Web bengali.cri.cn   
দক্ষিণ এশিয়ার দেশগুলোর কয়েকটি অর্থনৈতিক সংবাদ --- ২০১৫/১/১২
  2015-01-12 19:10:19  cri

১.শ্রীলঙ্কার উদ্দেশে গত শনিবার চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে সাড়ে ১২ হাজার টন চালবোঝাই জাহাজ এমভি বাংলার কল্লোল। এ নিয়ে মোট ২৫ হাজার টন চাল রপ্তানি হলো দ্বীপদেশটিতে। এর আগে গত ২৭ ডিসেম্বর প্রথম চালানেও সাড়ে ১২ হাজার টন চাল ছিল। এসব চালের টনপ্রতি রপ্তানিমূল্য ৪৫০ মার্কিন ডলার।

এদিকে বাংলাদেশের খাদ্য বিভাগের মহাপরিচালক সারোয়ার খান জানিয়েছেন, দেশের সামগ্রিক খাদ্য চাহিদা বিবেচনায় চাল মজুত রাখার নিরাপদ স্তর হলো ৯ থেকে ১০ লাখ টন। বর্তমানে এর চেয়ে বেশি চাল মজুত আছে।

২. বাংলাদেশে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রপ্তানি আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১.৫৬ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-র তথ্য অনুযায়ী, গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে ১৪৯১ কোটি ৪০ লাখ ডলারের রপ্তানি আয় এসেছে।

অর্থবছরের বাকি ছয় মাসেও রপ্তানি আয়ের ইতিবাচক এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, ২০১৪-১৫ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৩২০ কোটি মার্কিন ডলার।

এদিকে, বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার রিজার্ভ বর্তমানে ২২৪৬ কোটি ডলার হয়েছে। জুলাই-ডিসেম্বর সময়ে প্রবাসীরা প্রায় ৭৫০ কোটি ডলার দেশে পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১০.৩৩ শতাংশ বেশি।

৩. রপ্তানি আয়ের ইতিবাচক ধারা ধরে রাখতে অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশের নিট পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ।

শনিবার সংগঠনের সভাপতি এ কে এম সেলিম ওসমান এক বিবৃতিতে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে এবং নতুন বাজারে বাংলাদেশের নিট পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ধরে রাখতে অবরোধ কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান। পাশাপাশি ভবিষ্যতেও হরতাল এবং অবরোধের মত ধ্বংসাত্মক কর্মসূচি না-দিতে সব রাজনৈতিক দলের প্রতি অনুরোধ জানান তিনি।

তিনি বলেন, অবরোধ-হরতাল চলতে থাকলে, চলতি অর্থবছরে ৭.৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জিত তো হবেই না, ৬.৫ শতাংশ হবে কি না তা নিয়েও সংশ্রয় দেখা দেবে।

৪.বাংলাদেশের ওষুধ রপ্তানিকারকদের সরকারের পক্ষ থেকে নগদ সহায়তা দেওয়ার সুপারিশ করবে বাণিজ্য মন্ত্রণালয়। ঢাকায় এশিয়া ফার্মা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে গত বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, রপ্তানি পণ্য বহুমুখীকরণে বিভিন্ন খাতে নগদ সহায়তা দেওয়া প্রয়োজন।

মন্ত্রী জানান, বর্তমান সরকার তৈরি পোশাকশিল্পের বাইরে যে চারটি খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছেসেগুলো হচ্ছে: ওষুধ, জাহাজ নির্মাণ, চামড়া ও চামড়াজাত শিল্প এবং তথ্যপ্রযুক্তি খাত। এসব খাতে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। বিদেশে বাংলাদেশের রপ্তানিবাজার সম্প্রসারণে যেসব বাধা রয়েছে সেগুলো দূর করার ক্ষেত্রেও সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

উল্লেখ্য, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় তিনদিনের এশিয়া ফার্মা এক্সপো। বাংলাদেশ ওষুধশিল্প সমিতি সপ্তমবারের মতো এই প্রদর্শনীর আয়োজন করে।

৫.চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি(এডিপি)-র মাত্র ২৮ শতাংশ বাস্তবায়িত হয়েছে। বৃহস্পিবার রাজধানী ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অবশ্য তিনি আশা করেন, অর্থবছর শেষে এই হার শতভাগ হবে।

মন্ত্রীর দেওয়া তথ্যানুসারে, চলতি অর্থবছরে মোট৮৬হাজারকোটি টাকারএডিপিরমধ্যেডিসেম্বরপর্যন্ত ২৩৭৪৪ কোটি ৫৭ লাখ টাকা খরচ হয়েছে।গত অর্থবছরের একই সময়ে ৭৩৯৮৪ কোটি টাকার এডিপির ২৫ শতাংশ বাস্তবায়ন হয়েছিল।

মন্ত্রী জানান, শতভাগ এডিপি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে ৫৫টি মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নির্দেশনা দেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যে প্রকল্প পরিচালকদের সঙ্গেও বৈঠক করা হবে।

৬.লন্ডনভিত্তিক প্রভাবশালী পত্রিকা দি ফাইন্যান্সিয়াল টাইমসের ব্যাংক ও অর্থনীতি বিষয়ক ম্যাগাজিন 'দ্য ব্যাংকার' এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে ২০১৫ সালের 'সেন্ট্রাল ব্যাংকার অব দ্য ইয়ার' ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমানকে।একই সাথে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা অঞ্চলের সেরা কেন্দ্রীয় ব্যাংক গভর্নরদের নামও প্রকাশ করে সাময়িকীটি।

এর ওয়েবসাইটে বলা হয়েছে, প্রবৃদ্ধি বা সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার সাথে আপস না-করে পরিবেশবান্ধব ও সমাজসচেতন উন্নয়নে পুঁজি সরবরাহ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন গভর্নর আতিউর রহমান। 'দ্য ব্যাংকার'-এর ওয়েবসাইটে আর্থিক সেবাবঞ্চিত ক্ষুদ্র কৃষকদের সহায়তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রধান পদক্ষেপ হিসেবে তুলে ধরা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক ১০ লাখ ক্ষুদ্র কৃষককে ৫০০ কোটি টাকার ঋণ দিয়েছে, যাদের ৫৫ শতাংশই নারী। এই প্রকল্পের আদায়ের হার ৯৯ শতাংশ।

২০০৯ সালের পয়লা মে বাংলাদেশ ব্যাংকের দশম গভর্নর হিসাবে চার বছরের জন্য দায়িত্ব নেন ডক্টর আতিউর। এরপর তাকে আরও এক মেয়াদের জন্য গুরুত্বপূর্ণ এ দায়িত্বে রাখার সিদ্ধান্ত জানায় সরকার। ২০১৬ সালের দোসরা অগাস্ট তার দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

৭. গেল ২০১৪ সালে ভারত থেকে বিদেশে গাড়ি রপ্তানি কমেছে আগের বছরের তুলনায় ২.৬৫ শতাংশ। ২০১৩ সালে যেখানে দেশটি থেকে যাত্রীবাহী গাড়ি রপ্তানি হয়েছিল ৫,৬১,৯৭২ ইউনিট, সেখানে ২০১৪ সালে তা কমে দাঁড়ায় ৫,৪৭,০৮৭ ইউনিটে।

৮.এদিকে, গত বছর ভারতের বাজারে রেকর্ডসংখ্যক গাড়ি বিক্রি করেছে জার্মান সংস্থা অডি। এই সময়ে তাদের মোট বিক্রি ছিল ১০,৮৫১ ইউনিট, যা ২০১৩ সালের তুলনায় ৮ শতাংশ বেশি। অডি ইন্ডিয়ার প্রধান জো কিংয়ের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, এই প্রথম পর পর দু'বছর ভারতে ১০ হাজারের বেশি গাড়ি বিক্রি করল অডি। এ ছাড়া, টানা সাত বছর নিজেদের বৃদ্ধির হার ধরে রাখতে‌ও সক্ষম হয়েছে সংস্থাটি। গত বছর ভারতে বেশ কয়েকটি নতুন গাড়ি আনে অডি। এগুলোর মধ্যে রয়েছে এ-৩ সেডান এবং এ-৩ কনভার্টিব্‌ল। এই পরিকল্পনার হাত ধরেই বিক্রি বেড়েছে বলে জানিয়েছে সংস্থার কর্মকর্তারা। আগামী দিনেও একই ভাবে নতুন গাড়ি এনে বৃদ্ধির হার ধরে রাখতে চায় বিলাসবহুল এই গাড়ি সংস্থাটি।

এদিকে, ভারতে জার্মান সংস্থা মার্সিডিজ বেঞ্জের বিক্রিও বেড়েছে। গেল বছর ১০,২০১টি গাড়ি বিক্রি করেছে তারা, যা ২০১৩-র তুলনায় ১৩ শতাংশ বেশি।

৯.চোরাচালান বেড়ে যাওয়ায়, নেপালে বৈধ পথে সোনা আমদানি অনেক কমেছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে এ খাতে আমদানি কমে ৭৭ শতাংশ। নেপালের রাষ্ট্র ব্যাংক এ তথ্য জানিয়েছে। ব্যাংক জানায় বৈধ পথে এবার রুপা বেশি আমদানি হয়েছে।

ব্যাংকের তথ্য অনুসারে, অর্থবছরের প্রথম চারমাসে স্বর্ণ আমদানি হয়েছে ১৪১ কোটি রুপির। অন্যদিকে, একই সময়ে রুপা আমদানি হয়েছে ১০৭৫ কোটি রুপির।

(তথ্যসূত্র: প্রথম আলো, বিডিনিউজ, ডন ডটকম, আনন্দবাজার পত্রিকা, কলম্বোপেইজ ইত্যাদি।)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040