Web bengali.cri.cn   
দক্ষিণ এশিয়ার কয়েকটি অর্থনৈতিক সংবাদ ---২০১৫/২/১৬
  2015-02-16 19:32:05  cri

১.বাংলাদেশে চলতি অর্থবছরের উন্নয়ন প্রকল্পে যে অর্থ ব্যয় করা সম্ভব হবে না, তা মার্চের মধ্যে ফেরত পাঠাতে প্রকল্প পরিচালকদের নির্দেশ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অবশ্য উন্নয়ন প্রকল্পে বরাদ্দ বিদেশি সাহায্যের পুরোটাই ব্যবহার করতে বলেছেন মন্ত্রী ।রোববার দুই দফায় প্রায় সাতশ প্রকল্প পরিচালকের সঙ্গে বৈঠক করে মন্ত্রী এ নির্দেশনা দেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। বিজ্ঞপ্তি অনুসারে, বেঁচে যাওয়া অর্থ জনগুরুত্বপূর্ণ অন্য প্রকল্পে খরচ করা হবে।

নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নের দিক নির্দেশনা দিয়ে পরিকল্পনামন্ত্রী প্রকল্প পরিচালকদের বলেন, "অর্থবছরের শুরুতেই ক্রয় সংক্রান্ত কার্যক্রম শুরু করলে প্রথম তিন মাসে তা শেষ হবে। এছাড়া অর্থবছরের শুরুতেই সামগ্রিক কর্মপদ্ধতি বিশ্লেষণ করলে সহজে বোঝা যাবে বাস্তবায়নের চ্যালেঞ্জটা কোথায়। এ কাজগুলো মাঝপথে শুরু করলে স্বাভাবিকভাবেই প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হয়।"প্রকল্প পরিচালকদের ঘন ঘন পরিবর্তন না করতেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করেন মন্ত্রী।

সভায় প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে অর্থনৈতিক কর্মকাণ্ড, কর্মসংস্থান তৈরি এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির বিষয়গুলোতে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়। এখন থেকে প্রকল্প পরিচালকদের ব্যক্তিগত 'পারফরম্যান্স' মূল্যায়ন করে অধিকতর গুরুত্বপূর্ণ প্রকল্পে অথবা একজনকে একাধিক প্রকল্প পরিচালক পদে নিয়োগ দেওয়া হবে বলেও জানানো হয়।

রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে এ সভায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব সফিকুল আজম, আইএমইডির ভারপ্রাপ্ত সচিব মো. শহিদ উল্লাহ খন্দকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ সরকার ৮৬,০০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) হাতে নিয়েছিল। এর মধ্যে প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) মাত্র ৩২শতাংশবাস্তবায়নকরা সম্ভব হয়েছে। অবশ্য গত অর্থবছরের একই সময়ে বাস্তবায়ন হয়েছিল ৩১ শতাংশ। আর পুরো অর্থ বছরে বাস্তবায়ন হয়েছিল সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির ৯৩ শতাংশ।

২.২০২১ সালের মধ্যে বাংলাদেশের পোশাক খাত থেকে ৫০০০ কোটি ডলার রফতানি আয় করতে হলে এ শিল্পকে সবুজ শিল্পে পরিণত করতে হবে। এ জন্য নীতিতে এবং নীতি প্রণয়নকারীদের সবুজায়ন দরকার। পাশাপাশি, নীতি বাস্তবায়নকারীদেরও সবুজ হতে হবে। নীতি বাস্তবায়নে এবং সবুজ অর্থায়নের জন্য বাজেটে আলাদা নজরও রাখতে হবে। গত শনিবার ঢাকায় আয়োজিত এক সেমিনারে বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান এ সব কথা বলেন। এসময় রফতানিমুখী খাতে সবুজ অর্থায়নের জন্য ৫০ কোটি ডলারের একটি নতুন রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) গঠনেরও ঘোষণা দেন তিনি।

'একসেস টু ফাইন্যান্স-এনভায়রনমেন্ট সাসটেইনেবলিটি ইন টেক্সটাইল সেক্টর' শীর্ষক সেমিনারের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্স ইনস্টিটিউট (পিআরআই)। প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারের সহ-আয়োজক ছিল ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি)।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. আহসান এইচ মনসুর ও এটি ক্যাপিটালের ম্যানেজিং পার্টনার ইফতি ইসলাম।সেমিনারে বলা হয়, পোশাক শিল্পের কারখানাগুলোকে সবুজায়ন করার ক্ষেত্রে অর্থের সংস্থান একটা বড় চ্যালেঞ্জ। এ ছাড়া, এ শিল্পের সঙ্গে জড়িতদের সার্বিকভাবে সচেতন করে তোলারও কোনো বিকল্প নেই। কেবল বিনিয়োগ নিরাপদ নয়, দেশের মানুষকে নিরাপদ রাখার জন্য শিল্পকারখানাগুলোকে সঠিকভাবে সবুজায়ন করা দরকার। আর তা করতে কৌশলগত অবস্থান ঠিক করলেই আসল উদ্দেশ্য সফল হবে।

৩. বাংলাদেশের চট্টগ্রাম থেকে চা সংসদ সচিবালয় ঢাকায় স্থানান্তরের প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ। এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের হস্তক্ষেপ কামনা করে রোববার এক পত্র পাঠিয়েছেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

পত্রে তিনি বলেন, দেশের উত্পাদিত ও আমদানিকৃত চায়ের বিপণন ও বাজারজাতকরণের লক্ষ্যে চট্টগ্রামে স্থাপিত চা নিলাম কেন্দ্র ও এ কার্যক্রমের সাথে জড়িত ১৩টি ওয়্যারহাউস, ৬টি ব্রোকার হাউস, পরিবহন ব্যবসা, বিপণন কোম্পানির অফিস এবং অন্যান্য অবকাঠামোগত সুবিধা বিদ্যমান থাকায় ১৯৪৯ সালেই চা সংসদ সচিবালয় প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু ৬৫ বছরের পুরনো এই চা সংসদ সচিবালয়কে অতি গোপনে ঢাকায় স্থানান্তরের পরিকল্পনা প্রায় চূড়ান্ত। ১৯৭৮ সালে এই প্রতিষ্ঠানটিকে ঢাকায় স্থানান্তরের পাঁয়তারা করা হলে সংশ্লি¬ষ্ট ব্যবসায়ীদের যৌক্তিক ব্যাখ্যা ও দাবির মুখে তত্কালীন বাণিজ্য মন্ত্রণালয় থেকে চা সংসদ সচিবালয় চট্টগ্রামেই থাকা যৌক্তিক উল্লেখ করে তা চট্টগ্রামেই থাকবে বলে নির্দেশনা জারি করা হলেও ৩৬ বছর পর আবারও চট্টগ্রাম থেকে চা সংসদ সচিবালয় রাজধানীতে স্থানান্তরের যৌক্তিকতা ও কারণ ব্যবসায়ী মহলের কাছে বোধগম্য নয়।

৪. বাংলাদেশে গত ৫ জানুয়ারি থেকে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। এরই মধ্যে টানা হরতাল-অবরোধসহ সহিংসতায় ব্যবসা-বাণিজ্য কমে গেছে, পণ্য পরিবহনে দেখা দিয়েছে সংকট। এর ফলে পুরো জানুয়ারি মাসেই কাঙ্ক্ষিত রাজস্ব আদায় হয়নি।

হরতাল-অবরোধ শুরুর আগে গত ডিসেম্বর মাস পর্যন্ত অর্থবছরের প্রথমার্ধেই (জুলাই-ডিসেম্বর) রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে দুই হাজার কোটি টাকার। এখন টানা অবরোধের ফলে এ ঘাটতি ক্রমশ বাড়ছে।

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) ও আয়কর মিলিয়ে মোট ৫৯,১১৫ কোটি টাকা রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ সময়ে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৬১,১১৯ কোটি টাকা। এ বছর এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১ লাখ ৪৯,৭২০ কোটি টাকা। এখন সেই লক্ষ্য অর্জন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

এদিকে ঢাকা চেম্বার এক সমীক্ষায় দেখিয়েছে, রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসায়ীদের প্রতিদিন প্রায় ২,৭০০ কোটি টাকা ক্ষতি হচ্ছে। গত ৩৬ দিনের (১১ জানুয়ারি পর্যন্ত) বিপরীতে ৭ হাজার ৩৮৩ কোটি টাকা রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে।

তবে রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন করতে বিভিন্ন কমিশনারেটের সঙ্গে আলোচনা শুরু করেছেন এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান। এ ছাড়া বিভিন্ন মামলার কারণে বিপুল অঙ্কের রাজস্ব আদায় করা যাচ্ছে না। এখন সেসব মামলা না চালিয়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির মাধ্যমে রাজস্ব আদায়ের উদ্যোগ নিয়েছে এনবিআর। এনবিআরের সর্বশেষ হিসাবে দেখা গেছে, শুল্ক, মূষক ও আয়কর সংক্রান্ত ১২,৫৩৮টি মামলায় ২,৮৬১ কোটি টাকার রাজস্ব আটকে আছে। এডিআরে কিছু মামলা নিষ্পত্তি করা গেলে রাজস্ব আদায়ের ঘাটতি কিছুটা কমানো যাবে বলে মনে করেন রাজস্ব কর্মকর্তারা।

রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার ঘাটতি থাকলেও গত বছরের প্রথম ছয় মাসের তুলনায় ১৬.৫৫ শতাংশ বেশি রাজস্ব আদায় হয়েছে। গত অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে রাজস্ব আদায় হয়েছিল ৫০,৬৭৫ কোটি টাকা। তবে চলতি অর্থবছরে প্রায় ২২ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাজস্ব আদায় হওয়ার কথা ছিল। কিন্তু সেই গতিতে রাজস্ব আদায় করা যাচ্ছে না। গত ছয় মাসের মধ্যে কোনো মাসেই রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ১৬ শতাংশের বেশি অর্জন করা সম্ভব হয়নি।

৫. চরম দরিদ্র পরিবারের শিশুদের পুষ্টিমান উন্নয়নে বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক।ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর পুওরেস্ট প্রজেক্টের অর্থায়নের জন্য বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও বিশ্বব্যাংকের মধ্যে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি পরিকল্পনা কমিশনের ইআরডি সম্মেলনকক্ষে ইআরডি সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ও বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ইয়োহানেস জাট নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।

শিশু ও মায়ের পুষ্টি নিশ্চিত করতে নেওয়া এ প্রকল্পের আওতায় ৬ লাখ গর্ভবতী নারী ও পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুর মা নগদ অর্থ সহায়তা পাবেন।বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) কাছ থেকে সহজ শর্তে ৩০ কোটি ডলারের এ ঋণ পাবে বাংলাদেশ।

৬. বাংলাদেশে মোবাইল ফোনের টকটাইমের ওপর সারচার্জ (মাসুল) নির্ধারণে নতুন করে আইন করার নির্দেশ দিয়েছে আইন মন্ত্রণালয়। রাজস্ব বোর্ড (এনবিআর) একটি আদেশের (এসআরও) মাধ্যমে এটি কার্যকর করতে চেয়েছিল। সারচার্জ অ্যান্ড লেভি অ্যাক্ট করে এটি কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এনবিআরকে সম্প্র্রতি নির্দেশ দেয়া হয়।

সম্প্রতি এনবিআরে পাঠানো মন্ত্রণালয়ের এক মতামতে বলা হয়েছে, মোবাইল ফোনে যেকোনো ধরনের সারচার্জ আরোপ ও আদায়ের ক্ষেত্রে সংসদের অনুমতি নেওয়ার প্রয়োজন রয়েছে। এনবিআরসংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এনবিআর সূত্র জানিয়েছে, সারচার্জ আদায়ের জন্য সারসংক্ষেপ শিগগিরই মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর এটি সংসদে উত্থাপন করা হবে।

উল্লেখ্য, এনবিআরের হিসাবে টকটাইমে সারচার্জ আদায় করা হলে বছরে প্রায় ১৩০ কোটি টাকার রাজস্ব আদায় হবে। বর্তমানে মোবাইল ফোন ব্যবহারকারীরা ১৫ শতাংশ হারে ভ্যাট দিচ্ছেন। সারচার্জ আদায় শুরু হলে তাদের দিতে হবে ১৬ শতাংশ হারে।বর্তমানে দেশে প্রায় ১১ কোটি মোবাইল গ্রাহক রয়েছে।

৭. বিশ্ব বাজারে তেলের দাম কমে যাওয়ায়, ভারতের বাণিজ্য ঘাটতিও অনেক কমেছে। শুক্রবার প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, জানুয়ারিতে দেশটির বাণিজ্য ঘাটতি ছিল ৮৩২ কোটি ডলার, গত ১১ মাসের মধ্যে যা সবচেয়ে কম। এদিকে, জানুয়ারিতে ভারতের রফতানি কমেছে ১১.১৯ শতাংশ। পাশাপাশি আমদানিও কমেছে ১১ শতাংশের বেশি।

জানুয়ারিতে রফতানি কমে ২,৩৮৮ কোটি ডলার হওয়ার কারণ অবশ্য ইউরোপ ও জাপানে চাহিদা কমা। পরিসংখ্যান বলছে, গত আড়াই বছরের মধ্যে এতটা নামেনি এই হার। কেন্দ্র যে ৩০টি শিল্পের রফতানি পরিসংখ্যান প্রকাশ করে, তার ২১টিরই সঙ্কোচন হয়েছে। যে কারণে চলতি অর্থবর্ষে রফতানির লক্ষ্যমাত্রা ছোঁওয়া সম্ভব হবে না বলে মনে করছে রফতানিকারীদের সংগঠন ফিও।

বিশেষজ্ঞদের মতে, সরকারের আমদানি-খরচের এক তৃতীয়াংশই যায় অশোধিত তেলে। তাই বিশ্ব বাজারে এর দাম নামায় জানুয়ারিতে ওই খরচ ৩৭.৪৬ শতাংশ কমে হয়েছে ৮২৪ কোটি ডলার। এই খাতে খরচ কমায় আবার দেশে পেট্রোল-ডিজেলের দাম কমছে। ফলে কেন্দ্রকে ভর্তুকি দিতে হচ্ছে কম।

৮. বিগত কয়েক বছর ধরে পাকিস্তানে ফল উত্পাদন ক্রমশ হ্রাস পাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও, বিদেশে ফলের রফতানি ক্রমাগত বাড়ছে। দেশটির জাতীয় খাদ্য নিরাপত্তা ও গবেষণা মন্ত্রণালয়ের সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে, ২০০৯ অর্থবছরে যেখানে পাকিস্তানে ফল উত্পন্ন হয় ৭.০১ মিলিয়ন টন, সেখানে ২০১৩ অর্থবছরে তা কমে দাঁড়ায় ৬.৫২ মিলিয়ন টনে। কিন্তু ২০০৯ অর্থবছরে পাকিস্তান যেখানে ১৬২ মিলিয়ন ডলারের ফল রফতানি করেছে, সেখানে ২০১৩ অর্থবছরে বেড়ে দাঁড়ায় ৩৯৩ মিলিয়ন মার্কিন ডলারে। আর ২০১৪ অর্থবছরে পাকিস্তান বিদেশে ফল রফতানি করেছে ৪৩৮ মিলিয়ন ডলার

৯. দেশের বেসরকারি খাতে বেতন ১৫ থেকে ৩৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকার সরকার। গত শুক্রবার রাজধানী কলম্বোতে জাতীয় শ্রম উপদেষ্টা পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিচারমন্ত্রী উইজেদাসা রাজাপাকশে জানিয়েছেন, পরিষদ বেসরকারি খাতে সর্বনিম্ন বেতন বাড়াতে রাজি হয়েছে। তিনি আরো জানান, আগামী তিন সপ্তাহের মধ্যে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

(তথ্যসূত্র: ইত্তেফাক, প্রথম আলো, বিডিনিউজ, আনন্দবাজার পত্রিকা, ডন ডটকম, কলম্বো পেইজ, সিনহুয়া, টাইমস্ অব ইন্ডিয়া, ইত্যাদি)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040