Web bengali.cri.cn   
দক্ষিণ এশিয়ার কয়েকটি অর্থনৈতিক সংবাদ---২০১৪/১১/২৪
  2014-11-24 19:03:09  cri

১.ম্যানিলাভিত্তিক গুসি পিস প্রাইজ ফাউন্ডেশন 'আন্তর্জাতিক গুসি শান্তি পুরস্কার-২০১৪' –এর জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানসহ বিশ্বের মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তিকে মনোনীত করেছে। এ পুরস্কার গ্রহণ করতে গভর্নর আতিউর বর্তমানে ম্যানিলায় রয়েছেন। তিনি রোববার সকালে ফিলিপিন্সের রাজধানীতে পৌঁছান।

দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ফিলিপিন্সের এই দাতব্য প্রতিষ্ঠানটি শান্তি পুরস্কারের জন্য এ ১৫ জনকে মনোনীত করে। আগামী ২৬ নভেম্বর স্থানীয় সময় বিকেল ৫টায় ফিলিপিন্স ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তাদেরকে পুরস্কৃত করা হবে।

এদিকে, রোববার সন্ধ্যায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রধান কার্যালয়ের স্টাফ কাউন্সিলের ভাইস চেয়ারপারসন ড. মোহাম্মদ পারভেজ ইমদাদ তার বাসায় আতিউর রহমানের সম্মানে একটি সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে আতিউর রহমান ছাড়াও গুসি পিস প্রাইজ ফাউন্ডেশনের চেয়ারম্যান বারি এস গুসি এবং পুরস্কারের জন্য মনোনীত চীনের হেনরি ফক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনসন ফক বক্তব্য রাখেন।

২. ২০১৩ সালে সবচে বেশি রেমিট্যান্স বা প্রবাসী-আয় দেশে পাঠিয়েছেন- এমন ২৪ জন প্রবাসী বাংলাদেশিকে প্রথমবারের মতো পুরস্কৃত করেছে বাংলাদেশ ব্যাংক। গত বছর সর্বাধিক পরিমাণে প্রবাসী-আয় দেশে পাঠিয়েছিলেনযুক্তরাজ্যের চক্ষু বিশেষজ্ঞ মাহিউল মোহাম্মদ খান।

রাজধানীর মতিঝিলের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল (রোববার) তাদের হাতে 'বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্সঅ্যাওয়ার্ড-২০১৩' তুলে দেওয়া হয়।বিপুল সংখ্যকব্যাংকার, ব্যাংকের শীর্ষ নির্বাহী ও কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানাঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ব্যাংকের আরেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী অনুষ্ঠানেজানান, দেশে ২২০০ কোটি ডলারের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ হয়েছে, তার ৬৬শতাংশই পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের পাঠানো এ অর্থ দিয়ে প্রায় পাঁচটি পদ্মা সেতু হতে পারে বলেও তিনি জানান।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আল হারামাইন পারফিউমগ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমানগত বছর দ্বিতীয় সর্বাধিক পরিমাণপ্রবাসী-আয় দেশে পাঠিয়েছিলেন।তিনি অনুষ্ঠানে বলেন, প্রবাসী-আয়ের সিংহভাগআসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। এসব দেশে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নেই এবং ৬৫ বছরবয়স হলে আর এ দেশগুলোতে বসবাস করা যায় না। ফলে এ দেশগুলো থেকেই প্রবাসীরা বেশিঅর্থ দেশে এনে বিনিয়োগ করেন।

উল্লেখ্য, গত বছর ১৪৪৬ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা প্রবাসীরা দেশে পাঠিয়েছেন। এর মধ্যে ৮৪০কোটি ডলার এসেছে মধ্যপ্রাচ্য থেকে।

৩.বাংলাদেশ বিদেশ থেকে ৭৫ হাজার টন ইউরিয়া সার আমদানি করবে। গত রোববার ঢাকার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সার আমদানির তিনটি আলাদা প্রস্তাব অনুমোদন করা হয়।

অনুমোদিত প্রস্তাব অনুসারে, ২৫ হাজার করে দুই দফায় ৫০ হাজার টন সার আসবে চট্টগ্রাম বন্দরেরমাধ্যমে। আর মংলা বন্দরের মাধ্যমে আসবে বাকি ২৫ হাজার টন। আমদানির কাজ পেয়েছে দেশ ট্রেডিংএজেন্সি নামের একটি প্রতিষ্ঠান। এতে ১৯৬ কোটি টাকা ব্যয় হবে।

৪.দক্ষিণ এশিয়ার খাদ্যনিরাপত্তা অর্জন ও বীজসঙ্কট নিরসনে 'সার্ক বীজ ব্যাংক চুক্তি' দ্রুত বাস্তবায়নেরে দাবি জানিয়েছ বাংলাদেশের কয়েকটি বেসরকারি সংস্থা এবং কৃষক অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো।পাশাপাশি বীজ উত্পাদনকারীকৃষকদেরপ্রস্তাবিত এব্যাংকেঅংশগ্রহণনিশ্চিতকরারউদ্যোগনেওয়ার দাবি করেছে তারা। রাজধানী ঢাকার পল্টনে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গত বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে বক্তারা এসব দাবির কথা বলেন।

২৬ ও ২৭ নভেম্বর নেপালের কাঠমাণ্ডুতে সার্ক সম্মেলনের প্রাক্কালে যৌথভাবে এ সাংবাদিক সম্মেলন আয়োজন করে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি-বাংলাদেশ), স্বাধীন কৃষক সংগঠন (এসকেএস), কেন্দ্রীয় কৃষক মৈত্রী (কেকেএম) ও অ্যাকশন এইড।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, পৃথিবীর দরিদ্র জনগোষ্ঠীর ৪০ শতাংশ এবং পুষ্টিহীনতায় ভোগা মানুষের ৩৫ শতাংশ দক্ষিণ এশিয়ায় বাস করে। আগামী ২০৫০ সাল নাগাদ এ অঞ্চলের জনসংখ্যা বেড়ে ২২০ কোটি হবে। এদিকে, জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্যশস্য উত্পাদন৩০শতাংশকমেযেতেপারে।এরফলে, খাদ্যঘাটতি ও ক্ষুধার্ত জনগোষ্ঠীর সংখ্যা বাড়বে।দক্ষিণ এশিয়ার পল্লী এলাকায় বসবাসকারী গরিব মানুষ সবচে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ প্রায় ৭০ শতাংশ মানুষ গ্রামে বাস করে এবং প্রায় ৫০ শতাংশ জনগোষ্ঠী সরাসরি কৃষি উত্পাদনেরসঙ্গেজড়িত। এ আশঙ্কার কথা মাথায় রেখে অবিলম্বে সার্ক বীচ ব্যাংক চালু করা উচিত বলে বক্তব্যে উল্ল্যখ করা হয়।

সাংবাদিক সম্মেলনে যে সাত দফা দাবি উত্থাপন করা হয় সেগুলো হচ্ছে:'সার্ক বীজ ব্যাংক' কার্যকর করা; লোকজ বীজ সংরক্ষণ, ব্যবহার, বিনিময় ও বিক্রির অধিকার কৃষকদের হাতে দেওয়ার বিধান করা; বেসরকারি কোম্পানিগুলোর হাত থেকে কৃষকদের বীজসম্পদ রক্ষা করা; বীজ ব্যাংক বোর্ডে প্রতিটি সদস্য দেশ থেকে কমপক্ষে একজন করে কৃষক প্রতিনিধি এবং বেসরকারি প্রতিনিধিদের মধ্য থেকে একজন নাগরিক সমাজের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা; কৃষকদের লোকজ বীজের লাভজনক মূল্য নির্ধারণকরা; যেকোনো দেশের সঙ্কটের সময় দ্রুততার সাথে ব্যাংক থেকে বীজ সরবরাহের ব্যবস্থা করা; মাঠপর্যায়ে কৃষকদের গবেষণার স্বীকৃতি ও গবেষণা খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং দক্ষিণ এশীয় কৃষকদের মেলবন্ধন তৈরির অধিকার সৃষ্টি করা।

উল্লেখ্য, ২০১১ সালে মালদ্বীপে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে সার্কভুক্ত দেশগুলো 'বীজ ব্যাংক চুক্তি' সই করে।

৫. বাংলাদেশের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) চলতি ২০১৪-১৫ রবি মৌসুমে দেশের ৪৪ হাজার হেক্টরজমিতে সাত লাখ ৩৩ হাজার টন মিষ্টি আলু উত্পাদনেরলক্ষ্যমাত্রানির্ধারণকরেছে।সংশ্লিষ্ট সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।

কর্মসূচির আওতায়উত্তরাঞ্চলের কৃষকেরা ৬৩৩৩ হেক্টর জমিতে ১.০৫ লাখ টন মিষ্টি আলুউত্পাদনকরবে। মিষ্টি আলু চাষ কর্মসূচি সফলকরতে নানা পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাংলাদেশের মূল ভূখণ্ডের চাষিদের পাশাপাশি চরাঞ্চলের মানুষওব্যাপকভাবে মিষ্টি আলুর চাষ শুরু করেছে।

৬. বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০১৮ সালের মধ্যেই দেশ দারিদ্র্যমুক্ত হবে এবং ২০২১ সালের পর বাংলাদেশে অতিদরিদ্র বলে কিছু থাকবে না। তিনি গত বৃহস্পতিবার রাজধানীতে সরকারি প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর এক সেমিনারে এ মন্তব্য করেন।

সেমিনারে অর্থমন্ত্রী বলেন, বিশ্বের কোনো দেশই পুরোপুরি দারিদ্র্যমুক্ত নয়। তাই দারিদ্র্যের হার ১৫ শতাংশের নিচে নেমে এলে একটি দেশকে 'দারিদ্র্যমুক্ত' বলে ধরা হয়।২০১৮ সালে বাংলাদেশে দারিদ্র্যের হার ১৪ শতাংশে নেমে আসবে বলে তিনি দাবি করেন।

উল্লেখ্য, যাদের দৈনিক আয় এক ডলারের কম, জাতিসংঘের বিচারে তারাই দরিদ্র। এই হিসাবে ছয়শ কোটির বেশি জনসংখ্যার এই বিশ্বে প্রায় ১২০ কোটি মানুষ দরিদ্র। এদিকে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে দেশের মোট জনসংখ্যার ২৬ শতাংশ বর্তমানে দরিদ্র। বিশ্বব্যাংকের হিসাব অনুসারে, বাংলাদেশ ২০৩০ সালের পর দারিদ্র্যমুক্ত হবে।

৭. ভারতের রাজধানী নয়াদিল্লির প্রগতি ময়দানে গত ১৪ নভেম্বর শুরু হয়েছে ভারতীয় আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলা চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। মেলায়বাংলাদেশের স্টল আছে ২২টি। বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) একটি কার্যালয়ও রয়েছেমেলায়। নয়াদিল্লিতে নবনিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী গত রোববারমেলায় বাংলাদেশের স্টলগুলো পরিদর্শন করেন। তিনি মেলায় আগত বাংলাদেশের ব্যবসায়ীদেরসঙ্গে কথা বলে তাঁদের অভিযোগ শোনেন এবং ভবিষ্যতে বাংলাদেশের স্টলগুলোকে কীভাবেআরও আকর্ষণীয় করা যায় সে ব্যাপারে মতামত গ্রহণ করেন।

৮.আয়করের আওতা বাড়িয়ে সাধারণ চাকরিজীবীদের ওপর আর বোঝা চাপাতে চান না ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তার বদলে আসন্ন কেন্দ্রীয় বাজেটে তাঁর লক্ষ্য হবে কর ফাঁকি নিয়ন্ত্রণে আনা। আয়করের আওতায় আরও বেশি মানুষকে নিয়ে আসতে চান কি না, এমন এক প্রশ্নের জবাবে শনিবার পিটিআইয়ের সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে এ কথা জানান তিনি।

তিনি স্পষ্ট করে বলেন, সরকারের হাতে রাজস্ব যথেষ্ট থাকলে আরও বেশি করছাড় দিতে তাঁর আপত্তি ছিল না। কারণ, সাধারণ চাকরিজীবীদের পকেটে বাড়তি টাকা এলে তাঁরা খরচ বেশি করেন এবং এতে বেশি করে পরোক্ষ কর আদায় হয়।

উল্লেখ্য, গত বাজেটে আয়কর ছাড়ের সীমা বার্ষিক ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে আড়াই লক্ষ টাকা করেন অর্থমন্ত্রী। এর ওপর আয়কর ছাড় ধরলে বছরে ৩.৫ থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত যাদের আয়, তাদের আয়কর দিতে হচ্ছে না।

৯.কলম্বোয় নিযুক্ত অস্ট্রেলীয় হাই কমিশনার রবিন মুডি বলেছেন, তার দেশ শ্রীলংকার দীর্ঘ মেয়াদি উন্নয়ন প্রক্রিয়ায় সহায়তা দিয়ে যাচ্ছে। সম্প্রতি কলম্বোয় এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, শিক্ষা, টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও স্বাস্থ্যের মতো খাতগুলোতে তার সরকার শ্রীলংকাকে সমর্থন করে। গত ২০ নভেম্বরের ওই অনুষ্ঠানে তিনি ২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রির জন্য বৃত্তিপ্রাপ্ত ৩৫ জন লংকান শিক্ষার্থীকে সংবর্ধনা জানান। অনুষ্ঠানে শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক জি এল পেইরিস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

(তথ্যসূত্র: প্রথম আলো, বিডি নিউজ, আনন্দবাজার পত্রিকা, ডন ডটকম, কলম্বো পেইজ ইত্যাদি।)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040