Web bengali.cri.cn   
অর্থনৈতিক সংবাদ ---২০১৫/৪/৬
  2015-04-07 11:01:34  cri

১. চীনের ঐতিহ্যবাহী ঔষধ (টিসিএম) প্রস্তুতকারী প্রতিষ্ঠান 'ইয়ুননান পাইইয়াও গ্রুপ কোম্পানি' ২০১৪ সালে আগের বছরের তুলনায় ৭.৯৫ শতাংশ বেশি মুনাফা অর্জন করেছে। শনিবার প্রকাশিত কোম্পানির বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, গেল বছর কোম্পানিটির মোট মুনাফা হয়েছে ২৫০ কোটি ইউয়ান (প্রায় ৪০৭ মিলিয়ন ডলার)।

উল্লেখ্য, পরিসংখ্যান অনুসারে চীনের টিসিএম ১৭১টি দেশে বিক্রি হয় এবং অস্ট্রেলিয়া, কানাডা, অস্ট্রিয়া, থাইল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাসহ ২৯টি দেশ ও অঞ্চলে চীনের টিসিএম-কে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অবশ্য, বিশ্বে যতো ঐতিহ্যবাহী ঔষধ (টিসিএম) বিক্রি হয় তার প্রায় ৭০ শতাংশই জাপানি ও দক্ষিণ কোরীয়।

২. চীনের উপ-অর্থমন্ত্রী ওয়াং পাওয়ান সম্প্রতি বলেছেন, জাতীয় সামাজিক নিরাপত্তা তহবিলে বিনিয়োগকৃত অর্থের নিরাপত্তা বাড়াতে সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি এক সাংবাদিক সম্মেলনে জানান, সামাজিক নিরাপত্তা তহবিলে বিনিয়োগের সুযোগ বাড়াতে রাষ্ট্রীয় পরিষদ সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, চীনের ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীর সমস্যা সমাধানের লক্ষ্যে ২০০০ সালে জাতীয় সামাজিক নিরাপত্তা তহবিল গড়ে তোলা হয়। কেন্দ্রীয় সরকারের অনুদানের পাশাপাশি লটারি ও ব্যক্তিগত অনুদান থেকে প্রাপ্ত অর্থ দিয়ে এ তহবিল গড়ে উঠেছে।

৩.কানাডা-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য ২০০ কোটি ডলারে উন্নীত হয়েছে এবং ভবিষ্যতে তা আরও বৃদ্ধি পাবে। সম্প্রতি কানাডার অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে 'বাংলাদেশ: বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা' শীর্ষক এক সেমিনারে এ কথা বলা হয়েছে। উক্ত সেমিনারে বক্তাগণ বৈদেশিক বিনিয়োগের অন্যতম সুবিধাজনক স্থান হিসেবে বাংলাদেশের প্রশংসা করেন।

কানাডার পররাষ্ট্র, বাণিজ্য ও উন্নয়ন সংক্রান্ত মন্ত্রণালয়ের দক্ষিণ, দক্ষিণ এশিয়া ও ওশানিয়া অঞ্চলের মহা-পরিচালক পিটার ম্যাক-আর্থার সেমিনারে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করে বলেন, ২০৫০ সালের মধ্যে দেশটি পৃথিবীর ২৩তম বৃহত্ অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। বাংলাদেশের সাথে ব্যবসার ইতিবাচক অভিজ্ঞতার কথা তুলে ধরেন প্রখ্যাত আমেরিকান পোশাক আমদানিকারক কোম্পানী 'হ্যাগার কানাডা'র প্রেসিডেন্ট ব্রায়ান মেইন। তিনি বলেন, রানা প্লাজাট্রাজেডির পরে ও আগে বাংলাদেশ সম্পর্কে অনেক নেতিবাচক প্রচারণা করা হয়েছে। কিন্তু প্রকৃত পক্ষে, গুণগত মাণসম্পন্ন পণ্য উত্পাদনে সক্ষম আরপ্রতিশ্রুতিশীল শ্রম ও উদ্যোক্তা গোষ্ঠীর অবদানে বাংলাদেশ আজ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানীকারক দেশ হিসেবে স্থান করে নিয়েছে। 

এ সেমিনারে কানাডার ফেডারেল এমপিসহ উচ্চপদস্থ সরকারী নীতিনির্ধারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, থিঙ্ক ট্যাঙ্ক, কর্পোরেট সিইও, ব্যবসায়ী নেতৃবৃন্দ, আমদানিকারক, বিনিয়োগকারী এবং রাষ্ট্রায়াত্ত্ব সংস্থা'র নির্বাহীগণ যোগদান করেন।

৪. বাংলাদেশে চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম নয় মাসে রেমিট্যান্সের প্রবৃদ্ধি হয়েছে ৭.২১ শতাংশ। আর একক মাস হিসাবেও আগের মাস ফেব্রুয়ারি এবং গত বছরের একই মাসের তুলনায় মার্চে রেমিট্যান্স বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে অনুসারে, জুলাই-মার্চ সময়কালে দেশে ১১২৫ কোটি ২৪ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১০৪৯ কোটি ৫২ লাখ ডলার।

এদিকে,গত মার্চে দেশে ১৩৩ কোটি ২৪ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স এসেছে। ফেব্রুয়ারিতে এ পরিমাণ ছিল ১১৮ কোটি ৯৬ লাখ ডলার। আর আগের বছরের মার্চ মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ছিল ১২৮ কোটি ৮৬ লাখ ডলার।

৫.পরিবেশ রক্ষায় ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের প্রচেষ্টা বেগবান করার ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি পরিবেশবান্ধব খাতে ঋণ বিতরণ বাধ্যতামূলক করে একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, গত জানুয়ারি থেকে পুরাতন ব্যাংকগুলো তাদের মোট বিনিয়োগের পাঁচ শতাংশ এবং নতুন ব্যাংকগুলো বিনিয়োগের তিন শতাংশ হারে বিতরণও শুরু করেছে বলে বিভিন্ন ব্যাংকসূত্রে জানা গেছে।

এদিকে, বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং এন্ড সিএসআর বিভাগের হালনাগাদ প্রতিবেদন অনুসারে,২০১৪ সালে এ খাতে ব্যাংকগুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মোট ৪৫০৫৩ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। এর মধ্যে সরাসরি পরিবেশবান্ধব কর্মকাণ্ডে বিতরণ করা হয়েছে ৩৬২৩ কোটি টাকা। আর পরিবেশবান্ধব উপায়ে পরিচালিত হয়এমন বিভিন্ন প্রকল্পে দেওয়া হয়েছে ৪১৪২৯ কোটি টাকা।

উল্লেখ্য, নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব খাতে বিনিয়োগের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব অর্থায়নে ২০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল রয়েছে। এছাড়া, পরিবেশবান্ধব ইটভাটা স্থাপনে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-র আর্থিক সহায়তায় ৪০০ কোটিটাকার আলাদা আরও একটি পুনঃঅর্থায়ন তহবিল রয়েছে।

৬.বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, তার দেশ থেকে রাশিয়ায় এক লাখ টন আলুরপ্তানি করা হবে। বিষয়টি চূড়ান্ত করতে রাশিয়ার একটি প্রতিনিধিদল শিগগিরই বাংলাদেশ সফরে আসবে বলেও তিনি জানান। সম্প্রতি মন্ত্রী তার ঢাকা সচিবালয় কার্যালয়ে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আলু রপ্তানির ক্ষেত্রে যে ব্যাকটেরিয়ার বিষয়ে রাশিয়ার আপত্তি ছিল, বাংলাদেশের কৃষি বিভাগ আলু ব্যাকটেরিয়ামুক্ত করতে সক্ষম হয়েছে এবং তা রাশিয়াকে অবহিতও করা হয়েছে।

এসময় মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ রাশিয়ার বাজারে তৈরি পোশাক রপ্তানির চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাশিয়াও বাংলাদেশ থেকে তৈরি পোশাক নিতে আগ্রহী। এ ক্ষেত্রে কাস্টমস ডিউটি সংক্রান্ত কিছু জটিলতা রয়েছে। এ জটিলতা দূর হলে রাশিয়ার বাজারে তৈরী পোশাক রপ্তানি সহজ হবে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, গত ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশ রাশিয়ায় পণ্য রপ্তানি করেছে ২৮৩.৩৫ মিলিয়ন মার্কিন ডলারের। অন্য দিকে, একই সময়ে রাশিয়া থেকে বাংলাদেশ আমদানি করেছে ২৮৬ মিলিয়ন ডলার মূল্যের পণ্য।

৭.পাকিস্তানে নিযুক্ত মার্কিন কনসুল-জেনারেল জাছারাই হার কেন রাইডার বলেছেন, দু'দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির বড় ধরনের সুযোগ রয়েছে। তিনি সম্প্রতি লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক বৈঠকে ভাষণ দেওয়ার সময় এ কথা বলেন।

তিনি বলেন, তার দেশ পাকিস্তানের অর্থনৈতিক সমস্যা সমাধানে সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও পাকিস্তানে বেসরকারি খাতের অগ্রগতিতে তিনি সন্তোষও প্রকাশ করেন।

৮.ভারতে বিদেশি মুদ্রার রিজার্ভ ৩৩,৯৯৯ কোটি ডলারে উন্নীত হয়েছে। সম্প্রতি রিজার্ভ ব্যাংক অবইন্ডিয়া এ তথ্য জানায়। বিশ্লেষকদের মতে, ২০১৩ সালের জুনের মতো আর্থিক সংকটআসলে তা মোকাবেলা করতেই ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভের পরিমাণ বাড়াচ্ছে। চলতিবছরের মধ্যে সুদের হার বাড়ানোর যে ইঙ্গিত দেওয়া হয়েছে তার সম্ভাব্য ক্ষতিকর প্রভাব কমাতেও এ পদক্ষেপ নেওয়া হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

৯.দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির জন্য আগে বিদেশি বিনিয়োগকারীদের সামনে করনীতি স্পষ্ট করতে ভারত সরকারকে তাগিদ দিয়েছে মার্কিন ও ইউরোপীয় বিনিয়োগকারীরা।

বেশ কয়েকটি বিদেশি সংস্থার দাবি, গত বছরের শেষ দিক থেকেই বিশেষ ধরনের কর 'ম্যাট'দেওয়ার তাগিদ সম্বলিত চিঠি পেতে শুরু করে তারা। সংস্থাগুলির অভিযোগ, প্রথমত যে কর জমাদিতে বলা হয়েছে, তা তাদের দেওয়ার কথা নয়। আর দ্বিতীয়ত, এ নিয়ে ধোঁয়াশা থাকায় আগামী দিনে সমস্ত বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেই এই সমস্যা বারবার ফিরে আসার আশঙ্কা। তাই অবিলম্বে 'ম্যাট'নিয়ে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করার জন্য অর্থমন্ত্রী অরুণ জেটলির কাছে আবেদন জানিয়েছে প্রতিষ্ঠানগুলো।

উল্লেখ্য, সম্প্রতি কেয়ার্ন এনার্জিকে ১০,২৪৭ কোটি রুপি এবং কেয়ার্ন ইন্ডিয়াকে ২০,৪৯৫ কোটি রুপি করের নোটিস পাঠায় আয়কর দফতর। এ নিয়ে উষ্মা প্রকাশ করেন খোদব্রিটিশ বিদেশ সচিব ফিলিপ হ্যামন্ড। তিনি বলেন, ভারতকে বিনিয়োগ আকর্ষণীয় গন্তব্য করে তুলতে আগে পুরনো লেনদেনের ওপর কর বসানো বন্ধ করতে হবে।

১০. গত ফেব্রুয়ারিতে জাপানের শিল্পোত্পাদন জানুয়ারির তুলনায় ৩.৪ শতাংশ কমেছে।দেশটির বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি এ তথ্য জানায়।

মন্ত্রণালয়ের হিসেব অনুসারে, কসমেটিকস, কম্পিউটার, সেমিকন্ডাক্টর থেকে শুরু করে ক্রেনের মতো সব ধরনের শিল্পে উত্পাদন কমেছে।কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সম্পর্কিতযন্ত্রাংশে উত্পাদন কমেছে ৭.৬ শতাংশএবং ইলেকট্রনিক যন্ত্রাংশের উত্পাদনকমেছে ৭.৪ শতাংশ। তাছাড়া, ফেব্রুয়ারিতে এশিয়ার বিভিন্ন দেশে জাপানের রফতানি চাহিদাও বেশ কমেছে। ফেব্রুয়ারিতে জাপানের রফতানিকৃত পণ্যের মূল্যমান জানুয়ারির তুলনায় ৭ শতাংশ কম ছিল।

১১. চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় এক লক্ষ ২৬ হাজার। এ সংখ্যা অর্থনীতিবিদদের ধারণার চেয়ে এক লক্ষ ১৯ হাজার কম। দেশটির শ্রম বিভাগ সম্প্রতি এ তথ্য জানায়।

(তথ্যসূত্র: সিনহুয়া, ইত্তেফাক, প্রথম আলো, বিডিনিউজ, আনন্দবাজার পত্রিকা, ডন ডটকম, বিবিসি, ইত্যাদি)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040