Web bengali.cri.cn   
সিপিসি-র সংগ্রেসে স্বচ্ছল সমাজ ও সুন্দর চীন গড়ার ঘোষণা দক্ষিণ-পূর্ব এশিয়ার সংবাদমাধ্যমে প্রশংসিত
  2012-11-14 18:23:15  cri
নভেম্বর ১৪: চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ১৮তম কংগ্রেসের রিপোর্টে ২০২০ সালের মধ্যে স্বচ্ছল সমাজ ও 'সুন্দর চীন' গড়ে তোলার যে লক্ষ্যমাত্রা ঘোষণা করা হয়েছে, তা দক্ষিণ-পূর্ব এশিয়ার গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে।

ইন্দোনেশিয়ার চীনা ভাষার পত্রিকা 'আন্তর্জাতিক দৈনিক পত্রিকা'-র সোমবারের সংখ্যায় প্রকাশিত সম্পাদকীয়তে বলা হয়েছে, সিপিসি-র রিপোর্টে বিজ্ঞানসম্মত উন্নয়ন তত্ত্বের আলোকে স্বচ্ছল সমাজের পাশাপাশি সুন্দর দেশ গঠনের কথাও উল্লেখ করা হয়েছে। সম্পাদকীয়তে এর প্রশংসা করা হয়।

এদিকে, মিয়ানমারের চীনা ভাষার পত্রিকা 'সোনালী ফিনিক্স' সোমবার প্রকাশিত এক সম্পাদকীয় নিবন্ধে বলেছে, বাস্তব অনুশীলন ও ইতিহাসের মাধ্যমে এটা প্রমাণিত যে, চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্রের পথ দেশটির উন্নয়ন ও অগ্রগতির জন্য একমাত্র সঠিক পথ। (সুবর্ণা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক