Web bengali.cri.cn   
সিপিসি-র নতুন কেন্দ্রীয় কমিটি এবং শৃঙ্খলা ও পরীক্ষা কমিটি গঠিত: ১৭তম কেন্দ্রীয় কমিটির রিপোর্ট ও পার্টির সংশোধিত গঠনতন্ত্রের খসড়া গৃহীত
  2012-11-14 19:01:18  cri
নভেম্বর ১৪: নতুন মেয়াদের জন্য চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটি এবং শৃংখলা ও পরীক্ষা কমিটি গঠিত হয়েছে। এ ছাড়া, কংগ্রেসে পার্টির ১৭তম কেন্দ্রীয় কমিটির প্রস্তাব, শৃংখলা ও পরীক্ষা কমিটির প্রস্তাব, এবং পার্টির সংশোধিত গঠনতন্ত্রের খসড়া গৃহীত হয়েছে। বুধবার পেইচিং-য়ে সিপিসি-র ১৮তম জাতীয় কংগ্রেস শেষ হবার আগে এসব গুরুত্বপূর্ণ বিষয়ে ফায়সালা করা হয়।

সমাপ্তি অনুষ্ঠানে পার্টির সাধারণ সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট হু চিন থাও বলেন, "এবার কংগ্রেসে যে-সব সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা অবশ্যই চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রের আলোকে সিপিসিকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে।" এসময় তিনি ১৭তম জাতীয় কংগ্রসের রিপোটসম্পর্কিত প্রস্তাব, কেন্দ্রীয় শৃংখলা ও পরীক্ষা-নিরীক্ষা কমিটির কার্যবিবরণী সম্পর্কিত প্রস্তাব ও সিপিসির সংশোধিত গঠনতন্ত্রের খসড়া প্রসঙ্গেও আলোচনা করেন। (চিয়াং/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক