|
ড.ম্যালকম কোলের চিকিত্সা বন্ধ করতে চান। তিনি কোলকে বলেন, দুঃখিত, আমি তোমাকে কোন সাহায্য করতে পারছি না। আমি আগেকার জীবনে ফিরতে চাই। কোল কান্নার সঙ্গে সঙ্গে বলে, আপনি আমার কথা বিশ্বাস করেন না, তাইনা? আপনি আমাকে বিশ্বাস না করলে কিভাবে আমাকে সাহায্য করবেন?
প্রিয় শ্রোতা, আপনারা চলচ্চিত্রের যে অংশ শুনছেন এতে এই দৃশ্য দেখানো হয়।
ভিনসেন্টের মতো দুর্ঘটনা এড়ানোর জন্য ড.ম্যালকম কোলেের চিকিত্সা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
ভিনসেন্টের চিকিত্সা সম্পর্কিত রেকর্ডিং শোনার সময় ড. ম্যালকম তাঁর মতামত পরিবর্তন করেন। টেপের ফাঁকায় তিনি শুনেছেন, কোন একজন স্টেনিশ ভাষায় অব্যাহতভাবে চিত্কার করে বলেন, আমি মারা যেতে চাই না।
তারপর তিনি কোলের কথা বিশ্বাস করতে শুরু করেন এবং কোলকে এক ভালো প্রস্তাব উত্থাপন করেন।
ড.ম্যালকোম মনে করেন, মৃত মানুষদের কোলের কাছে আসার কারণ হলো তারা কোলের সাহায্য চান। ড. ম্যালকমের প্রস্তাব গ্রহণ করে কোল একজন আধিভৌতিক দূত হিসেবে তার প্রথম প্রচেষ্টা শুরু করার সিদ্ধান্ত নেয়। কিরা নামে একজন মেয়ে সদ্য মারা গেছে। সে কোলের কাছে সাহায্য চায়। কিরাকে দেখে কোল খুব ভয় পাওয়া সত্ত্বেও সাহস নিয়ে কিরার সঙ্গে কথা বলে।
প্রিয় শ্রোতা, আপনারা চলচ্চিত্রের যে অংশ শুনছেন এতে এই দৃশ্য দেখানো হয়।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |