
সিপিসির ১৮তম জাতীয় কংগ্রেসের সফল সমাপ্তিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতিক্রিয়া

2012-11-14 20:04:11 cri
নভোম্বর ১৪: সি পি সির ১৮তম জাতীয় কংগ্রেস বুধবার সফলভাবে সমাপ্ত হওয়ায় প্রেক্ষাপটে দক্ষিণ আফ্রিকার কমিউনিষ্ট পাটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক মাটেখো মঙ্গলবার বলেছেন, "বিশ্ব যখন এক জটিল পরিস্থিতি অতিক্রম করছে, তখন সিপিসির ১৮তম জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হলো।"
এদিকে, রাশিয়ার বিজ্ঞান একাডেমির দূর-পূর্ব গবেষণালয়ের মহাপরিচালক চিঠালিয়েখো বলেছেন, "সিপিসির ১৮তম জাতীয় কংগ্রেস নি:সন্দেহে চীনের উন্নয়নের নতুন মাইলফলকে পরিণত হবে।"
অন্যদিকে, মালয়েসিয়ার 'সিংদাও ডেইলি' পত্রিকার এক সম্পাদকীয়তে বলা হয়েছে, "সিপিসির নতুন মেয়াদের নেতৃবৃন্দ ভবিষ্যতে বিশ্ব সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।" (চিয়াং/আলিম)
সংশ্লিষ্ট প্রতিবেদন

মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
