Web bengali.cri.cn   
দ্য সিক্সথ সেন্স
  2012-07-26 14:37:25  cri

আজকের অনুষ্ঠানে আমি দ্য সিক্সথ সেন্স 'the sixth sense' শিরোনামে যুক্তরাষ্ট্রের একটি চলচ্চিত্রের সঙ্গে শ্রোতাদের পরিচয় করিয়ে দেবো। এটি একটি অতিপ্রাকৃত থ্রিলার মুভি। আমার এই কথা শুনে অধিকাংশ শ্রোতার সম্ভবতঃ ভয় লাগছে। কিন্তু আমি মনে করি, চলচ্চিত্রটি দেখার পর আপনি আবিষ্কার করতে পারবেন যে, ভয়ের কোন দরকার নেই। এ চলচ্চিত্রের গতি অন্যান্য ভয়াল ফিল্ম বা সাসপেন্স ফিল্মের মতো উত্তেজনাসংকুল ও সহিংসতায় পূর্ণ নয়। বরং এই চলচ্চিত্রের গতি একটু ধীর স্থির। এটি দীর্ঘস্থায়ী উষ্ণতা ও সামান্য বেদনায় ভরপুর।

দ্য সিক্সথ সেন্স চলচ্চিত্রটি ১৯৯৯ সালে মার্কিন দর্শকদের সবচেয়ে প্রিয় মুভি হিসেবে নির্বাচিত হয়। এই চলচ্চিত্রের প্রধান বিষয় শোনার আগে আমি 'ষষ্ঠ ইন্দ্রিয়' এই শব্দটি একটু বুঝিয়ে দিচ্ছি। 'ষষ্ঠ অনুভূতি'র স্ট্যান্ডার্ড নাম হলো ইন্দ্রিয়ের সাহায্য ছাড়া বাহ্যিক ঘটনাবলীর অনুধাবন, সংক্ষিপ্তভাবে বলা যায়, ই এস পি। একজন সাধারণ মানুষের পাঁচটি ইন্দ্রিয়ের মধ্যে রয়েছে, দৃষ্টি, শ্রবণ, ঘ্রাণ, আস্বাদ ইন্দ্রিয় ও ত্বকের স্পর্শ যোগাযোগ ইন্দ্রিয়। উল্লেখিত পাঁচটি ইন্দ্রিয় ছাড়া অন্য এক ধরনের ইন্দ্রিয় হলো ষষ্ঠ ইন্দ্রিয়। কোন কোন লোক মনে করেন, ষষ্ঠ ইন্দ্রিয় সত্যিই বিদ্যমান । এমন ধরনের ইন্দ্রিয়ের মাধ্যমে স্বাভাবিক পাঁচটি ইন্দ্রিয়ের বাইরের কোন কোন চ্যানেলের মধ্য দিয়ে তথ্য সংগ্রহ করে আসন্ন ঘটনার আভাস পাওয়া যায়।

আচ্ছা, এখন আমার সঙ্গে একসাথে 'the sixth sense' শিরোনামে চলচ্চিত্রটি শুনবেন।

1 2 3 4 5 6 7
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040