Web bengali.cri.cn   
দক্ষিণ এশিয়ার দেশগুলোর কয়েকটি অর্থনৈতিক সংবাদ---২০১৪/১১/১০
  2014-11-10 19:28:49  cri

১. বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পকে সহায়তা দিতে বিশ্বব্যাংক মেয়াদি ঋণসুবিধা দেবে। এ ক্ষেত্রে বেশি গুরুত্ব পাবে তৈরি পোশাক খাত, জুতাশিল্প ও হালকা প্রকৌশল। ইতোমধ্যেই এ ব্যাপারে সরকার ও বাংলাদেশ ব্যাংকের সাথে বিশ্ব সংস্থাটির কয়েক দফা আলোচনা হয়েছে। এসব আলোচনার ভিত্তিতে প্রাথমিকভাবে ৩০ কোটি ডলার বরাদ্দও করেছে বিশ্বব্যাংক।

এর মধ্যে তৈরি পোশাক খাত, জুতাশিল্প ও হালকা প্রকৌশল খাতের জন্য বিশ্বব্যাংক বরাদ্দ দিয়েছে ২৬ কোটি ডলার। বাকি অর্থের মধ্যে তিন কোটি ৫০ লাখ ডলার থাকবে তথ্যপ্রযুক্তি খাতের অবকাঠামো বিনির্মাণে এবং ৫০ লাখ ডলার বরাদ্দ থাকবে অন্যান্য খাতের জন্য। আগামী বছর মার্চ মাসে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠেয় বিশ্বব্যাংকের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অর্থায়ন প্রস্তাব অনুমোদিত হবে বলে জানা গেছে।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের ফাইন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট শাহ নূর কাউয়ুম স্থানীয় গণমাধ্যমকে জানান, মোট তহবিল থেকে উত্পাদন খাতে ৮৫ শতাংশ পর্যন্ত মেয়াদি অর্থায়ন করা হবে। বাকি অর্থ ব্যয় হবে ঋণের কারিগরি সহায়তা বাবদ। গ্রাহক এ অর্থায়ন পাবে আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে। বাংলাদেশ ব্যাংক পুনঃ অর্থায়ন কর্মসূচির আওতায় আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ তহবিল জোগান দেবে।

২. বাংলাদেশে আবাসিক কিংবা বাণিজ্যিক ভবনের সৌন্দর্য ও স্থায়িত্ব বাড়াতে চীনামাটির টাইলসের ব্যবহার বেড়েছে। এক দশক আগেও দেশের টাইলসের বাজার ছিল আমদানিনির্ভর। কিন্তু বর্তমানে দেশীয় টাইলস দিয়েই চাহিদার ৭৫ শতাংশের বেশি পূরণ হচ্ছে। গ্যাসসহ অবকাঠামোগত সুবিধা বাড়ানো হলে দেশের চাহিদা সম্পূর্ণভাবে মিটিয়ে আগামী পাঁচ বছরে এটি রপ্তানিমুখী শিল্পে পরিণত হতে পারে বলে মনে করছেন উদ্যোক্তারা।

বিসিডব্লিইএমএর তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে বাণিজ্যিক ভিত্তিতে ১৭টি প্রতিষ্ঠান টাইলস উত্পাদন করছে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্যুলেটর অ্যান্ড সেনিটারি ওয়্যার ফ্যাক্টরি (বিআইএসএফ) দেশে ১৯৭৭ সালে প্রথম সিরামিক টাইলস ও সেনিটারিপণ্য বানানো শুরু করে। আর বেসরকারিভাবে ১৯৯৩ সালে মধুমতি সিরামিকস প্রথম এ খাতে বিনিয়োগ করে। এরপর তাইওয়ানের বিনিয়োগে ফু-ওয়াং সিরামিক, সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগে আরএকে সিরামিকস, চায়না-বাংলা সিরামিকসহ বিভিন্ন প্রতিষ্ঠান টাইলস উত্পাদন শুরু করে। বসুন্ধরা, প্রাণ-আরএফএল এবং পারটেক্সের মতো বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানও এ খাতে বিনিয়োগ করছে। শিগগিরই তারা উত্পাদনে যাবে। গেল ২০১৩-১৪ অর্থবছরে টাইলসশিল্পে বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে দুই হাজার ৫০০ কোটি টাকা।

সংগঠনটির হিসাবে, দেশে গত অর্থবছরে দুই হাজার ৪২৫ কোটি টাকার টাইলস বিক্রি হয়েছে। এর মধ্যে দেশীয় উত্পাদকদের তৈরি টাইলস বিক্রি হয়েছে এক হাজার ৮৫০ কোটি টাকার। বিক্রির হিসাবে দেশীয় প্রতিষ্ঠানগুলোর দখলে রয়েছে বাজারের ৭৬ শতাংশ। একই সময়ে আমদানি হওয়া টাইলস বিক্রি হয় ৫৭৫ কোটি টাকার, যা মোট বাজারের ২৩ দশমিক ৭১ শতাংশ।

গত পাঁচ বছরে দেশে আমদানি হওয়া টাইলসের বাজার খুব একটা বাড়েনি। আমদানি হওয়া টাইলসের ৯০ শতাংশই আসে চীন থেকে। পাশাপাশি স্পেন, হংকং, মালয়েশিয়া ও থাইল্যান্ড থেকেও টাইলস আমদানি হয়।

অল্প পরিসরে হলেও টাইলসের রপ্তানি ক্রমেই বাড়ছে। ২০১৩-১৪ অর্থবছরে এ দেশ থেকে টাইলস রপ্তানি হয়েছে ১২ কোটি টাকার। আগের অর্থবছরে রপ্তানির পরিমাণ ছিল নয় কোটি টাকা। এক বছরে রপ্তানি বেড়েছে ৩৩ শতাংশ।

উদ্যোক্তারা বলছেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য, ভুটান ও নেপালে টাইলস রপ্তানির বড় সুযোগ রয়েছে। সরকারের পক্ষ থেকে তৈরি পোশাকের মতো নগদ অর্থসহায়তাসহ প্রণোদনা পেলে রপ্তানি বাড়ানোর সুযোগ আছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকার প্রবেশাধিকার-সুবিধা (জিএসপি) ফিরে পেলে ওই বাজারেও রপ্তানি বাড়বে।

খাত-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশীয় উত্পাদকদের উত্পাদনক্ষমতার পুরোটা ব্যবহার করা গেলে আগামী চার বছরের মধ্যেই দেশীয় টাইলস স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে।

৩. নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব শক্তির উত্স ও শক্তির বিভিন্ন ব্যবহার নিয়ে রাজধানী ঢাকার সোনারগাঁও হোটেলে গত বৃহস্পতিবার থেকে শুরু হয় দুই দিনব্যাপী 'গ্রিন এনার্জি এক্সপো' শীর্ষক এক প্রদর্শনী। সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) প্রদর্শনীটির আয়োজন করে। ইডকলের অংশীদার বিভিন্ন এনজিও, উদ্যোক্তা, আর্থিক প্রতিষ্ঠান এই প্রদর্শনীতে অংশ নেয়। ছয়টি বিদেশি প্রতিষ্ঠানের স্টল ছাড়াও মোট ৫৮টি স্টল ছিল প্রদর্শনীতে।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।

অনুষ্ঠানে আতিউর রহমান বলেন, আগামী জানুয়ারি থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য সবুজ অর্থায়ন বাধ্যতামূলক করা হবে। তিনি জানান, গত ২০১২ থেকে চলতি বছরের জুন পর্যন্ত ৮২ হাজার ৬২৯ কোটি ৮৪ লাখ টাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো পরিবেশবান্ধব খাতে বিনিয়োগ করেছে।

৪. আন্তর্জাতিক বাজারে দাম কমায় বাংলাদেশের বাজারেও বিভিন্ন ধরনের সোনার দাম ভরিপ্রতি ১২০১ টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। গত শুক্রবার থেকে সোনার নতুন দর সারা দেশে কার্যকর হয়।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের তথা ২২ ক্যারেট সোনা ৪৪,৫২১ টাকা, ২১ ক্যারেট ৪২,৪২২ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৩৫,৭৭৩ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দর ২৪০৮৬ টাকা ভরি। আর প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম ১০৪৯ টাকা।

৫. জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) পরবর্তী টেকসই শিল্প উন্নয়ন ফোরামের (আইএসআইডি) জন্য বাংলাদেশ পরীক্ষামূলক দেশ (পাইলট কান্ট্রি) হতে আগ্রহী বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শিল্পমন্ত্রী গত বুধবার ভিয়েনা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'টেকসই শিল্পায়নের জন্য বিনিয়োগ বৃদ্ধিতে অংশীদারত্ব' শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের কার্য অধিবেশনে এ কথা জানান। অধিবেশনে জাম্বিয়ার বাণিজ্য ও শিল্পমন্ত্রী, শ্রীলঙ্কার শিল্প ও বাণিজ্যমন্ত্রী, কিউবার শিল্পবিষয়ক উপমন্ত্রী, মিসরের প্রশাসনিক উন্নয়ন-সম্পর্কিত সাবেক উপমন্ত্রী, চীনের আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনীতিবিষয়ক বিভাগের উপ-মহাপরিচালক প্রমুখ অংশ নেন।

৬. অ্যাক্রিডিটেশন কাউন্সির ফর বিজনেস স্কুলস অ্যান্ড প্রোগ্রামসের (এসিবিএসপি) সদস্যপদ লাভ করেছে বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য ও অর্থনীতি অনুষদের পক্ষ থেকে সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে সদস্যপদ লাভের স্বীকৃতি স্মারক গ্রহণ করা হয়। এসিবিএসপির নির্বাহী পরিচালক ও সিইও ডগলাস ভিল্যান্ড ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খানের হাতে এই সদস্যপদ সনদ তুলে দেন।

৭. ভারত বিদ্যুত উত্পাদন ও সঞ্চালনের জন্য আগামী পাঁচ বছরে ২৫ হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। বিদ্যুত উত্পাদন দ্বিগুণ করতে ও সবার কাছে তা পৌঁছে দিতে দেশটি বিনিয়োগের নতুন এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। দেশটির কেন্দ্রীয় বিদ্যুত, কয়লা ও নবায়নযোগ্য জ্বালানিমন্ত্রী পীযূষ গোয়েল জানান, নতুন পরিকল্পনায় নবায়নযোগ্য জ্বালানি খাতে ১০ হাজার কোটি ডলার ও সঞ্চালনব্যবস্থা জোরদার করতে পাঁচ হাজার কোটি ডলার বিনিয়োগ করা হবে। বাকি ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ করা হবে বিদ্যুত খাতের অন্যান্য উপখাতে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির সরকার ইতিমধ্যে দেশের সার্বিক অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। সে আলোকেই দলটি জাতিকে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আগামী ২০১৯ সালে মেয়াদ শেষ হওয়ার আগেই দেশের ১৩০ কোটি মানুষের সবার জন্য দিনে ২৪ ঘণ্টা নির্বিঘ্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিত করবে।

এদিকে, নবায়নযোগ্য জ্বালানি উত্পাদনে ভারত একটি উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। মোদির সরকার ২০২২ সালে নবায়নযোগ্য জ্বালানি উত্পাদনের পরিমাণ ১০০ গিগাওয়াটে উন্নীত করার কথা বলছে। আগের সরকার একই সময় নাগাদ ২.৯ গিগাওয়াট থেকে ২০ গিগাওয়াটে তোলার পরিকল্পনা ঘোষণা করেছিল।

৮. রাষ্ট্রায়ত্ত সংস্থার ঢালাও বিলগ্নিকরণের প্রতিশ্রুতি সত্ত্বেও নরেন্দ্র মোদী সরকার তার লক্ষ্য পূরণ করতে পারবে কি না, তা নিয়ে ভারতীয় অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরেই দ্বিধা-দ্বন্দ্ব রয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। সরকারি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটির রিপোর্টে বলা হয়েছে, বিলগ্নিকরণ খাতে ৫৮,৪০০ কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা অর্থমন্ত্রী অরুণ জেটলি নিলেও বাস্তবে তার অর্ধেকও সরকারের ঘরে আসবে না বলে আশঙ্কা করা হচ্ছে। শেয়ার বাজারে সুদিন ফিরলেও তেমন আশা নেই বলেও আশঙ্কা। ফলে অর্থের টানাটানির জেরে আবারও কমতে পারে সরকারি খরচ। উল্লেখ্য, সম্প্রতি খরচ কমাতে আমলাদের প্রথম শ্রেণিতে বিমানযাত্রা এবং পাঁচতারা হোটেলে থাকা বন্ধ করার কথা জানিয়েছে কেন্দ্র। এ বার বিভিন্ন ক্ষেত্রে বাজেট বরাদ্দও ছাঁটাই হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের কেউ কেউ।

৯. এটিএম ব্যবহারের জন্য ভারতের ইউকো ব্যাঙ্কের গ্রাহকদের বাড়তি টাকা দিতে হবে না বলে জানিয়েছেন ব্যাংকের সিএমডি অরুণ কল। শুক্রবার ব্যাঙ্কের আর্থিক ফলাফল ঘোষণা করতে গিয়ে তিনি বলেন, "আমরা চাই গ্রাহকদের মধ্যে এটিএমের ব্যবহার আরও বাড়ুক। তাই রিজার্ভ ব্যাঙ্ক অনুমতি দিলেও এটিএমে লেনদেন করার জন্য গ্রাহকদের থেকে অতিরিক্ত অর্থ না-নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"

উল্লেখ্য, ভারতে ইউকো ব্যাঙ্কের ২,১৬২টি এটিএম রয়েছে।

১০. পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার বলেছেন, সরকারি সংস্কারের কারণে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটেছে। এ অবস্থায় ডিসেম্বরের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর কাছে থেকে অতিরিক্ত ১১০ কোটি ডলার সহায়তা পাওয়া যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। গত শনিবার জেফ্রি ফ্রাঙ্কের নেতৃত্বাধীন আইএমএফ মিশনের সাথে এক যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি এ আশাবাদ প্রকাশ করেন।

সাংবাদিক সম্মেলনে পাক অর্থমন্ত্রী বলেন, ২০১৪-১৫ অর্থবছরে তার দেশে ৫.১ শতাংশ হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হবে বলে তিনি আশা করেন। তিনি বলেন, সম্প্রতি বিশ্বব্যাপী তেলের দাম কমে যাওয়ায় তার দেশে ব্যালেন্স অব পেমেন্টের উন্নতি ঘটবে।

উল্লেখ্য, অতিরিক্ত ১১০ কোটি ডলার ছাড়ের জন্য আইএমএফ পাকিস্তানকে কিছু শর্ত দিয়েছে। আগামী ডিসেম্বরে সংস্থাটির নির্বাহী বোর্ড অর্থ ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

১১. নেদারল্যাণ্ডস থেকে পাকিস্তানে গবাদিপশু আমদানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে 'নেদারল্যান্ডস ফুড অ্যান্ড কনজ্যুমার প্রডাক্ট সেফটি অথরিটি'। গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। পাকিস্তানে ডাচ দূতাবাস থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ডাচ দূতাবাসের মুখপাত্র জানান, ১১ বছর পর দু'দেশ এখাতে ব্যবসা করার ব্যাপারে একমত হয়েছে। তিনি জানান, নেদারল্যান্ডসের গবাদিপশু আমদানির সুযোগ পাওয়ায় পাকিস্তানের ডেইরি খাত লাভবান হবে।

১২. অদূর ভবিষ্যতে মিয়ানমারে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে যাচ্ছেন বিদেশিরা। দেশটির সরকার এ লক্ষ্যে শিগগিরই একটি 'পার্মানেন্ট রেসিডেন্স সিস্টেম' চালু করবে। মিয়ানমারের ভাইস-প্রেসিডেন্ট উ নায়ান তুনের বরাত দিয়ে সিনহুয়া শনিবার এ তথ্য জানিয়েছে।

বিদেশি বিশেষজ্ঞ, পণ্ডিত, বুদ্ধিজীবী ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্যই সরকার এ ব্যবস্থা চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন মিয়ানমারের ভাইস প্রেসিডেন্ট। এ ব্যবস্থা চালু হলে মিয়ানমার উপকৃত হবে বলেও তিনি মন্তব্য করেন।

(সূত্র: প্রথম আলো ডটকম, আনন্দবাজার পত্রিকা, ডন ডটকম, ইন্ডিয়া টুডে, সিনহুয়া ইত্যাদি)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040