Web bengali.cri.cn   
অর্থনৈতিক সংবাদ ---২০১৫/৪/১৩
  2015-04-13 19:46:06  cri

১. ২০-দলীয় জোটের ডাকা সাম্প্রতিক হরতাল-অবরোধেবাংলাদেশের এ পর্যন্ত আনুমানিক ১৭,১৫০ কোটি টাকারক্ষতি হয়েছে। আজ (রোববার) সকালে ঢাকাস্থ বিশ্বব্যাংক কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থার লিড ইকোনিমিস্ট জাহিদ হোসেন। খবর ইত্তেফাকের।

জাহিদ হোসেন জানান, ৬০দিনের এই অবরোধ-হরতালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেবা খাত, শিল্পখাত এবং কৃষি খাত। তিনি আরও জানান, এ ক্ষয়ক্ষতির ফলে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৫.৬-এ নেমে আসবে।রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি, বৈশ্বিক মন্দা, ইউরোরদরপতনএবং আর্থিক সংস্কারের ক্ষেত্রে দক্ষতার অভাব বাংলাদেশের অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলছে বলেও তিনি উল্লেখ করেন।

২. চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়ায় ৬.২৭ শতাংশে। ফেব্রুয়ারিতে এ হার ছিল ৬.১৪ শতাংশ।আজ (রোববার) সকালে ঢাকার শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে পরিসংখ্যান ব্যুরোর বরাত দিয়ে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল।

তিনি আরও জানান, একনেকে ৬৩৬ কোটি ৯৬ লাখ টাকা ব্যায়ের তিনটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

৩.বিশ্ব ব্যাংক-আইএমএফের বসন্তকালীন বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।সোমবার সকাল সাড়ে ১০টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি।

১৭ থেকে ১৯ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠেয় বৈঠকে ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন মুহিত।প্রতিনিধিদলেরঅন্য সদস্যরা হলেন- বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অর্থসচিবমাহবুব আহমেদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, অতিরিক্ত সচিব কাজী শফিকুল ইসলাম এবং অর্থমন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্যকর্মকর্তা শাহেদুর রহমান।

উল্লেখ্য, প্রতিবছরই এপ্রিল মাসে বিশ্বব্যাংক ও আইএমএফের এ বৈঠক অনুষ্ঠিত হয়।বিশ্বের গুরুত্বপূর্ণ প্রায় সব দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংক গভর্নরসহ সরকারের শীর্ষ নীতিনির্ধারকরা অংশ নেবেন।

৪. চীন তুলনামূলকভাবে ধীরগতির অথচ নিরাপদ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে গেলে তা দেশটির পাশাপাশি বিশ্বের জন্যও সুফল বয়ে আনবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা স্টিভেন বার্নেট এ মন্তব্য করেছেন।

তিনি গত শুক্রবার ওয়াশিংটনে এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর আয়োজিত এক আলোচনা সভায় বলেন, চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি হ্রাস পাওয়ায় ভয়ের কিছু নেই। দেশটির অর্থনীতি বর্তমানে নিরাপদ ও টেকসই প্রবৃদ্ধির পথে চলছে বলেও তিনি মন্তব্য করেন।

৫. চীনের রাষ্ট্রীয় পরিষদ দেশের তিনটি নীতিব্যাংকের সংস্কার পরিকল্পনা অনুমোদন করেছে। ব্যাংক তিনটি হচ্ছে: চায়না ডেভেলপমেন্ট ব্যাংক (সিডিবি), এক্সপোর্ট –ইমপোর্ট ব্যাংক অব চায়না এবং এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ব্যাংক অব চায়না (এডিবিসি)। রোববার সরকারি ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

৬. চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তার পাকিস্তান সফরের সময় বালুচিস্তানের গোয়াদরে একাধিক বড় প্রকল্পের উদ্বোধন করবেন। আজ (রোববার) কোয়েটায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বালুচিস্তানের মুখ্য সচিব সাইফুল্লাহ ছাত্তা।

তিনি জানান, প্রেসিডেন্ট সি 'গোয়াদর অর্থনৈতিক মুক্ত অঞ্চল', 'ওয়েস্ট বে এক্সপ্রেসওয়ে' এবং 'গোয়াদর বিমানবন্দর'সহ কয়েকটি বড় প্রকল্পের উদ্বোধন করবেন।

৭. পাকিস্তানে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ বেড়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্য অনুসারে, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে প্রবাসী পাকিস্তানিরা ১৩৩৩ কোটি ডলার দেশে পাঠিয়েছে। আগের অর্থবছরের একই সময়ে পাকিস্তানে রেমিটেন্স এসেছিল ১১৫৮ কোটি মার্কিন ডলার। পাকিস্তানিদের পাঠানো বৈদেশিক মুদ্রার বেশিরভাগই এসেছে আরব দেশগুলো থেকে।

এদিকে, পাকিস্তানের বর্তমান বৈদেশিক মুদ্রার মজুত ১৬৭০ কোটি ডলারের দাঁড়িয়েছে। দেশটির অর্থমন্ত্রীর আশা, চলতি অর্থবছরের শেষ নাগাদ মজুত ১৮০০ কোটি ডলারে পৌঁছুতে পারে।

৮.নেট পরিষেবার বাজারে হারানো অবস্থান ফিরে পেতে দেশের বিভিন্ন শহরে ওয়াই-ফাই অঞ্চল তৈরির সিদ্ধান্ত নিয়েছে ভারতের রাষ্ট্রায়াত্ত টেলিকম পরিষেবা সংস্থা বিএসএনএল।

পরিকল্পনায় দেশের অন্যান্য শহরের মতো পশ্চিমবঙ্গের কোলকাতাও আছে। ইতোমধ্যে শহরটির ২০০টি জায়গাকে চিহ্নিতও করা হয়েছে। এর মধ্যে বিমানবন্দর, রেলস্টেশন যেমন রয়েছে, তেমনই আছে শপিং মল, শিক্ষা প্রতিষ্ঠানও। সবকিছু ঠিকঠাক থাকলে, চলতি বছরেই এই পরিষেবা চালু হওয়ার কথা।

উল্লেখ্য, সম্প্রতি বিএসএনএল জানায়, আগামী দু'তিন বছরে সারা দেশে ওয়াই-ফাই হটস্পট তৈরির জন্য ৭,০০০কোটি টাকা বিনিয়োগ করবে সংস্থাটি।

৯. ছয় জাতির সাথে চূড়ান্ত পরমাণু চুক্তি স্বাক্ষরিত হবার পর যদি ইরানের ওপর থেকে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, তবে বিশ্ব বাজারে তেলের দাম আরও কমে যেতে পারে। যুক্তরাষ্ট্রে জ্বালানি তথ্য সংস্থা (ইআইএ) সম্প্রতি এক বিবৃতিতে এ আশঙ্কা প্রকাশ করেছে। সংস্থাটি এর আগে এক পূর্বাভাসে বলেছিল, আগামী বছর বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৭৫ ডলারে দাঁড়াতে পারে।

উল্লেখ্য, ইরান বিশ্বের পঞ্চম বৃহত্তম তেল উত্পাদনকারী রাষ্ট্র।

(তথ্যসূত্র: ইত্তেফাক, প্রথম আলো, বিডিনিউজ, ডন ডটকম, সিনহুয়া, আনন্দবাজার পত্রিকা, কলম্বো পেইজ, ইত্যাদি)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040