, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সমতা ও পারস্পরিক আস্থা, সহিষ্ণুতা ও পারষ্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতার অভিন্ন চেতনার মধ্য দিয়ে সকলেরই ন্যায় সংগত দিকটিকে সংরক্ষণ করা উচিত।

তিনি বলেন, বিশ্বের শান্তি রক্ষা ও অভিন্ন উন্নয়নকে এগিয়ে নেয়ার লক্ষ্যে চীন আগের মতো ভবিষ্যতেও অবদান রাখতে প্রস্তুত। এ ক্ষেত্রে গুরুত্ব আরোপ করে তিনি বলেন, চীন সবসময়ই শান্তিপূর্ণ উন্নয়নের পথ অনুসরণ করবে এবং স্বাধীন পররাষ্ট্র নীতিতে অবিচল থাকবে। আমরা দৃঢ়তার সাথে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়নের স্বার্থ রক্ষা করবো। আমরা কোন দিনই বহিরাগত চাপের কাছে নতি স্বীকার করবো না। চীন মনে করে, শান্তিপূর্ণ উপায়েই আন্তর্জাতিক বিরোধ ও উত্তপ্ত সমস্যার সমাধান করা সম্ভব। চীন বলপ্রয়োগের মাধ্যমে এ সব সমস্যা সমাধানের বিরোধীতা করে। চীন অন্য কোন দেশের দ্বারা আর একটি দেশের ক্ষমতা থেকে উতখাতের বিরোধীতা করে। চীন সকল ধরনের সন্ত্রাসবাদ এবং বিভিন্ন ধরনের আধিপত্যবাদ ও অপশক্তির রাজনীতির বিরোধীতা করে। চীন কখনও আধিপাত্যবাদে প্রয়াসী হবে না এবং আত্মসম্প্রসারণ নীতি চালু করবে না। চীন দৃঢ়তার সাথে চীনা জনগণের স্বার্থ রক্ষার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের জনগণের স্বার্থের কথা ভেবে সক্রিভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে কাজ করে যাবে। একই সাথে বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলার জন্য চীন একটি দায়িত্বশীল দেশ হিসেবে তার ভূমিকা পালন করবে।

মন্তব্য
লিঙ্ক