Web bengali.cri.cn   
অর্থনৈতিক সংবাদ --- ২০১৫/৪/২০
  2015-04-20 19:18:37  cri

১. চীন ও যুক্তরাষ্ট্র চলতি মাসে বা তার পরের মাসে প্রস্তাবিত দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি (বিআইটি)-র 'নেতিবাচক তালিকা' বিনিময় করবে বলে আশা করা হচ্ছে। চীনের উপ-অর্থমন্ত্রী চু কুয়াংইয়াও গতশুক্রবার ওয়াশিংটনে 'আটলান্টিক কাউন্সিল' নামক একটি থিংক ট্যাংকে দেওয়া ভাষণে এ কথা বলেন। এর আগে মার্কিন বাণিজ্য প্রতিনিধি মাইকেল ফ্রোম্যানও একই ধরনের আশাবাদ প্রকাশ করেন।

চু কুয়াংইয়াও বলেন, বিআইটি আলোচনাকে গতিশীল করতে দু'পক্ষের মধ্যে 'নেতিবাচক তালিকা' বিনিময়ের ওপর ইতোমধ্যেই চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গুরুত্বারোপ করেছেন এবং আলোচকদের এ ব্যাপারে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, সেপ্টেম্বরে প্রেসিডেন্ট সি'র যুক্তরাষ্ট্র সফরের আগেই বিআইটি আলোচনা শেষ হয়ে যাবে, এমন সম্ভাবনা কম। তবে আসন্ন এ সফর আলোচনাকে আরও বেগবান করবে। তিনি আশা করেন, বারাক ওবামার কার্যমেয়াদেই চীন-মার্কিন দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হবে।

২. চীনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর চৌ শিয়াও ছুন বলেছেন, ইউয়ানকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর 'স্পেশাল ড্রয়িং রাইটস্' তথা মুদ্রা-তালিকায় অন্তর্ভুক্ত করতে সংশ্লিষ্ট সংস্কার কাজের গতি দ্রুততর করা হবে। তিনি গত শুক্রবার ওয়াশিংটনে আইএমএফ-বিশ্বব্যাংক বসন্তকালীন সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

তিনি বলেন, চীন মুদ্রার বিনিময় হার নির্ধারণের বিদ্যমান ব্যবস্থায় সংস্কার করতে এবং মুদ্রা বাজারে নিয়ন্ত্রণ ধীরে ধীরে কমিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, ইউয়ানের বিশ্বায়নের জন্য এবং বাণিজ্য, বিনিয়োগ ও ব্যাংকিং খাতের চাহিদার কারণেই এ উদ্যোগ নিয়েছে চীন সরকার।

উল্লেখ্য, আইএমএফের 'স্পেশাল ড্রয়িং রাইটস্‌' তথা মুদ্রা-তালিকায় বর্তমানে মার্কিন ডলার, জাপানি ইয়েন, ব্রিটিশ পাউন্ড স্টার্লিং ও ইউরো অন্তর্ভুক্ত আছে।

৩. প্রস্তাবিত এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)-র সম্ভাব্য প্রতিষ্ঠাতা-সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭-এ। গত বুধবার (১৫ এপ্রিল) পেইচিংয়ে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান চীনের উপ-অর্থমন্ত্রী শি ইয়াওপিন।

তিনি জানান, বুধবার সুইডেন, ইসরাইল, দক্ষিণ আফ্রিকা, আজারবাইজান, আইসল্যান্ড, পর্তুগাল ও পোল্যান্ডকে প্রতিষ্ঠাতা-সদস্য হিসেবে সর্বশেষ অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রতিষ্ঠাতা-সদস্যদেশগুলোর মধ্যে ৩৭টি এশিয়ার এবং ২০টি এশিয়ার বাইরের।

উপমন্ত্রী আরও জানান, ব্যাংকের প্রতিষ্ঠাতা-সদস্য হবার আবেদন জানানোর সময় অতিক্রান্ত হলেও, নতুন সাধারণ সদস্য গ্রহণ অব্যাহত রাখা হবে। কারণ, এটি একটি উন্মুক্ত বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক।

উল্লেখ্য, প্রস্তাবিত এআইআইবি এশিয়ার বিভিন্ন দেশে সড়ক, রেলপথ, বিমানবন্দরসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ প্রকল্পে ঋণ দেবে। চলতি বছর শেষ হবার আগেই এ ব্যাংক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বলে আশা করা হচ্ছে।

৪. চীনের হাই নান প্রদেশের হাই খো শহরে গত বুধবার সকালে শুরু হয় 'এক অঞ্চল, এক পথ' কৌশলের আওতায় প্রস্তাবিত 'চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর' বিষয়ক এক কৌশলগত সেমিনার।

তিন দিনব্যাপী এ সেমিনারে অংশ নেন দু'দেশের সরকারি কর্মকর্তা, বিশেষজ্ঞ ও উদ্যোক্তারা। সেমিনারের আলোচ্য বিষয়ের মধ্যে ছিল দু'দেশের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্র, প্রকল্প ও পরিকল্পনা।

সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটির উপ-মহাসচিব ফান বেন শান বলেন, বিভিন্ন ক্ষেত্রে চীন ও পাকিস্তান যে কৌশলগত সহযোগিতা চালিয়ে আসছে, তা দু'দেশের সম্পর্ক উন্নয়নের ভিত্তিস্বরূপ। এখন প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর বাস্তবায়নের কাজকে এগিয়ে নিয়ে যাওয়া দু'দেশের অভিন্ন কর্তব্য বলেও তিনি মন্তব্য করেন।

সেমিনারে পাকিস্তানের সিনেটের প্রতিরক্ষা কমিটির চেয়ার‌ম্যান মুশাহিদ হুসাইন সাইয়েদ প্রস্তাবিত 'চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর'-কে 'এক অঞ্চল, এক পথ' কৌশলের গুরুত্বপূর্ণ অবিচ্ছেদ্য অংশ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, 'চীনা স্বপ্ন', 'পাক স্বপ্ন' এবং 'এশিয়ার স্বপ্ন' আসলে একই রকম। এসব স্বপ্নের লক্ষ্য হচ্ছে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যত নিশ্চিত করা।

৫.ব্যাংক অব চায়নার হংকং শাখার সিইও ইউয়ে ই বলেছেন, 'এক অঞ্চল, এক পথ' নীতি চীনা মুদ্রা রেনমিনপি'র (ইউয়ান) বিশ্বায়ন প্রক্রিয়াকে গতিশীল করবে এবং এতদঞ্চলের অর্থ ও ব্যাংকিং খাতে নতুন নতুন সুযোগ এনে দেবে। তিনি গত বুধবার হংকংয়ে অনুষ্ঠিত 'এশীয় ব্যাংকার' শীর্ষক এক সেমিনারে এ মন্তব্য করেন।

সেমিনারে তিনি বলেন, ভবিষ্যতে 'বিনিময়-মুদ্রা' হিসেবে রেনমিনপির ব্যবহার বাড়বে। যুক্তরাষ্ট্রের অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে মন্তব্য করে তিনি বলেন, এখনো দেশটিতে আশানুরূপ প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে না। এশিয়া বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির ক্ষেত্রে ভবিষ্যতেও মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে উল্লেখ করে তিনি বলেন, আগামী কয়েক বছরে চীন ও ভারতের অর্থনীতিতে ৬.৫ শতাংশেরও বেশি করে প্রবৃদ্ধি অর্জিত হবে।

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040