Web bengali.cri.cn   
দক্ষিণ এশিয়ার দেশগুলোর কয়েকটি অর্থনৈতিক সংবাদ ---২০১৪/১১/১৭
  2014-11-17 19:39:24  cri

১.বাংলাদেশের অর্থনীতির প্রধান দুই চালিকাশক্তি রেমিটেন্স এবং তৈরি পোশাক নিয়ে নানা আঙ্গিকের গবেষণা প্রয়োজন বলে মনে করেন পরিকল্পনা কমিশনের প্রথম ডেপুটি চেয়ারম্যান প্রবীণ অর্থনীতিবিদ অধ্যাপক নূরুল ইসলাম।

শনিবার বাংলাদেশে অর্থনৈতিক গবেষণার চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তৃতায় তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই দেশটির অর্থনীতির চাকা সচল রেখেছেন পোশাক শ্রমিক এবং প্রবাসীরা।অথচ তাদের নিয়ে বা তাদের পাঠানো কষ্টার্জিত অর্থ নিয়ে বিভিন্ন আঙ্গিকে বিস্তারিত গবেষণা নেই। তিনি এসময় সামাজিক অসমতা, শিক্ষার মান, সামাজিক সুরক্ষাসহ নানা বিষয়ে গবেষণার তাগিদও দেন।

বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ ইকোনমিস্ট ফোরাম (বিইএফ) এ আলোচনা সভার আয়োজন করে। সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

উল্লেখ্য, রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, গত ২০১৩-১৪ অর্থবছরে ৩০১৯ কোটি ডলারের রপ্তানি আয় বাংলাদেশে এসেছে, যার ৮০ শতাংশের বেশি এসেছে তৈরি পোশাক খাত থেকে।অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, একই অর্থবছরে প্রবাসী বাংলাদেশীরা ১৪২৩ কোটি ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন।

২.১০ এবং ৫০ টাকা মূল্যমানের প্রাইজবন্ড এখন থেকে আর চালু থাকবে না বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংকের সব কার্যালয় এবং সব ব্যাংকের প্রধান নির্বাহীদের এ তথ্য জানিয়ে দেওয়া হয়।

সার্কুলার অনুসারে, যাদের কাছে এখনও এই দুই ধরনের প্রাইজবন্ড আছে, তাদেরকে তা আগামী ৩১ জানুয়ারির মধ্যে নগদায়ন অথবা বদল করে ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ড সংগ্রহ করতে হবে। ৩১ জানুয়ারির মধ্যে যারা এই দুই ধরনের প্রাইজবন্ড নগদায়ন কিংবা বদলে নেবেন না, পরে তাদের আর কোনো দাবি গ্রহণযোগ্য হবে না।

উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরেই ১০ ও ৫০ টাকার প্রাইজবন্ড বিক্রি বন্ধ রেখেছিল বাংলাদেশ সরকার।

৩. বাংলাদেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির অধিকারমূলক বা রাইট শেয়ার ছেড়ে আরও মূলধনসংগ্রহের প্রস্তাব নাকচ করা হয়েছে। কোম্পানিগুলো হলো: বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস), সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, মোজাফফর হোসেন স্পিনিং মিলস এবং জেএমআইসিরিঞ্জ

ও মেডিকেল ডিভাইস।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজঅ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিগুলোর এ প্রস্তাব নাকচ করে দেয়। বিএসইসিজানিয়েছে, বিনিয়োগকারী ও পুঁজিবাজারের স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তালিকাভুক্তির পর বছর না-ঘুরতেই এসব কোম্পানি অধিকারমূলক শেয়ার ছাড়ার ঘোষণাদিয়েছিল।

বিএসইসির ভাষ্যমতে, কোম্পানিগুলো অধিকারমূলক শেয়ার ছাড়ার সিদ্ধান্তগ্রহণের ক্ষেত্রে যথেষ্ট সময় নেয়নি। ফলে বিনিয়োগকারীদের কোম্পানিগুলো সম্পর্কেযথাযথভাবে অবহিত হওয়ার সুযোগ ছিল না।

৪.চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বাংলাদেশের বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে ঘাটতি (ঋণাত্মক) দাঁড়িয়েছে ৩৫ কোটি ৭০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে ৬৬ কোটি ৬০ লাখ ডলার উদ্বৃত্ত ছিল। তার আগের বছরেও এক্ষেত্রে বড় ধরনের উদ্বৃত্ত ছিল।

২০১৩-১৪ অর্থবছরে মোট উদ্বৃত্ত ছিল ১৫৪ কোটি ৭০ লাখ ডলার। আর তার আগের অর্থবছরে উদ্বৃত্ত ছিল ২৫২ কোটি ৫০ লাখ ডলার।

রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহ কমায় উদ্বৃত্ত আবার নেতিবাচক পথে যাচ্ছে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। তবে এতে আতঙ্কিত হবার কিছু নেই বলেও তারা মনে করেন। আগামী কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ আবার এক্ষেত্রে উদ্বৃত্তে পৌঁছাবে বলেও মনে করেন কোনো কোনো অর্থনীতিবিদ।

৫.চার স্তরের পরিবর্তে এক স্তরে কর দিতে চান বাংলাদেশের ভোজ্যতেল ব্যবসায়ীরা। ঢাকায় সচিবালয়ে গতরোববার পণ্যেরমজুত, মূল্য পরিস্থিতি, বিপণন ও পরিবেশকসংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে ব্যবসায়ীরাএ দাবি জানান।এসময় বাণিজ্যমন্ত্রীতোফায়েল আহমেদও তাঁদের সঙ্গে নীতিগতভাবে একমত হন।

বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এবৈঠকে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের উত্পাদক, আমদানিকারক, পরিবেশক, পাইকারি ওখুচরা বিক্রেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানবলেন, ভোজ্যতেলসহ নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবেব্যবসায়ীদের কর দিতে হচ্ছে চার স্তরে—যা কষ্টকর। এর প্রভাব ভোক্তা পর্যায়ে পড়েবলে মনে করেন তিনি। তাঁর দাবি, এটা এক স্তরে নিতে হবে এবং কর আদায়ের পদ্ধতিসহজ করতে হবে।

উল্লেখ্য, ভোজ্যতেলের ক্ষেত্রে বর্তমানে আমদানি, উত্পাদন, বিপণন ও দোকানদার—এই চারপর্যায়ে কর নেওয়া হয়।

1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040