Web bengali.cri.cn   
দক্ষিণ এশিয়ার কয়েকটি অর্থনৈতিক সংবাদ ---২০১৫/১/৫
  2015-01-05 18:39:44  cri

১.বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে সবজি রপ্তানি বাড়ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য মোতাবেক, গেল ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশ থেকে সারা বিশ্বে ১৪ কোটি ৭৫ লাখ ৪৭ হাজার ৩৫৩ ডলারের সবজি রপ্তানি হয়েছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের আটটি দেশেই রপ্তানি হয়েছে ৬ কোটি ৮৫ লাখ ৮৭ হাজার ৯৯৮ ডলারের সবজি।

এর আগের অর্থবছর বিশ্বব্যাপী ১১ কোটি ৩ লাখ ৩৬ হাজার ৫২৩ ডলারের সবজি রপ্তানি হয়েছিল। এর মধ্যে মধ্যপ্রাচ্যের আট দেশেই রপ্তানি হয় ৫ কোটি ৪৯ লাখ ৩৫ হাজার ডলারের সবজি।

বাংলাদেশ থেকে বিদেশে বেশি রপ্তানি হয় লাউ, কুমড়া, পটল, বেগুন, ঢ্যাঁড়স, আলু, পেঁপে, চিচিঙ্গা, কাঁকরোল, কাঁচা মরিচ, বরবটি, শিম, টমেটো ও বিভিন্ন ধরনের শাক।সারা বিশ্বে প্রায় ৯০ লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন। এর মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আছেন প্রায় ৬০ লাখ। তাঁদের লক্ষ্য করেই মূলত এ দেশ থেকে এসব সবজি রপ্তানি করা হয়।

এদিকে, ইপিবির হিসেবে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি সবজি রপ্তানি হয় সৌদি আরবে। গেল ২০১৩-১৪ অর্থবছরে পুরো মধ্যপ্রাচ্যে যত সবজি রপ্তানি হয়, তার প্রায় অর্ধেকেই গেছে এই দেশটিতে।

২. বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ আবার বিদেশি বিনিয়োগের অর্থ হিসেবে দেশে ফিরিয়ে আনা হচ্ছে বলেদাবি করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-র ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

বাংলাদেশের অর্থনীতির হালচাল নিয়ে শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি অর্থ পাচার এবং ভিন্ন পন্থায় তা ফিরে আসার বিষয়টি খতিয়ে দেখতে বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বানও জানান।

দেবপ্রিয় অভিযোগ করেন, বিনিয়োগ হচ্ছে না, অন্যদিকে দেশ থেকে টাকা বাইরে পাচার হয়ে যাচ্ছে। বিদেশ থেকে যে পরিমাণ সাহায্য দেশে আসছে, তার থেকে বেশি পরিমাণ অর্থ পাচার হয়ে যাচ্ছে।

বিনিয়োগ পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে দেবপ্রিয় বলেন, এই কারণেই মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধিরহার৬শতাংশেআটকেআছে।

বিনিয়োগ সমস্যার জন্য প্রচলিত প্রতিবন্ধকতা, সংস্কারের অভাব এবং রাজনৈতিক অনিশ্চয়তাকে চিহ্নিত করে তা থেকে উত্তরণের পথ বের করতে আর্থিক খাতের জন্য একটি কমিশন গঠনের পরামর্শ দেন তিনি।

৩. বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য দুই ধরনের বীমা চালুর সুপারিশ করেছে জাতীয় বেতন ও চাকরি কমিশন। একটি হচ্ছে স্বাস্থ্যবীমা, আর অন্যটি জীবন ও দুর্ঘটনাজনিত অক্ষমতা বীমা। কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ ফরাসউদ্দিন মনে করেন, কমিশনের সুপারিশ বাস্তবায়ন করলে দেশের বীমা খাতে প্রাণের সঞ্চার হবে।

এদিকে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান এম শেফাক আহমেদ কমিশনের সুপারিশকে স্বাগত জানান এবং সুপারিশ বাস্তবায়নে সরকারকে আন্তরিক হওয়ার পরামর্শ দেন।

৪. গাড়ির পর এবার ব্যক্তি পর্যায়ে আবাসন খাতে ঋণ সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যক্তি পর্যায়ে বাড়ি বা ফ্ল্যাট কিনতে ব্যাংক থেকে এক কোটি ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। আগে এ সীমা ছিল এক কোটি টাকা পর্যন্ত। তবে ঋণ মার্জিন অনুপাত আগের মতোই ৭০:৩০ নির্ধারিত থাকবে। এর আগে গত আগস্ট মাসে গাড়ি কেনায় ঋণ সীমা ২০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪০ লাখ টাকা করা হয়েছিলো। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনজারি করে ব্যাংকগুলোতে পাঠিয়েছে।

৫. কালো টাকার সমস্যা সমাধানে কার্ডে লেনদেন আরও জনপ্রিয় করার জন্য ব্যাঙ্কগুলির প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি মানুষ যাতে সঞ্চয়ের বিপুল টাকা সোনায় না-রাখেন, তার উপায় খোঁজার দায়িত্বও ব্যাঙ্কিং ক্ষেত্রকেই নিতে বললেন তিনি। শুক্রবার মুম্বাইয়ে মুম্বইয়ে আইসিআইসিআই ব্যাঙ্ক আয়োজিত এক অনুষ্ঠানে মোদী এ আহ্বান জানান।

তিনি বলেন, কালো টাকার সমস্যার সেরা সমাধান নগদ লেনদেন যথাসম্ভব কমিয়ে আনা। এ বিষয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতায় সামিল হতে পারে ব্যাঙ্কগুলি। চেষ্টা করতে পারে গ্রাহকদের মধ্যে কার্ডে লেনদেন জনপ্রিয় করার। তাঁর মতে, এ জন্য সহজে ও যখন খুশি অ্যাকাউন্ট ব্যবহারের উপায় করে দেওয়া জরুরি।

একই অনুষ্ঠানে অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, সকলের দরজায় ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছলে, অর্থনেতিক প্রবৃদ্ধির হারে চীনকে ধরে ফেলবে ভারত।

৬. ৬ জানুয়ারি থেকে টানা পাঁচ দিন গোটা ভারতে কোল ইন্ডিয়া ও এর শাখা সংস্থাগুলিতে ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন। পাঁচটি ইউনিয়নের দাবি, কয়লা বিল নিয়ে কেন্দ্রের অর্ডিন্যান্স জারির বিরোধিতা ও শিল্পের বেসরকারিকরণ আটকাতেই এই ধর্মঘট। শনিবার কয়লামন্ত্রী পীযূষ গয়ালের ডাকা বৈঠকও বয়কট করেন ইউনিয়নের প্রতিনিধিরা। ধর্মঘটে দেশে বিদ্যুৎপরিষেবাব্যাহতহতেপারে।এতে দৈনিকলোকসানহতে পারে১৫০কোটিরূপি।

৭. শ্রীলংকার ইনস্যুরেন্স বোর্ড চলতি বছর থেকে আরো সাতটি নতুন বীমা কোম্পানিকে দেশে ব্যবসা করার অনুমতি দিয়েছে। নয়া কোম্পানিগুলো হচ্ছে: এআইএ জেনারেল ইনস্যুরেন্স লঙ্কা, আমানা তাকাফুল লাইফ লিমিটেড, এশিয়ান এলায়েন্স জেনারেল ইনস্যুরেন্স, কুপলাইফ ইনস্যুরেন্স, এইচএনবি জেনারেল ইনস্যুরেন্স, জনশক্তি জেনারেল ইনস্যুরেন্স, এবং ইউনিয়ন অ্যাসুরেন্স জেনারেল লিমিটেড।

৮. চলতি ২০১৪-১৫ অর্থবছরে পাকিস্তানে তুলার বাম্পার ফলন হবে বলে ধারণা করা হচ্ছে। জানুয়ারি পর্যন্ত প্রায় ১৪ মিলিয়ন বেল তুলা উত্পন্ন হয়েছে। গত অর্থবছরে একই সময়কালে উত্পন্ন হয়েছিল সাড়ে বার মিলিয়ন বেল তুলা।

ডনের খবর অনুসারে, পাঞ্জাব ও সিন্ধে এবার তুলার ব্যাপক ফলন হয়েছে।

৯. ইউরোপে আবারো গম রপ্তানি করতে যাচ্ছে পাকিস্তান। ইউরোপীয় ব্যবসায়ীরা এরই মধ্যে পাকিস্তানি ব্যবসায়ীদের কাছ থেকে প্রস্তাব পেয়েছেন। একজন ইউরোপীয় ব্যবসায়ী ডনকে জানিয়েছেন, তিনি সরকারি কোম্পানির কাছ থেকে গম আমদানির প্রস্তাব পেয়েছেন। উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর পাকিস্তান আবারো গম রপ্তানি করতে যাচ্ছে। ফলন কম হওয়ায় ২০১৪ সালে দেশটিকে বিদেশ থেকে গম আমদানি করতে হয়েছিল।

(তথ্যসূত্র: প্রথম আলো, ইত্তেফাক, বিডিনিউজ, আনন্দবাজার পত্রিকা, ডন ডটকম, কলম্বোপেইজ, সিনহুয়া ইত্যাদি)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040