Web bengali.cri.cn   
দ্য সিক্সথ সেন্স
  2012-07-26 14:37:25  cri

ড. ম্যালকম হচ্ছেন একজন শিশু মনোবিজ্ঞানি । শিশুদের মধ্যে যাদের মনস্তাত্ত্বিক সমস্যা আছে, তাদেরকে অনেক সহায্য করেছেন তিনি। তাঁর এই অবদানের জন্য সরকারের উচ্চ পর্যায়ের প্রশংসাও পান তিনি।

একদিন ভিনসেন্ট নামে একজন তরুণ ড.ম্যালকমের বাড়িতে অনুপ্রবেশ করেন। ছোটবেলায় তিনি ড.ম্যালকমের চিকিত্সা পেয়েছিলেন। কিন্তু তাঁর ওপর চিকিত্সা অবশেষে ব্যর্থ হয়। ভিনসেন্ট ড.ম্যালকোমের বাড়িতে ঢুকে ডক্টরের ওপর গুলি করার পর আত্মহত্যা করেন।

প্রিয় শ্রোতা, আপনারা চলচ্চিত্রের যে অংশ শুনছেন এতে এই দৃশ্য দেখানো হয়।

কোল নামে ভিনসেন্টের মতো আরেকজন শিশু রোগীর চিকিৎসাবিদ্যার রেকর্ড দেখেছেন ড.ম্যালকম। তিনি কোলকে সাহায্য করতে চান এবং কোলের ভিনসেন্টের মতো দুর্ঘটনা দেখতে চান না। চিকিত্সক ম্যালকম এবং তাঁর রোগী কোলের মধ্যে একটি গল্প এভাবেই শুরু হয়।

ড.ম্যালকম কোলকে সাহায্য করতে চান। কিন্তু কোল তাঁর সাহায্য গ্রহণ করেন না। কারণ কোল মনে করেন, তাঁর বর্তমান অবস্থা থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে কোন লোক তাঁকে সাহায্য করতে পারেন না।

প্রিয় শ্রোতা, আপনারা চলচ্চিত্রের যে অংশ শুনছেন এতে তাঁদের দু'জনের কথোপকথন দেখানো হয়।

1 2 3 4 5 6 7
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040