Web bengali.cri.cn   
দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক সংবাদ ---২০১৪/১১/৩
  2014-11-03 20:02:58  cri

১. বাংলাদেশের সেরা পাঁচ রপ্তানিকারক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি)। দেশের ১০১টি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মধ্য থেকে বিভিন্ন মাপকাঠিতে পাঁচটি প্রতিষ্ঠানকে 'বছরের সেরা রপ্তানিকারক' হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান পাঁচটি হচ্ছে: ডিবিএল গ্রুপ, ইপিলিয়ন গ্রুপ, প্যাসিফিক জিন্স গ্রুপ, পিকার্ড বাংলাদেশ, এবং এগ্রোকাগ্রি কমোডিটিজ। এদের মধ্যে ডিবিএল গ্রুপ ও প্যাসিফিক জিন্স তৃতীয়বারের মতো এইচএসবিসিপুরস্কার পেল।

বাংলাদেশে রপ্তানিকে উত্সাহিত করতে ২০০৯ সাল থেকে প্রতিবছর 'এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়াডর্স' দিয়ে আসছে ব্যাংকটি। ঢাকার র‍্যাডিসন হোটেলে গত শুক্রবার রাতে এক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর হাতে সম্মাননা তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।

সেরা পাঁচ রপ্তানিকারক নির্বাচনের জন্য এ বছর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠন করা হয় উচ্চপর্যায়ের বিচারক দল। যে দলে আরও ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকিয়া আফজাল রহমান, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল করিম, আইনজীবী নিহাদ কবীর এবং নরডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শামীম উল হক।

২. গত শনিবার বাংলাদেশেরব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) 'ব্যাংকের ভবিষ্যত পরিকল্পনা' শীর্ষক একটি সেমিনারে বলা হয়েছে যে, কিছু ব্যক্তি ও এলাকায় ঋণ কেন্দ্রীভূত হওয়ায় বাংলাদেশের ব্যাংক খাত কিছুটা ঝুঁকির মধ্যে পড়েছে। দুর্বল শাসনব্যবস্থা, প্রয়োজনীয় ঝুঁকি ব্যবস্থাপনার অভাব ও অদক্ষতায় উচ্চ সুদহার এবং খেলাপি সৃষ্টি হয়েছে ব্যাংকগুলোতে। ঝুঁকি এড়াতে তাই নতুন উদ্যোক্তা ও নতুন নতুন ব্যাংকিং উপাদান সৃষ্টি করতে হবে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর ব্যাংকিংব্যবস্থা গড়ে তুলতে হবে।

ঢাকার র‍্যাডিসন হোটেলে আয়োজিত সেমিনারটির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। তিনি বলেন, ব্যাংকের উদ্যোক্তারা স্বল্প মেয়াদের বিনিয়োগ করে বেশি মুনাফা অর্জন করতে চান। এ ধরনের প্রবণতা ব্যাংক খাতে অস্থিরতা তৈরি করছে। সেমিনারে উপস্থিত প্রধান নির্বাহীদের উদ্দেশে তিনি বলেন, ব্যাংকের আমানতকারীদের স্বার্থ রক্ষার দায়িত্ব তাঁদের। এটি সঠিকভাবে পালনে ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ সেমিনারে বলেন, ব্যাংক খাতে প্রযুক্তির পাশাপাশি নৈতিকতাসম্পন্ন মানবসম্পদের প্রয়োজন আছে। তিনি বলেন, বেসিক ব্যাংকে প্রযুক্তিগত উন্নতি হয়েছে, কিন্তু নৈতিকতার অভাবে ঋণ কেলেঙ্কারি হয়েছে। ঋণ কেন্দ্রীভূত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, দেখা গেছে, প্রথমে একটি ব্যাংক কাউকে ঋণ দেওয়ার পর অন্য ব্যাংকগুলোও তাকে ঋণ দিতে বেছে নিয়েছে। এ পরিস্থিতির উন্নয়ন দরকার।

পার্শ্ববর্তী দেশ ভারত ও শ্রীলঙ্কায় সুদহার ১০ শতাংশের কম উল্লেখ করে ইব্রাহিম খালেদ আরো বলেন, এখানকার উদ্যোক্তাদের এখনো ১৪ থেকে ১৬ শতাংশ সুদে ঋণ নিতে হচ্ছে। ব্যাংক খাতে প্রচুর অলস অর্থ থাকার পরও ব্যাংকের মালিকদের কারণে সুদহার কমছে না। বেশি মুনাফার লোভে তাঁরা ঋণ ও আমানতের মধ্যকার সুদহারের ব্যবধান ৫ শতাংশে নামাতে পারেননি। এ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকও ব্যর্থ হয়েছে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিঙ্গাপুরভিত্তিক রিসক সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও জেপি মরগানের এশীয় অঞ্চলের সাবেক এমডি ইয়ান ভাসকো।

৩.বাংলাদেশে চলতি অর্থবছরের (২০১৪-১৫) প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) গত অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১৫.৮৭ শতাংশ।

আলোচ্য সময়ে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) ও আয়কর মিলিয়ে মোট ২৮ হাজার ২৪২ কোটি ৩৭ লাখ টাকার রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত অর্থবছরের একই সময়ে এসব খাত থেকে ২৪ হাজার ৩৫৪ কোটি টাকা আদায় হয়েছিল। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, চলতি অর্থবছরে এক লাখ ৪৯ হাজার ৭২০ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধার্য করা রয়েছে।

এনবিআর সূত্র আরো জানিয়েছে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে আমদানি পর্যায়ে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক, রপ্তানি শুল্ক আদায়ের পরিমাণ ছিল নয় হাজার ৯৯ কোটি ৮৯ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল সাত হাজার ৮১৮ কোটি ৪০ লাখ টাকা। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১৬.১১ শতাংশ। আমদানি পর্যায়ে সবচেয়ে বেশি মূল্য সংযোজন কর—চার হাজার ১৫১ কোটি টাকা আদায় হয়েছে। এ ছাড়া আমদানি শুল্ক তিন হাজার ৬০৭ কোটি টাকা, রপ্তানি শুল্ক এক হাজার ৩২৮ কোটি টাকা আদায় হয়েছে।

স্থানীয় পর্যায়ে সাধারণত মূল্য সংযোজন কর, আবগারি শুল্ক, সম্পূরক শুল্ক ও টার্নওভার ট্যাক্স আদায় করা হয়। জুলাই-সেপ্টেম্বর সময়ে এ খাতে রাজস্ব আদায় হয়েছে সাড়ে ১০ হাজার কোটি টাকা। গত বছরের একই সময়ের চেয়ে এক হাজার ৪২৪ কোটি টাকা বেশি আদায় হয়েছে। চলতি অর্থবছরের আলোচ্য সময়ে এ খাতে প্রবৃদ্ধি ১৫ দশমিক ৬৯ শতাংশ। স্থানীয় পর্যায়ে মূসক আদায় হয়েছে ছয় হাজার ৯৬৩ কোটি টাকা। আর সম্পূরক শুল্ক তিন হাজার ৪৯৪ কোটি টাকা, আবগারি শুল্ক ৪১ কোটি টাকা ও টার্নওভার কর এক কোটি ছয় লাখ টাকা আদায় হয়েছে।

৪. বাংলাদেশের রাজধানী ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজের সাবেক শিক্ষার্থী পেশাজীবিদের উদ্যোগে দেশে নতুন এক সংগঠনের আত্মপ্রকাশ হলো গত শুক্রবার। নারীদের এ সংগঠনটির নাম 'হোম ইকনোমিক্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ' বা 'বাংলাদেশের গার্হস্থ্য অর্থনীতি সমিতি'। সেদিন সকালে আজিমপুরে কলেজ প্রাঙ্গণে অভিষেক অনুষ্ঠানে ঘণ্টা বাজিয়ে এই সমিতির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সাবেক রাষ্ট্রদূত নাসিম ফেরদৌসকে চেয়ারপারসন এবং কলেজের শিক্ষক অধ্যাপক ফাতিমা সুরাইয়াকে মহাপরিচালক করে সমিতির ১৩ সদস্যের একটি নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।নির্বাহী কমিটি ছাড়াও সমিতিকে সহায়তা করার জন্য ১২ জনের এক উপদেষ্টা কমিটিও রাখা হয়েছে।

অনুষ্ঠানে সমিতির নেতারা বলেন, গার্হস্থ্য অর্থনীতি শিক্ষাকে স্ব মহিমায় প্রতিষ্ঠিত করা এবং জাতীয় অগ্রসরতায় সহায়ক উপাদান হিসেবে তৈরি করার লক্ষ্য নিয়ে এই সমিতি গঠন করা হয়েছে। একই সঙ্গে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে একই ধরনের অন্যান্য সমিতির সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যেমে বাংলাদেশের এই শিক্ষাকে বৈশ্বিক পরিসরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে সমিতি।

৫. বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, দেশীয় উদ্যোক্তাদের হাতে যথেষ্ট অর্থ এবং দেশে স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি থাকা সত্ত্বেও কেন বিনিয়োগ বাড়ছে না তা তিনি নিজেও ভেবে পাচ্ছেন না। বৃহস্পতিবার রাজধানী ঢাকায় সচিবালয়ে পাট ও পাটজাত পণ্য রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ জুট গুডস অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বেসরকারি বিনিয়োগকারীদের 'অনিশ্চয়তার আশঙ্কা'-কে 'বোগাস' বলে উড়িয়ে দিয়ে বলেন, তাদের এ বক্তব্যের কোনো যৌক্তিকতা নেই। দেশীয় বিনিয়োগ না-বাড়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ শতাংশে আটকে আছে বলেও অভিযোগ করেন বাংলাদেশের অর্থমন্ত্রী।

৬. ভারতে পেট্রোল, ডিজেল এবং ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম কমেছিল আগেই। শনিবার কমলো বিমান জ্বালানি এটিএফের দাম। রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, কলকাতায় এটিএফের দাম কমেছে কিলোলিটার পিছু ৫,১৫০ টাকারও বেশি। এখন প্রতি কিলোলিটার এটিএফের দাম ৭২,২১৪.১৭ টাকা। আর দিল্লিতে কিলোলিটারে তা ৪,৯৮৭.৭০ টাকা কমে হয়েছে ৬২,৫৩৭.৯৩ টাকা। বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম কমার জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল। তবে এর ফলে ভাড়া কমবে কি না, তা নিয়ে মুখ খোলেনি কোনও বিমান পরিষেবা সংস্থা।

এর আগে শুক্রবার গভীর রাত থেকে ভারতে পেট্রল ও ডিজেলের দাম কমে। এ নিয়ে গত তিন মাসে ছয়বার পেট্রলের ও দুইবার ডিজেলের দাম কমেছে। এবার লিটারপ্রতি পেট্রলের দাম ২.৫৩ রুপি ও ডিজেলের দাম ২.২৫ রুপি কমানো হয়েছে। এতে প্রতি লিটার পেট্রল কলকাতায় ৭১.৬৮ রুপি, দিল্লিতে ৬৪.২৪ রুপি ও মুম্বাইতে ৭১.৯১ রুপি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি প্রতি লিটার ডিজেল কলকাতায় ৫৭.৯৫ রুপি, দিল্লিতে ৫৩.৩৫ রুপি ও মুম্বাইতে ৬১.৪০ রুপিতে বিক্রি হচ্ছে।

উল্লেখ্য, বিশ্ববাজারে শুক্রবার অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে ব্যারেলপ্রতি ৮৪.৬০ ডলারে নেমে আসে—যা গত জুন মাসে ছিল ১১৫ মার্কিন ডলার।

৭. ভারতের বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মারুতি সুজুকি অক্টোবরে দেশের বাজারে ৯৭,০৬৯ ইউনিট গাড়ি বিক্রি করেছে। গত বছরের একই সময়ে কোম্পানিটি দেশের বাজারে মোট গাড়ি বিক্রয় করেছিল ৯৬,০৬২ ইউনিট। বিভিন্ন উত্সবের কারণে অক্টোবরে কর্মদিন কম থাকায় প্রত্যাশা অনুযায়ী গাড়ি বিক্রি হয়নি বলে কোম্পানি দাবি করেছে। গুজরাটের সাইক্লোনের কারণে আলজেরিয়া ও মিশরে প্রায় এক হাজার গাড়ি পূর্ব পরিকল্পনা অনুযায়ী রপ্তানি করা যায়নি বলেও কোম্পানিটি জানিয়েছে। নির্ধারিত এই রপ্তানি হবে চলতি মাসে। এদিকে, মারুতি সুজুকির প্রতিদ্বন্দ্বী হুন্দাই মটর ইন্ডিয়া অক্টোবরে মোট গাড়ি বিক্রি করেছে ৩৮,০১০ ইউনিট, যা গত বছরের একই সময়ে তুলনায় ৫.৫৭ শতাংশ বেশি।

৮. গত শুক্রবার পাকিস্তানে পেট্রোলিয়াম জাতীয় পদার্থের দাম কমেছে ১১ শতাংশ পর্যন্ত। দেশটির তেল ও গ্যাস নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সুপারিশ অনুসারে প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ এ সংক্রান্ত একটি আদেশে স্বাক্ষর করেন।

৯. পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক (এসবিপি) গত অর্থবছরে মোট লাভ করেছে ৩১১৮০ কোটি রুপি। এর মধ্যে ব্যাংকটি ফেডারেল সরকারের হাতে ২৬৮৬০ কোটি রুপি হস্তান্তর করেছে। আগের বছর কেন্দ্রীয় ব্যাংক পাক সরকারকে ২৩৫০০ কোটি রুপি মুনাফা দিয়েছিল। পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে।

১০. দেশের অর্থনীতিকে চাঙা করতে বাজারে অর্থপ্রবাহ বাড়ানোর ঘোষণা দিয়েছে জাপানের কেন্দ্রীয় ব্যাংক 'ব্যাংক অব জাপান' (বিওজে)। গত শনিবার এক বিবৃতিতে ব্যাংক জানায়, সম্পদ ক্রয় কর্মসূচিতে বছরে আট লাখ কোটি ইয়েন বা ৭২ হাজার ৬০০ কোটি ডলার খরচ করা হবে। বিওজের গভর্নর হারুহিকো কুরুদা টোকিওতে এক সাংবাদিক সম্মেলনে বলেন, মন্দা কাটিয়ে উঠতে জাপানের জন্য এ সময়টা খুবই তাত্পর্যপূর্ণ। এ কর্মসূচির আওতায় বাজারে অর্থপ্রবাহ বাড়বে, যা সাধারণ ক্রেতাদের বেশি করে কেনাকাটা করতে উত্সাহিত করবে।

উল্লেখ্য, জাপানের অর্থনৈতিক কর্মকাণ্ডের ৬০ শতাংশই ব্যক্তি খাতের ভোক্তাদের ওপর নির্ভরশীল। ঋণাত্মক মূল্যস্ফীতির ফলে ভোক্তাদের একটি বড় অংশেরই ক্রয়ক্ষমতা কমে গেছে। সরকারের এক হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকের তুলনায় এপ্রিল-জুন প্রান্তিকে দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ড সংকুচিত হয়েছে ১.৭ শতাংশ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040