Web bengali.cri.cn   
দক্ষিণ এশিয়ার কয়েকটি অর্থনৈতিক সংবাদ --২০১৪/১২/১
  2014-12-01 19:13:31  cri

১. বাংলাদেশে মূলধনি যন্ত্রপাতির আমদানি বাড়ছে এবং দেশের ব্যবসায়ীরা কলকারখানা স্থাপনে আগের চেয়ে অধিকপরিমাণ যন্ত্রপাতি আমদানির ঋণপত্র খুলছেন।চলতি অর্থবছরের প্রথম চার মাসে মূলধনি যন্ত্রপাতি আমদানির জন্য ব্যবসায়ীরা ব্যাংকগুলোতে ১০৪ কোটি ৪৪ লাখ ডলারেরএলসি খুলেছেন। একই সময়ে নিষ্পত্তি হওয়া এলসির পরিমাণ ৯১ কোটি ৭২ লাখডলার।

অন্যদিকে, আগের অর্থবছরের একই সময়ে অর্থাত ২০১৩-১৪ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়কালে দেশে মূলধনিযন্ত্রপাতির আমদানিতে ব্যবসায়ীরা এলসি খুলেছিলেন ৯৭ কোটি ১৬ লাখ ডলারের এবং নিষ্পত্তিহয়েছিল ৭১ কোটি ৫৪ লাখ ডলারের এলসি।

২. বাংলাদেশে চলতি অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার সাথে তাল মিলিয়ে চলা কঠিন হয়ে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। চলতি অর্থবছরে দেশটিতে মোট এক লাখ ৪৯ হাজার ৭২০ কোটি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়। আগের বছর রাজস্ব আদায়ের লক্ষ্যামাত্রা ছিল এক লাখ ২৫ হাজার কোটি টাকা।

এনবিআরসূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে যে রাজস্ব আদায় হয়েছে তা প্রত্যাশার চেয়ে কম। আয়কর খাত থেকেও লক্ষ্য অনুযায়ী রাজস্ব অর্জিত হয়নি। উল্লেখ্য, চলতি অর্থবছরের প্রথমপ্রান্তিকে ৩৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের প্রাথমিক লক্ষ্য ছিল।

এ প্রসঙ্গে এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, সামগ্রিকভাবেএনবিআরের লক্ষ্য অর্জনযোগ্য নয়। এদিকে, এনবিআরের একজন কর্মকর্তা দাবি করেছেন, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে দুটি ঈদ উত্সব উদযাপিত হওয়ায় অভ্যন্তরীণ বাজারে পণ্যের সরবরাহ বেশি ছিল। ফলে স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর আদায় ভালো ছিল। রাজনৈতিক স্থিতিশীলথাকায় সামনের দিনে রাজস্ব আদায় আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

৩.চলতি ২০১৪-১৫ রবি মৌসুমে বাংলাদেশ সরকার এক লাখ ৯০ হাজার হেক্টর জমি থেকে ১৯ লাখ মেট্রিক টনপেঁয়াজ উত্পাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। উত্তরাঞ্চলের কৃষকেরা ইতিমধ্যে এইফসলের আবাদ শুরু করেছেন। কোথাও কোথাও অবশ্য আগাম আবাদের ফলন বাজারে উঠেছে এবং ২৫থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ উত্পাদন কর্মসূচির আওতায় উত্তরাঞ্চলে ৮৫হাজার ৫৭৯ হেক্টর জমি থেকে আট লাখ ৫৫ হাজার টন উত্পাদনের লক্ষ্যমাত্রা ঠিক করাহয়েছে; যা জাতীয় উত্পাদনের ৪৫.০৪ শতাংশ। কৃষি সম্প্রসারণ বিভাগের সূত্রমতে, চলতি মৌসুমে প্রতি হেক্টর জমিতে গড়ে ১০ টন পেঁয়াজ উত্পাদনের লক্ষ্যমাত্রা ঠিককরা হয়েছে। এ ছাড়া, কৃষি সম্প্রসারণ বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষিউন্নয়ন করপোরেশন, বাণিজ্যিক ব্যাংকগুলো, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও বিভিন্নএনজিও পেঁয়াজ আবাদে সহায়তা দিতে বিভিন্ন কর্মসূচিও হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছেউন্নতমানের বীজ ও স্বল্প সুদে কৃষিঋণ বিতরণ, প্রশিক্ষণ প্রদান, কারিগরি সহায়তা ইত্যাদি।

৪. এগমন্ট গ্রুপের মাধ্যমে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের অনুরোধে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে বিদেশি নাগরিক ও প্রবাসী বাংলাদেশিদের 'সন্দেহজনক' আর্থিক লেনদেনের তথ্য খুঁজছেন বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দারা।

এর অংশ হিসাবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) চলতি বছর ব্যাংকগুলোর কাছে কমপক্ষে দেড়শ বিদেশি নাগরিকের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে পাঠিয়েছে।

বিএফআইইউর উপ-প্রধান ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান বিডিনিউজকে জানান, বিভিন্ন দেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে। এছাড়া বিএফআইইউ এগমন্ট গ্রুপেরও সদস্য। এর অংশ হিসাবেই বিভিন্ন দেশের নাগরিকদের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হচ্ছে।

সর্বশেষ ১০ নভেম্বর বিএফআইইউ ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়ে বাহরাইনের তিন নাগরিকের হিসাবের তথ্য চেয়েছে। এরা হলেন- এসাম ইউসুফ জাহানী, ইমাদ ওমর আলনেসনাস ও ওমাইমা ওথমান আলমাহমুদ। তাদের পাসপোর্ট নম্বর ও জন্মস্থানও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

মাহফুজুর রহমান জানান, মুদ্রা পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে করা আন্তর্জাতিক চুক্তি ও দেশের আইনের বিধি মেনেই তারা ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ বা বিনিময় করেন।

৫. বাংলাদেশের গ্রামের মানুষের আবাসন খাতে সহায়তা দিতে আগ্রহ দেখিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। পাশাপাশি রেমিটেন্স উত্পাদনশীল খাতে ব্যবহার করতে পরামর্শ দিয়েছে সংস্থাটি।

গুসি শান্তি পুরস্কার নিতে ফিলিপিন্সে যাওয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানগত বৃহস্পতিবার ম্যানিলায় এডিবির প্রধান কার্যালয়ে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তাদের এই আগ্রহ সম্পর্কে অবহিত হন।

বৈঠকে এডিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থার 'প্রাইভেট সেক্টর অ্যান্ড কো-ফাইন্যান্স অপারেশন'র ভাইস প্রেসিডেন্ট লক্ষ্মী ভেনকাটাচালাম।

গভর্নরের সঙ্গে এডিবিতে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক ইকবাল মাহমুদ ও ফিলিপিন্সে বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ উপস্থিত ছিলেন।

ভেনকাটাচালাম গভর্নরকে বলেন, এডিবি বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর বাসস্থানে সহায়তা করার চিন্তা-ভাবনা করছে। এ জন্য একটি প্রকল্প নেওয়া যায় কি না, সে আলোচনা চলছে।তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মতামত জানতে চাইলে এডিবির প্রস্তাবকে স্বাগত জানান গভর্নর আতিউর।বৈঠকে এডিবি কর্মকর্তারা বাংলাদেশের চলমান অন্যান্য প্রকল্পে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

৬.ভারত চলতি মৌসুমে আগের বছরের তুলনায় ৪৫ শতাংশ কম তুলা রপ্তানি করবে। বিশ্ববাজারে ভারতীয় তুলার দুই প্রধান আমদানিকারক চীন ও বাংলাদেশের কাছে ভারতীয় তুলার চাহিদা কমে যাওয়ায় এ রকমটি হতে যাচ্ছে।

ভারত গত মৌসুমে প্রায় এক কোটি ১৮ লাখ বেল তুলা বিশ্ববাজারেরপ্তানি করেছিল। চলতি মৌসুমে তা কমে ৬৫ থেকে ৭০ লাখ বেল হতে পারে বলে প্রাথমিকভাবে প্রাক্কলন করা হয়েছে।

এর ফলে অভ্যন্তরীণভাবে বিপুলপরিমাণ তুলার মজুত গড়ে উঠবে, যা আবার ভারতের অভ্যন্তরীণ বাজারে দাম কমিয়ে দেবে বলেমনে করা হচ্ছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে তুলার দাম কয়েক মাস ধরে কমছে।প্রতি পাউন্ড তুলার দর এখন গড়ে প্রায় ৬০ সেন্ট। আর ভারতীয় তুলা গড়ে প্রতি পাউন্ডপ্রায় ৭০ সেন্ট। বিশ্ববাজারের পাশাপাশি ভারতের বাজারেও দাম কমেছে। বর্তমানে ভারত, পাকিস্তান ও চীন বিশ্বের মোট তুলা উত্পাদনের ৬০ শতাংশ জোগান দেয়। ভারত বড় উত্পাদক হলেও সামান্য তুলা আমদানি করে। আর চীন বড় আমদানিকারক হলেও অভ্যন্তরীণভাবে তুলা উত্পাদন করে।

৭.এবার যুদ্ধজাহাজ রফতানিও করবে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা গাডের্নরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই)। আগামী মাসেই মরিশাসে প্রথম জাহাজটি রফতানি করবে তারা। পাশাপাশি, রফতানি ব্যবসা বাড়াতে নতুন বাজারের খোঁজেও রয়েছে সংস্থাটি। মূলত ভারতীয় নৌ সেনার জন্যই যুদ্ধজাহাজ তৈরি করে জিআরএসই।

প্রতিরক্ষা ক্ষেত্র ও শিল্পের মধ্যে সমন্বয় সংক্রান্ত সিআইআই-এর এক সভার ফাঁকে সম্প্রতি জিআরএসই-র সিএমডি রিয়ার অ্যাডমিরাল এ কে বর্মা জানান, মরিশাসের উপকূলরক্ষা বাহিনী ওই জাহাজ তৈরির অর্ডার দিয়েছিল। ভারতে তৈরি এ ধরনের জাহাজ এই প্রথম রফতানি করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, পূর্ব এশিয়া, লাতিন আমেরিকা, আফ্রিকার বিভিন্ন এলাকায় রফতানি ব্যবসার সম্ভাবনা খতিয়ে দেখছেন তাঁরা।

পাশাপাশি ভারতীয় নৌ সেনার কাছ থেকে জিআরএসই ১৬টি যুদ্ধজাহাজ তৈরির জন্য ১০ হাজার কোটি টাকার অর্ডারও পেয়েছে।

৮. ভারতে আগামী দু'তিন মাসের মধ্যে 'স্মার্ট সিটি' প্রকল্পের নির্দেশিকা চূড়ান্ত হবে। আপাতত খসড়া নির্দেশিকার ভিত্তিতে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিচ্ছে কেন্দ্রীয় সরকার। গত শনিবার এমসিসি চেম্বারের সভায় এ কথা জানান কেন্দ্রীয় নগরোন্নয়ন সচিব শঙ্কর অগ্রবাল। দেশ জুড়ে ১০০টি স্মার্ট সিটি তৈরির সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার।

অগ্রবাল এদিন জানান, এই প্রকল্পে কেন্দ্র ও রাজ্যের পাশাপাশি বেরসকারি লগ্নিরও প্রয়োজন হবে। সে ক্ষেত্রে শিল্পমহল চাইবে যাতে তাদের লগ্নি সুরক্ষিত থাকে এবং লাভজনক হয়। কীভাবে সে সব ঠিক হবে, তার খসড়া নির্দেশিকা তৈরি হয়েছে। সব পক্ষের মতামত নিয়ে মাস দু'তিনের মধ্যে তা চূড়ান্ত হবে বলেই আশাবাদী তিনি।

৯.সড়ক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-র কাছ থেকে ৮ কোটি মার্কিন ডলার ঋণ পাবে মিয়ানমার। এই অর্থ দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি মহাসড়কের উন্নয়নকাজে ব্যয় করা হবে। সম্প্রতি এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌবিন-পায়াপন মহাসড়কের ৫৪ কিলোমিটার সংস্কার করা হলে এতদঞ্চলের যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হবে। ২০১৮ সাল নাগাদ এ উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ২০০৮ সালের সাইক্লোনে মহাসড়কটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের জানুয়ারিতে এডিবি মিয়ানমারকে ৬ কোটি মার্কিন ডলার ঋণ দেয়। এ অর্থ দেশটির বিদ্যুত খাতের উন্নয়নে ব্যয় হচ্ছে।

(তথ্যসূত্র: বাসস, প্রথম আলো, বিডিনিউজ, ডন ডটকম, আনন্দবাজার পত্রিকা, কলম্বো পেইজ, ইত্যাদি।)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040