Web bengali.cri.cn   
চীন এশিয়া ও প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য অবদান রাখতে চায়---চীনের পররাষ্ট্র মন্ত্রী
  2012-11-11 10:30:41  cri
নভোম্বর ১০: চীনের কমিউনিষ্ট পাটির ১৮তম জাতীয় কংগ্রহের প্রতিনিধি , চীনের পররাষ্ট্র মন্ত্রী ইয়াং চি সি শনিবার একটি সাক্ষাত্কারে বলেছেন, এশিয়া ও প্রশান্ত মহা সাগরীয় অঞ্চল বিশ্বের সবচেয়ে প্রাণবন্ড অঞ্চল । এই অঞ্চলের সকল দেশের সঙ্গে সমতা ও পারষ্পরিক কল্যাণের ভিত্তিতে একটি সমৃদ্ধ ও স্থিতিশীল এশিয়া ও প্রশান্ত মহা সাগরীয় অঞ্চল গঠন করার জন্য চীন প্রস্তুত আছে। সি আর আইয়ের নিজস্ব সংবাদদাকে দেয়া সাক্ষাত্কারে পররাষ্ট্র ইয়াং চি সি বলেন, চীন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে গুরুত্বপূর্ণ অভিন্ন স্বার্থ রয়েছে । কিন্তু এর পাশাপাশি দু'দেশের মধ্যে কিছু মৌলিক মতভেদ ও দ্বন্দ্বও রয়েছে। আমরা মনে করি, নতুন শতাব্দিতে দু'দেশের জনসাধারণের মৌলিক স্বার্থ এবং বিশ্বের জনগণের অভিন্ন স্বার্থকে বিবেচনা করে দু'দেশ অবশ্য দু'পক্ষের মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব মোকাবিলা করতে পারবে। তিনি বলেন, চীনের কমিউনিষ্ট পাটির ১৮তম জাতীয় কংগ্রেসের রিপোটে জোরদার করা হয়েছে , চীন শান্তিপূর্ণভাবে আন্তর্জাতিক বিরোধ ও উত্তপ্ত সমস্যার সমাধানের পক্ষপাতি। তিনি বলপ্রয়োগে আঞ্চলিক সংঘর্ষ মোকাবিলা করার বিরোধীতা করে। সামুদ্রিক ব্যাপার প্রসঙ্গে ইয়াং চি সি বলেন, কয়েটি দ্বীপের সার্বভোমত্বের ব্যাপারে চীন ও কয়েকটি দেশের মধ্যে মতভেদ রয়েছে। এখানে বলতে হয় যে, দেশের ভূভাগ রক্ষা করার জন্য চীনের সংকল্প অচল থাকবে। এর পাশাপাশি কোন বিতর্কে দু'পক্ষের যোগাযোগ থাকা উচিত। আমরা আশা করি, সংশ্লিষ্ট দেশ চীনের মত স্বদিচ্ছা দেখানো উচিত। ইয়াং চি সি বলেন, মৌলিকভাবে বলতে গেলে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্ক সুষ্ঠভাবে বিকশিত হচ্ছে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক