Web bengali.cri.cn   
দক্ষিণ এশিয়ার কয়েকটি অর্থনৈতিক সংবাদ ---২০১৫/১/১৯
  2015-01-19 18:54:31  cri

১. বাংলাদেশ আবারো বিনা মাশুলে মাল ট্রানজিটের সুযোগ দিতে যাচ্ছে প্রতিবেশী ভারতকে। বাংলাদেশের নৌ মন্ত্রণালয়ে গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তের আওতায় ভারত কোলকাতা থেকে আগরতলা পর্যন্ত ২৫ হাজার টন চাল পরিবহনে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করবে বিনা খরচে।

মানবিক কারণে ভারতকে এ সুযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অবশ্য দু'দেশের মধ্যে নৌপ্রটোকলের আওতায় ভারতকে বন্দর মাশুল দিতে হবে। কয়েক মাস আগে একইভাবে মানবিক কারণ দেখিয়ে বাংলাদেশের ওপর দিয়ে ১০ হাজার টন চাল পরিবহণ করেছে ভারত। গত আগস্ট থেকে দুই দফায় চালের ওই চালান দুটি আগরতলঅ যায়।

জানা গেছে, এবার কয়েক দফায় ২৫ হাজার টন চাল আগরতলায় নেবে ভারত। উল্লেখ্য, গত বছর বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ৩৫ হাজার টন চাল পরিবহণের অনুমতি চেয়েছিল প্রতিবেশী দেশটি। এরই পরিপ্রেক্ষিতে গত জুলাই মাসে প্রথম দফায় ১০ হাজার টন চাল পরিবহনের অনুমতি দেয় বাংলাদেশ।

২.বাংলাদেশে চাহিদার মাত্র ৩০ শতাংশ দুধ উত্পাদন হয়। বাকি ৭০ শতাংশ ঘাটতি পূরণ করা হয় আমদানির মাধ্যমে। শনিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরেন প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক। তিনি জানান, সরকারকে প্রতিবছর চার হাজার কোটি টাকা ব্যয় করে গুঁড়োদুধ আমদানি করতে হয়।

দুধ উত্পাদনবাড়াতেগ্রামেগ্রামেগরুরকৃত্রিমপ্রজননেরওপরজোরদিয়েমন্ত্রীবলেন, এজন্য অর্থমন্ত্রীকে এক হাজার কোটি টাকা ঋণ দেওয়ার জন্য বলেছেন তিনি।

অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ভারতের উদাহরণ তুলে ধরে বলেন, প্রতিবেশী দেশটি আগে হাজার হাজার টন দুধ আমদানি করতো। অথচ এখন দেশটি শীর্ষ দুধরপ্তানিকারকদেশে পরিণত হয়েছে।

৩.এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই বাংলাদেশের ব্যাংকগুলো এটিএম বুথ স্থাপন করতে পারবে।এছাড়া, ব্যাংকের জন্য অনুমোদিত বাড়ি বা ফ্লোর স্পেসের ভাড়ার নবায়নের জন্যও আর অনুমতির প্রয়োজন হবে না। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের এই তথ্য জানিয়ে দেওয়া হয়।

অবশ্য এটিএমসহ সব ধরনের ইলেকট্রনিক বুথ স্থাপন করতে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতির প্রয়োজন না-হলেও, এটিএম বুথ স্থাপনের ভাড়া ও খরচের ক্ষেত্রে ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন নিতে হবে।ভাড়া বা অন্য খরচের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনে কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট বুথের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

আগের নীতিমালা অনুযায়ী, ব্যাংকের যে কোনো ধরনের স্থাপনা ভাড়া বা ইজারা গ্রহণ ও নবায়নের জন্য পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের কপিসহ বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হতো।এখন থেকে ভাড়া বা ইজারা নেওয়ার ক্ষেত্রে একবার অনুমতি নেওয়ার পর পরবর্তী নবায়ন যদি ৩ বছর ও তার বেশি সময়ের জন্য সর্বোচ্চ ভাড়া ১৫ শতাংশের মধ্যে সীমিত থাকে সে ক্ষেত্রে আর অনুমতি নিতে হবে না।

তবে ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাড়া নবায়নের অনুমোদন দেওয়ার এক মাসের মধ্যে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগকে অবহিত করতে বলা হয়েছে সার্কুলারে।

৪. বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ 'বঙ্গবন্ধু' উত্ক্ষেপণেরজন্য'অরবিটালস্লট'ইজারানিতেএকটি চুক্তিকরেছেদেশটির টেলিযোগাযোগনিয়ন্ত্রকসংস্থাবিটিআরসি।বৃহস্পতিবার ঢাকায় বিটিআরসি সম্মেলন কক্ষে সংস্থার কমিশনার এটিএম মনিরুল ইসলাম এবং ইন্টারস্পুটনিক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব স্পেস কমিউনিকেশনস-এর মহাপরিচালক ভাদিম ই বেলভ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুসারে, ১১৯.১ পূর্ব দ্রাঘিমাংশে অরবিটাল স্লট পাওয়ার জন্য এ প্রতিষ্ঠানকে দুই কোটি ৮০ লাখ ডলার দেবে বিটিআরসি। ওই অরবিটাল স্লটে স্থাপন করা হবে 'বঙ্গবন্ধু স্যাটেলাইট'। এতে টেলিযোগাযোগ ও সম্প্রচার সেবা দেওয়ার জন্য ৪০টি 'ট্রান্সপন্ডার' থাকবে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গত ১৬ সেপ্টেম্বর দুই হাজার ৯৬৮ কোটি টাকার এ প্রকল্প অনুমোদন করে, যার মধ্যে এক হাজার ৩১৫ কোটি ৫১ লাখ টাকা সরকারের তহবিল থেকে যোগান দেওয়া হবে। এছাড়া প্রকল্প সাহায্য থেকে আসবে এক হাজার ৬৫২ কোটি ৪৪ লাখ টাকা।

যুক্তরাষ্ট্রের কোম্পানি 'স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল' ইতোমধ্যে এ প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান হিসাবে উপগ্রহের নকশা তৈরির কাজ শুরু করেছে।

ভূমি থেকে উপগ্রহটি নিয়ন্ত্রণের জন্য গাজীপুর জেলার জয়দেবপুর এবং রাঙ্গামাটির বেতবুনিয়ায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) নিজস্ব জমিতে দুটি 'গ্রাউন্ড স্টেশন' নির্মাণ করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস বলেন,এ প্রকল্প বাস্তবায়িত হলে যেসব দেশের স্যাটেলাইট নেই তাদেরও সেবা দেওয়া সম্ভব হবে। ৪০টি ট্রান্সপন্ডারের মধ্যে ২০টি দেশের ব্যবহারের জন্য রেখে বাকিগুলো অন্যান্য দেশের কাছে বিক্রি করা যাবে।

২০১৭ সালের জুন নাগাদ দেশের প্রথম স্যাটেলাইট উত্ক্ষেপণকরাসম্ভব হবে বলে‌ও তিনি আশা প্রকাশ করেন।

৫.তৃতীয় পক্ষের মাধ্যমে ভারতের 'খোলা বাজার' থেকে ৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুতকেনারএকটি প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সরকার। গত বুধবার ঢাকায় সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।সভা শেষে জানানো হয়, এজেন্টের মাধ্যমে দৈনিক ভিত্তিতে বিদ্যুত কেনারজন্যএকবছরেরচুক্তিহবে।

সরবরাহ ব্যবস্থায় 'সিস্টেম লসের' কারণে ভারত থেকে আমদানি করা বিদ্যুতের ঘাটতি মেটাতে প্রয়োজন অনুযায়ী দৈনিক ভিত্তিতে ৩০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুত কিনতেসরকারএউদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

এই বিদ্যুতকেনারজন্য'এজেন্ট' হিসেবে কাজ করবে ভারতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি এনভিভিএন। ভারতের বিভিন্ন ছোট বিদ্যুতকেন্দ্রথেকেবিদ্যুতকিনেচাহিদাঅনুযায়ীপ্রতিষ্ঠানটিবাংলাদেশেসরবরাহকরবে।

প্রতি ইউনিট বিদ্যুতের জন্য দামের বাইরে কমিশন হিসাবে তারা নেবে ০.০৪৯টাকা। আর বিদ্যুতের দাম নির্ভর করবে ভারতীয় বাজারের ওপর।

এদিকে, মহেশখালীতে বহু প্রতীক্ষিত ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে সিঙ্গাপুরভিত্তিক অ্যাস্ট্রা অয়েল অ্যান্ড এক্সিলারেট কনসোর্টিয়ামের সঙ্গে অনুস্বাক্ষরিত চুক্তিতে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে একই সভায়। গতবছর ২৬ জুন অ্যাস্ট্রা অয়েলের সঙ্গে পেট্রোবাংলার ১৫ বছরের ওই চুক্তি হয়।

চুক্তি অনুযায়ী অ্যাস্ট্রা অয়েলকে টার্মিনাল নির্মাণ ও অন্যান্য খরচ হিসেবে প্রতি হাজার ঘনফুট গ্যাসের জন্য ০.৪৭ ডলার করে দিতে হবে পেট্রোবাংলাকে। আমদানি করা গ্যাস ওই টার্মিনালের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

সব ঠিক থাকলে ১ লাখ ৩৮ হাজার ঘনমিটার এলএনজি ধারণ ক্ষমতার এ টার্মিনাল থেকে ২০১৬ সালের জুনের মধ্যে দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

৬. রেল বা কোল ইন্ডিয়ার বেসরকারিকরণ হবে না বলে শ্রমিক সংগঠনগুলোকে প্রতিশ্রুতি দিলেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি রোববার শ্রমিক সংগঠনগুলোর সাথে প্রাক-বাজেট আলোচনায় এ প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, মোদি সরকারও কর্মসংস্থান বাড়ানো ও শ্রমিকদের চাকরি সুরক্ষিত রাখার জন্যই কাজ করছে। তিনি জানান, নতুন কর্মসংস্থানের জন্য সরকার পরিকাঠামোয় আরো অর্থ বিনিয়োগ করতে চায়।

বৈঠকে শ্রমিক নেতারা আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা আড়াই লাখ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করার দাবি তোলেন। ঠিকা শ্রমিক ও স্থায়ী শ্রমিকদের একই হারে বেতন দেওয়ার দাবিও করেছেন তারা।

৭. ভারতে পেট্রোল-ডিজেলের ওপর ভর্তুকি-ব্যবস্থা আগেই তুলে দেওয়া হয়েছে। এবার কেরোসিন ও রান্নার গ্যাসের ওপরও ভর্তুকি কমিয়ে আনার সুপারিশ করেছে ব্যয় সঙ্কোচন কমিশন। কমিশন আরো যেসব সুপারিশ করেছে সেগুলো হচ্ছে: কেন্দ্রের একই ধরনের প্রকল্পগুলোকে মিশিয়ে দিতে হবে; শুধু জ্বালানি নয়, যে-কোনো সরকারি ভর্তুকিই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমার ব্যবস্থা করতে হবে; এ জন্য লেনদেন ব্যাংক হিসেবে ডাকঘরকে কাজে লাগাতে হবে ইত্যাদি।

উল্লেখ্য, নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পরই ব্যয় সঙ্কোচনের পথ খুঁজতে বিমাল জালানের নেতৃত্বে এ কমিশন গঠন করা হয়েছিল। এখন কমিশন যে রিপোর্ট দিয়েছে, তাতে আগামী বছরের বাজেট তৈরিতে অর্থমন্ত্রী কীভাবে ঘাটতি কমাবেন, তার পথনির্দেশ রয়েছে।

সরকারি সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ভর্তুকির বহর কমাতে কমিশন হতদরিদ্র মানুষের জন্যই কেবল কেরোসিনে ভর্তুকি রাখার সুপারিশ করেছে। রান্নার গ্যাসের ক্ষেত্রেও কমিশন একই সুপারিশ করেছে। এ ছাড়া, ব্যয় কমাতে কেন্দ্রীয় সরকারি উন্নয়ন প্রকল্প কমিয়ে আনারও সুপারিশ করেছে কমিশন।

৮. চীনের ইয়ুননান প্রদেশে খুনমিংয়ে আসন্ন খুনমিং আন্তর্জাতিক এক্সপোতে শ্রীলংকা একটি অত্যন্ত শক্তিশালী প্রতিনিধিদল পাঠাবে বলে জানিয়েছে দেশটির রপ্তানি উন্নয়ন বোর্ড (ইডিবি)।

এক্সপোতে শ্রীলংকার শতাধিক প্রদর্শনী স্টল থাকবে বলেও জানিয়েচে ইডিবি। উল্লেখ্য, চীনের সাথে শ্রীলংকার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ক্রমাগত বাড়ছে। ২০১৩ সালে দু'দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ৩০৮ কোটি মার্কিন ডলার। এসময় শ্রীলংকা চীনে ১২১ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে। ২০০৯ সালে চীনের শ্রীলংকার রপ্তানির পরিমাণ ছিল মাত্র ৫৯ মিলিয়ন ডলার মূল্যের পণ্য।

৯. নেপালে তেলের দাম কমলো। গত রোববার 'নেপাল অয়েল কর্পোরেশান' এক ঘোষণায় এ তথ্য জানায়। অবশ্য এলপিজি বা তরল পেট্রোলিয়াম গ্যাস ও বিমানের জ্বালানি তেলের দাম কমানো হয়নি।

নতুন মূল্যতালিকা অনুসারে, প্রতি লিটার পেট্রোল ও কেরোসিনের মূল্য দাঁড়িয়েছে যথাক্রমে ১১১.৫০ রুপি ও ৮৮ রুপি। অর্থাত প্রতি লিটারে দাম কমেছে ২ রুপি করে। ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বরের পর এ নিয়ে সপ্তমবারের মতো নেপালের তেলের দাম কমানো হলো।

(তথ্যসূত্র: প্রথম আলো, ইত্তেফাক, বিডিনিউজ, আনন্দবাজার পত্রিকা, কলম্বো পেইজ, ডন ডটকম, টাইমস্ অব ইন্ডিয়া, সিনহুয়া ইত্যাদি)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040