Web bengali.cri.cn   
দক্ষিণ এশিয়ার দেশগুলোর কয়েকটি অর্থনেতিক সংবাদ ---২০১৪/১০/৬
  2014-10-06 19:22:12  cri

১. চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উত্পাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৬.২৫ শতাংশ হবে বলে মনে করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আইএমএফের একটি মিশন গত ১৭ থেকে ৩০ সেপ্টেম্বর রডরিগো কুবেরার নেতৃত্বে বাংলাদেশ সফর শেষে যে বিবৃতি প্রকাশ করেছে, তাতে এ পূর্বাভাস দেওয়া হয়। রাজনৈতিক পরিস্থিতি শান্ত হয়ে আসার পরিপ্রেক্ষিতে, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিময়তা সৃষ্টি ও অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির কারণে প্রবৃদ্ধি এমনটি হবে বলে মনে করছে আন্তর্জাতিক এই সংস্থাটি।

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার গত অর্থবছরে (২০১৩-১৪) ছিল ৬.১২ শতাংশ এবং তার আগের বছর ছিল ৬.৩ শতাংশ। সরকার চলতি অর্থবছর ৭.৩ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। অন্যদিকে, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-র পূর্বাভাসে অনুসারে চলতি বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে ৬.৪ শতাংশ।

২. বিশ্ববাজারে ভোগ্যপণ্যের দাম কমায় বাংলাদেশের ব্যবসায়ীরা পণ্য আমদানি বাড়িয়ে দিয়েছেন। বন্দর দিয়ে সম্প্রতি একসঙ্গে ১৮টি বড় জাহাজে এসেছে প্রায় ৬ লাখ ৭৮ হাজার টন ভোগ্যপণ্য। ব্যবসায়ীদের বরাত দিয়ে প্রথম আলো জানিয়েছে, সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, এস আলম ও টিকে গ্রুপ এসব পণ্যের আমদানিকারক। এসব পণ্যের বাজারমূল্য প্রায় দুই হাজার কোটি টাকা।

বন্দরে এখন সবচেয়ে বেশি পণ্যবাহী জাহাজ আছে অপরিশোধিত চিনির। ছয়টি জাহাজে ব্রাজিল থেকে আনা এই চিনির পরিমাণ প্রায় তিন লাখ টন। বিশ্ববাজারে চিনির মূল্য এখন কমতির দিকে। ২০১০ সালের জুনের পর চিনির দাম এখন সর্বনিম্ন বলে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে।

বন্দরে এখন পাঁচ জাহাজে গম আমদানি হয়েছে প্রায় আড়াই লাখ টন। এসব গম আমদানি করেছে সিটি গ্রুপ ও মেঘনা গ্রুপ। এ ছাড়া সরকারি আমদানির প্রায় ৩৩ হাজার টন গমও রয়েছে। এসব গম আমদানি হয়েছে রাশিয়া, কানাডা ও ইউক্রেন থেকে।

বিশ্ববাজারে সবচেয়ে বেশি কমেছে ভোজ্যতেলের দাম। ইনডেক্স মুন্ডির তথ্যানুযায়ী, বিশ্ববাজারে সয়াবিনের দাম কমে বিক্রি হচ্ছে টনপ্রতি প্রায় ৭১৯ ডলার। পামওয়েলের দাম চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে আসার পর এখন সামান্য বেড়ে টনপ্রতি ৬৭৭ ডলারে উঠেছে।

এসব পণ্য ছাড়াও দুই জাহাজে আসছে ৮৩ হাজার টন মটর ডাল। বিশ্ববাজারে শুধু এই পণ্যটির দাম সামান্য বাড়তির দিকে।

৩. চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো বৈদেশিক মুদ্রা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ২২ শতাংশ বেড়েছে।

২০১৪-১৫ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে প্রবাসীরা প্রায় ৪০০ কোটি ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩২৭ কোটি ডলার।

ঈদ-উল-আযহার আগে সেপ্টেম্বর মাসে আগের বছরের একই সময়ের চেয়ে রেমিটেন্স বেড়েছে ২৮ শতাংশেরও বেশি। গত বছরের সেপ্টেম্বরে ১০২ কোটি ৫৬ লাখ ডলারের বিপরীতে এই সেপ্টেম্বরে ১৩১ কোটি ৯৩ লাখ ডলার রেমিটেন্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক মাসে এতো বেশি প্রবৃদ্ধি আর কখনই হয়নি।

এদিকে, রেমিটেন্স বাড়ায় বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারো ২২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

৪. চীনের ইউনান প্রদেশের বাণিজ্য মন্ত্রণালয় সেখানকার উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ করতে উত্সাহ দিচ্ছে বলে জানিয়েছেন প্রদেশটির বাণিজ্য বিভাগের মহাপরিচালক হি লিয়াংহুই। তিনি গত সোমবার বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সঙ্গে ঢাকায় এক বৈঠকে এ কথা জানান।

বিভিন্ন কারণে বাংলাদেশ আঞ্চলিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ মন্তব্য করে হি লিয়াংহুই বলেন, এ অঞ্চলের অর্থনৈতিক করিডোরের প্রধান অংশ বাংলাদেশ। চীন এই করিডোর নিয়ে আশাবাদী। বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে চীনের উদ্যোক্তারা যেমন আগ্রহী, তেমনি সরকারও ইতিবাচক। সরকার উদ্যোক্তাদের উত্সাহ দিচ্ছে, বিশেষ করে অবকাঠামো খাতের জন্য।

৫. বাংলাদেশে সব ধরনের গ্রাহকদের জন্য গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে এগুচ্ছে পেট্রোবাংলা। জ্বালানি মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে এ ব্যাপারে একটি প্রস্তাব পেট্রোবাংলায় পাঠানো হয়েছে।

ঈদের পরই গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ন্ত্রক সংস্থা বিইআরসির কাছে পাঠানো হবে এবং বিইআরসি গণশুনানির পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে বলে বিডিনিউজকে জানান পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর।

মন্ত্রণালয় থেকে পেট্রোবাংলায় কাছে যে প্রস্তাব পাঠানো হয়েছে, তাতে সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধির প্রস্তাব করা হয়েছে গৃহস্থালির কাজে পাইপলাইনে সরবরাহ করা গ্যাসের।

দুই চুলার গ্যাসের বিল মাসিক ৪৫০ টাকা থেকে ১২২.২২ শতাংশ বাড়িয়ে ১০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এক চুলার সংযোগে ৪০০ টাকা থেকে ১১২.৫০ শতাংশ বাড়িয়ে ৮৫০ টাকার প্রস্তাব এসেছে।

বাসাবাড়িতে মিটার সংযোগে প্রতি হাজার ঘনফুট গ্যাসের দাম ১৪৬ টাকা ২৫ পয়সা থেকে ৬০.৬৮ শতাংশ বাড়িয়ে ২৩৫ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

সর্বশেষ ২০০৯ সালের পয়লা অগাস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময় গ্যাসের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছিল। তখন সিএনজি ও ইটভাটা ছাড়া সব ধরনের গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানো হয়।

৬. পাকিস্তানে মূল্যস্ফীতি কমেছে। সেপ্টেম্বরে দেশটির মূল্যস্ফীতি ছিল ৭.৭ শতাংশ। চলতি বছর ফেব্রুয়ারির পর এটিই ছিল সর্বনিম্ন মূল্যস্ফীতি। পাকিস্তানের পরিসংখ্যান ব্যুরো গত বুধবার এ তথ্য জানায়।

৭. মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় তানিনথারি অঞ্চলে প্রস্তাবিত 'দাওয়েই বিশেষ অর্থনৈতিক জোন' (এসইজেড) প্রতিষ্ঠা নিয়ে সম্প্রতি নেই পি দোতে মিয়ানমার-থাইল্যান্ড আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় স্থবির হয়ে থাকা প্রকল্প বাস্তবায়নের কাজ পুনরায় শুরুর উপায় নিয়ে মত বিনিময় হয়েছে।

২০১০ সালের নভেম্বরে মিয়ানমার বন্দর কর্তৃপক্ষ ও ইটালিয়ান-থাই ডেভেলপমেন্ট কোম্পানির মধ্যে কাঠামো চুক্তির আওতায় প্রকল্পের কাজ শরু হলেও, পরে বিভিন্ন কারণে তা বন্ধ হয়ে যায়। প্রকল্পের প্রাথমিক পর্যায়ে একটি দুই লেনের রাস্তা, একটি ছোট্ট জেটি, একটি বাণিজ্যিক অঞ্চল, একটি বিদ্যুকেন্দ্র, একটি হাউজিং এস্টেট এবং পানি সরবরাহ ও যোগাযোগ সুবিধা তৈরি করার কথা।

(আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040