
চীন আন্তর্জাতিক বেতার সিপিসি-র নতুন কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্যদের সাংবাদিক সম্মেলন সরাসরি সম্প্রচার করবে

2012-11-15 09:40:23 cri
নভেম্বর ১৫: চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র নতুন কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্যরা বৃহস্পতিবার সকাল ১১টায় পেইচিং মহা গণভবনে এক সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করবেন। দেশি-বিদেশি সংবাদদাতাদের ওই সম্মেলন চীন আন্তর্জাতিক বেতারসহ চীনের জাতীয় বেতার ও টেলিভিশন এবং গুরুত্বপূর্ণ তথ্য ওয়েবসাইটগুলো সরাসরি সম্প্রচার করবে।
চীন আন্তর্জাতিক বেতার চীনা ও ইরেজী ভাষায় সাংবাদিক সম্মেলনটি সরাসরি সম্প্রচার করবে। সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান বেতার, বিদেশের এফএম রেডিও, পেইচিং মিডিয়া ওয়েভ ৮৪৬, সিআরআই অনলাইনের চীনা ও ইংরেজী ভাষা এবং চীনা বেতার ও সংশ্লিষ্ট ভাষার ওয়েবসাইটের মাধ্যমে শোনা যাবে।
চীনের কেন্দ্রীয় টেলিভিশন সিসিটিভি এবং কেন্দ্রীয় গণ বেতারও এ-সম্মেলন সরাসরি সম্প্রচার করবে। (ইয়ু / আলিম)
সংশ্লিষ্ট প্রতিবেদন

মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
