Web bengali.cri.cn   
পেইচিংয়ে 'বিজ্ঞান ভিত্তিক উন্নয়ন ও উজ্জ্বল কৃতিত্ব' শীর্ষক চারুকলা প্রদশর্নী
  2012-11-10 11:55:48  cri

চাঁদ অনুসন্ধান যন্ত্রের নমুনা

নভেম্বর ১০: চীনের কমিউনিস্ট পার্টির ১৮তম জাতীয় কংগ্রেস এখন পেইচিংয়ে অনুষ্ঠিত হচ্ছে। পেইচিংয়ে অবস্থানরত কংগ্রেসের প্রতিনিধিরা শুক্রবার রাতে পেইচিং প্রদর্শনী ভবনে আয়োজিত 'বৈজ্ঞানিক উন্নয়ন ও উজ্জ্বল কৃতিত্ব" শিরোনামের একটি চারুকলা প্রদর্শনী পরিদর্শন করেন। এ চারুকলা প্রদর্শনীতে বৈজ্ঞানিক উন্নয়নকে কেন্দ্র করে প্রাণবন্ত বিষয়ের ওপর তোলা আলোকচিত্র, হস্তলিপি ও বিভিন্ন ধরনের নমুনার মাধ্যমে চীনের সামাজিক উন্নয়নের ঐতিহাসিক পরিবর্তনকে তুলে ধরা হয়েছে। প্রদর্শনীর প্রতিটি শিল্পকর্মেই গত দশ বছরে চীনের অর্থনীতি, সামাজিক অবস্থান ও পার্টির গঠনমূলক কাজে অর্জিত মহান কৃতিত্ব বিভিন্ন দিক ফুটে উঠেছে।

 চেচিয়াংয়ের প্রতিনিধি দল প্রদর্শনী দেখছে।

কংগ্রেসের প্রতিনিধিরা মানুষবাহী ডুবোজাহাজের নমুনা দেখছেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক