Web bengali.cri.cn   
অর্থনৈতিক সংবাদ-২০১৫/৬/১৫
  2015-06-15 18:02:56  cri

১. চীনের মূল ভূখণ্ডে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) বেড়েছে। চলতি বছরের প্রথম পাঁচ মাসে এফডিআই-এর পরিমাণ ছিল ৩৩,০৯৫ কোটি ইউয়ান বা ৫,৩৮৩ কোটি মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০.৫০ শতাংশ বেশি। গত বৃহস্পতিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

মন্ত্রণালয় আরও জানায়, চলতি বছরের প্রথম পাঁচ মাসে চীনের মূল ভূখণ্ডে ৯,৫৮২ বিদেশি কোম্পানিকে ব্যবসা করার অনুমতি দেওয়া হয়। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৯.৬ শতাংশ বেশি।

এদিকে, সেবা খাতে চীনে গত পাঁচ মাসে এফডিআই এসেছে ৩,৩৯৪ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩.৫ শতাংশ বেশি। সেবাখাতে এসময় যে এফডিআই এসেছে তা মোট এফডিআইয়ের ৬৩ শতাংশ।

২.চীনের উপ-প্রধানমন্ত্রী ওয়াং ইয়াং সম্প্রতি ইতালির মিলানে দু'দেশের কৃষি সহযোগিতার উপর আয়োজিত এক ফোরামে ভাষণ দেন। এসময় তিনি কৃষি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান।

তিনি বলেন, তার দেশ কখনই বাণিজ্য উদ্বৃত্তের কথা চিন্তা করে না। তিনি এসময় দু'দেশের কৃষিসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের উপরও গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ২০১৪ সালে দু'দেশের মধ্যে কৃষিপণ্যের বাণিজ্যের পরিমাণ ছিল ১১৬ কোটি মার্কিন ডলার। ২০০০ সালে এ পরিমাণ ছিল মাত্র ২৫ কোটি ডলার।

৩.বাংলাদেশের প্রাথমিক শিক্ষা উন্নয়নে আরও ১২ কোটি ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ৬ বছর মেয়াদি প্রাথমিকশিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় বাড়তি এ ঋণ দেওয়া হবে। সম্প্রতি রাজধানী ঢাকার এনইসি সম্মেলনকক্ষে দু'পক্ষের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

২০১১ সালে চুক্তি স্বাক্ষরেরশুরুর দিকে প্রাথমিকশিক্ষা উন্নয়নের এ প্রকল্পে এডিবি'র ঋণের পরিমাণছিল ৩২ কোটি ডলার। মধ্যবর্তী পর্যবেক্ষণের ভিত্তিতেই ব্যাংক এ প্রকল্পে ঋণের পরিমাণ বাড়াতে যাচ্ছে। প্রাইমারি ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০১৭ সালের জুনের মধ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করবে।

৪.চলতি বছরের মে মাসে বাংলাদেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল ৬.১৯ শতাংশ। আর এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৬.৩২ শতাংশ।গত বুধবার দুপুরে রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের (এনইসি)সম্মেলনকক্ষে 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফাকামাল এ তথ্য জানান।

তিনি আরও জানান, মে মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে ৬.২৩ শতাংশে দাঁড়ায়, যা আগের মাসে ছিল ৬.৪৮ শতাংশ।তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কিছুটা বেড়ে দাঁড়ায় ৬.১৪ শতাংশ, যা পূর্ববর্তী মাসে ছিল ৬.০৮ শতাংশ।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, শিল্পের কাঁচামাল, মূলধনী যন্ত্রপাতি, পেট্রোলিয়ামজাতীয় পদার্থসহ সকল পণ্যের দাম কমায় দেশের মূল্যস্ফীতি কমেছে বলে তিনি জানান।

এদিকে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব অনুযায়ী, মে মাসে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৫.৮৪ শতাংশ, যা এপ্রিলে ছিল ৬.০৩ শতাংশ। আর গ্রামে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি মে মাসে ছিল ৫.৬৬ শতাংশ, যা আগের মাসে ছিল ৫.৯৯ শতাংশ। অন্য দিকে, গ্রামে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ছিল ৬.১৪ শতাংশ, যা আগের মাসে ছিল ৬.০৯ শতাংশ।

৫.২০১৪ সালে অবকাঠামো খাতে সবচে বেশি বিদেশি বিনিয়োগ গেছে ব্রাজিল, তুরস্ক, পেরু, কলম্বিয়া ও ভারতে। গত বুধবার বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুসারে, গত বছর এ পাঁচটি দেশের অবকাঠামো খাতে বিদেশি বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া গেছে ৭,৮০০ কোটি মার্কিন ডলার, যা এসময় উন্নয়নশীল দেশগুলো কর্তৃক প্রাপ্ত মোট বিনিয়োগ প্রতিশ্রুতির ৭৩ শতাংশ।

৬.বিশ্বজুড়ে প্রতি পাঁচ জনের মধ্যে এক জন কর্মী ছাঁটাই, সম্পদ কমানো, এবং ইনভেস্টমেন্ট ব্যাঙ্কের আয়তন ছোট করে আনার কথা জানিয়েছে এইচএসবিসি।

ইউরোপের বৃহত্তম এ ব্যাংক আরও জানায়, আগামী আড়াই বছরের মধ্যে বার্ষিক খরচ ৫০০কোটি ডলার পর্যন্ত বাঁচানোর চেষ্টা করা হবে। এর জেরে বিশ্বজুড়ে প্রায় ৫০ হাজার কর্মী ছাঁটাই করতে হবে সংস্থাটিকে। ব্রাজিল ও তুরস্কে ব্যবসা বিক্রি করে দেওয়ার কারণে ওই দেশ দুটিতেই ছাঁটাই হবে বেশি কর্মী। ব্যাংকটি কর্মী কমাচ্ছে তথ্যপ্রযুক্তি ও ব্যাক অফিসের কাজেও। এ ক্ষেত্রে শুধুমাত্র ব্রিটেনেই ছাঁটাই হচ্ছে ৭ থেকে ৮ হাজার কর্মী।

এইচএসবিসি ইন্ডিয়ার এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এশিয়া, বিশেষত ভারতের বাজার মজবুত করাকে অগ্রাধিকার দিচ্ছেন তারা। সে ক্ষেত্রে ব্যাঙ্কটি আগামী দিনে ভারত ও চীনে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট ও ব্যাক অফিসের কাজ বাড়াতে পারে। এ ছাড়া, নিজেদের সদর দফতরও লন্ডন থেকে এশিয়ায় সরিয়ে আনার কথা ইতোমধ্যেই ভাবতে শুরু করেছে এইচএসবিসি।

৭.ভারতের রিজার্ভ ব্যাংকের হিসাবে চলতি খাতে বৈদেশিক মুদ্রার লেনদেন ঘাটতিজানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে কমে হয়েছে ১৩০ কোটি ডলার বা ৮,৩২০ কোটি রুপি, যা মোটজাতীয় আয়ের ০.২ শতাংশ। গত এক বছরে এ পরিমাণ সবচেয়ে কম। বিশ্ব বাজারে তেলের দাম কমার কারণেই মূলত বাণিজ্যঘাটতি কমেছে বলে ব্যাংক জানিয়েছে।

৮.মে মাসে ভারতে যাত্রিবাহী গাড়ির বিক্রি বেড়েছে শতকরা৭.৭৩ভাগ। তবে, এসময় মোটরসাইকেল বিক্রি কমেছে ৩.০৪%। আর মে মাসে সামগ্রিকভাবে ভারতে যাত্রিবাহী গাড়ি বিক্রি হয়েছে এক লাখ ৬০ হাজারের সামান্য বেশি। গত বুধবার এ পরিসংখ্যান প্রকাশ করে গাড়ি সংস্থাগুলির সংগঠন সিয়াম।

সংগঠনটি জানায়, এ নিয়ে টানা সাত মাস বিক্রি বেড়েছে যাত্রিবাহী গাড়ির। তবে ২০১৪-রসেপ্টেম্বরে এক বার বাড়লেও, গত ২৫ মাসে টানা কমে চলেছে ছোট বাণিজ্যিক গাড়ির বিক্রি।

৯.তিউনিশিয়ায় নতুন কারখানা চালু করল ভারতের টাটা মোটরস। এখানে তাদের পিক-আপ ট্রাকএবং বিভিন্ন মডেলের ছোট বাণিজ্যিক গাড়ি তৈরি করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। চলতি মাসেই যার উত্পাদন শুরু হওয়ার কথা। সেখানকার স্থানীয় সংস্থা আইকার এসএ-র সঙ্গে যৌথ উদ্যোগে কারখানাটি চালাবে টাটা মোটরস।

বস্তুত, আফ্রিকার বিভিন্ন দেশে ব্যবসা ছড়ানোর উদ্যোগ নিয়েছে ভারতীয় গাড়ি নির্মাতাটি। সে ক্ষেত্রে টিউনিশিয়ার এ কারখানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন আন্তর্জাতিক ক্ষেত্রে টাটা মোটরসের বাণিজ্যিক গাড়ি বিভাগের প্রধান আরটি ওয়াসান। আগামী দিনে এখানে বিক্রি বাড়াতে গাড়ি তৈরির ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ এবং উন্নত বিপণন ব্যবস্থাকে কাজে লাগানো হবে বলেও তিনি জানান।

আইকার এসএ-র সঙ্গে মিলে এই কারখানায় টাটা জেনন পিক-আপ ট্রাক এবং এস ওসুপার এস মডেলের ছোট বাণিজ্যিক গাড়ি তৈরি করা হবে। একইসঙ্গে নতুন গাড়ি আনা এবং বর্তমানে বাজারে রয়েছে এমন গাড়ির উন্নত সংস্করণ তৈরির উপরও জোর দেবে টাটা মোটরস। এ বিপণন এবং বিক্রি পরবর্তী পরিষেবা দেখাশোনা করবে লে মোটর এসএ। সেপ্টেম্বর থেকেই তিউনিশিয়ার বাজারে আসবে টাটামোটরসের এই গাড়িগুলি।

১০.শ্রীলংকা আগামী ২০২০ সালের মধ্যে ২,০০০ কোটি মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের পরিকল্পনা করছে। দেশটির শিল্প ও বাণিজ্যমন্ত্রী রিসাদ বাথিউদিন সম্প্রতি কলম্বোয় এক অনুষ্ঠানে এ তথ্য জানান।

তিনি বলেন, উন্নত মানের পণ্য উত্পাদন শ্রীলংকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমেই কেবল প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে রপ্তানি বাড়ানো সম্ভব।

১১. চলতি বছরের প্রথম পাঁচ মাসে শ্রীলংকায় চীনা পর্যটকের সংখ্যা শতকরা ৮০ ভাগ বেড়েছে। এসময় দ্বীপদেশটিতে চীনা পর্যটকের সংখ্যা ৭৯ হাজার ছাড়িয়ে যায়। সম্প্রতি কলম্বোয় সিনহুয়া বার্তা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ তথ্য জানান শ্রীলংকা পর্যটন উন্নয়ন ব্যুরোর চেয়ারম্যান রোহান্থা আথুকোরালা।

তিনি জানান, লংকান পর্যটন ব্যুরো কলম্বো থেকে চীনের ছেংদু পর্যন্ত ফ্লাইট সংখ্যা সপ্তাহে তিনটি থেকে বাড়িয়ে পাঁচে উন্নীত করতে চায়। (আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040