Web bengali.cri.cn   
দক্ষিণ এশিয়ার দেশগুলোর কয়েকটি অর্থনৈতিক সংবাদ ---২০১৫/২/৯
  2015-02-09 19:10:37  cri

১.৫ জানুয়ারি থেকে টানা অবরোধ-হরতালের মধ্যেও বাংলাদেশে রপ্তানি আয় বেড়েছে বলে জানিয়েছে দেশটির রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। ইপিবি ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু গত বুধবার স্থানীয় গণমাধ্যমকে জানান, জানুয়ারি মাসে গত বছরের একই সময়ের চেয়ে ৪.৮ শতাংশ বেশি রপ্তানি আয় এসেছে।আর চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) গতবছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় বেড়েছে ২ শতাংশের বেশি।

ইপিবির রপ্তানি সংক্রান্ত পরিসংখ্যান অনুসারে, জানুয়ারিতে বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে ২৮৫ কোটি ৫০ লাখ ডলার। অন্যদিকেগত বছরের জানুয়ারি মাসে মোট রপ্তানি আয়ের পরিমাণ ছিল ২৭৫ কোটি ৫৩ লাখ ডলার।

তবে বর্তমানের অস্থিরতার প্রভাব আগামীতে পড়বে বলে মনে করেন রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর কর্মকর্তারা। তারা জানান, বায়াররা অর্ডার বাতিল করে দিচ্ছেন। এর প্রভাব পড়বে কয়েক মাস পর। উল্লেখ্য, বাংলাদেশে রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশই আসে তৈরি পোশাক খাত থেকে।

এদিকে, বুধবার বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুত ছিল ২২২০ কোটি মার্কিন ডলার।

২.বাংলাদেশে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে আগের বছরের একই সময়ের চেয়ে পণ্য বাণিজ্যে ১১৮ শতাংশ এবং সেবা বাণিজ্যে ২৬ শতাংশ ঘাটতি বেড়েছে।

এ ঘাটতির প্রভাবে বাংলাদেশের বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যেও (ব্যালান্স অব পেমেন্ট) বড় ঘাটতি দেখা দিয়েছে।রপ্তানির চেয়ে আমদানি খাতে খরচ অনেক বেশি হওয়ায় বাণিজ্য ঘাটতি বাড়ছে বলে মনে করেন অর্থনীতিবিদরা।

বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার 'ব্যালান্স অফ পেমেন্ট' সংক্রান্ত যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) পণ্য বাণিজ্যে সার্বিক ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৫৩১ কোটি ৪০ লাখ ডলার।২০১৩-১৪ অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৪৩ কোটি ৯০ লাখ ডলার। অর্থাত এ ছয় মাসে ঘাটতি বেড়েছে ১১৭.৮৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪-১৫ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে ২০০৪ কোটি ৯০ লাখ ডলারের পণ্য আমদানি করেছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ১৮.২৮ শতাংশ বেশি।অন্যদিকে, এই ছয় মাসে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি থেকে বাংলাদেশ মোট ১৪৭৩ কোটি ৫০ লাখ ডলার আয় করেছে, যা ২০১৩-১৪ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ের চেয়ে ১.৫৪ শতাংশ বেশি।

৩. বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, হলমার্ক কেলেঙ্কারিতে জড়িতদের বিচারের দায়িত্ব সরকারের। তবে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক প্রযুক্তিগত উন্নয়ন ও নজরদারি বিষয়ক বেশ কয়েকটি পদ‌ক্ষেপ নিয়েছে। গতশুক্রবার রাতে লন্ডনে তাঁর সম্মানে আয়োজিত এক ভোজসভায় তিনি এ কথা বলেন।

ব্যাংকের যেসব কর্মকর্তা হলমার্ককে ঋণ দেওয়ার সঙ্গে জড়িত, তাঁদের শাস্তি নিশ্চিত না-করে এমন ঘটনা কীভাবে রোধ করা সম্ভব?—সাংবাদিকদেরএমন প্রশ্নের জবাবে বিচারের ক্ষেত্রে সরকারের ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন গভর্নর। তিনি জানান, দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করছে।

উল্লেখ্য, যুক্তরাজ্যে দ্য ব্যাংকার সাময়িকীর দেওয়া এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেরা গভর্নরের পুরস্কার নিতে লন্ডনে যান গভর্নর ড. আতিউর রহমান। শুক্রবার দুপুরে হাউজ অব লর্ডসে অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এ পুরস্কার গ্রহণ করেন। আর রাতে তাঁর সম্মানে ওই ভোজসভার আয়োজন করেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান।

৪.বাংলাদেশে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ যোগানদাতাদের চিহ্নিত করতে এবং এ জন্য কঠোরভাবে ব্যাংক লেনদেন পর্যবেক্ষণ করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গত বৃহস্পতিবার ঢাকায় অর্থ মন্ত্রণালয় পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

তিনি অভিযোগ করেন, সন্ত্রাসী ও জঙ্গি তত্পরতার পৃষ্ঠপোষকরা দেশে ও দেশের বাইরে অর্থ স্থানান্তরে এখনো ব্যাংকগুলোকে ব্যবহার করছে।

এদিকে, জঙ্গিবাদের অর্থের উত্স অনুসন্ধানে গঠিত টাস্কফোর্সের সভায় বৃহস্পতিবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন,বাংলাদেশে জঙ্গি সংগঠনগুলোকে যারা অর্থ দিয়ে থাকেন তারাই বর্তমানে চলমান নাশকতায় টাকা যোগাচ্ছেন।

৫. বাংলাদেশে বেসরকারি খাতে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠার অনুমতি চেয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সংস্থার সভাপতির নেতৃত্বে নতুন কমিটির নেতারা গত বৃহস্পতিবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে মন্ত্রীর দপ্তরে দেখা করে এ অনুমতি চান।

তারা যুক্তি দেন, বেসরকারি উদ্যোক্তাদের মালিকানায় অনেক জমি রয়েছে। এগুলোতে বেসরকারি ইপিজেড স্থাপন করা গেলে শিল্পের উত্পাদন বাড়বে এবং অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এসময় শিল্পমন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্পের মালিকদের জন্য সরকার ইতোমধ্যেই মুন্সিগঞ্জের গড়ারিয়ায় পোশাকশিল্প পার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। বেসরকারি পর্যায়ে ইপিজেড প্রতিষ্ঠার প্রস্তাব পেলে সরকার তা বিবেচনা করে দেখবে বলেও তিনি আশ্বাস দেন।

৬. টানা হরতাল-অবরোধে বাংলাদেশের সিএনজি ফিলিং স্টেশন ও ওয়ার্কশপের ব্যবসা ৮০ শতাংশ কমেছে বলে দাবি করেছেন এ খাতের ব্যবসায়ীরা। তাঁদের দাবি, এর ফলে এ খাতের ওপর নির্ভরশীল প্রায় দুই লাখ পরিবার বিপাকে পড়েছে। গত শনিবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার অ্যাসোসিয়েশন 'অস্থির রাজনৈতিক অবস্থার অবসান চাই' শীর্ষক এ সাংবাদিক সম্মেলনে এ দাবি করে।

সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, দেশে ৫৯০টি সিএনজি স্টেশনে বিনিয়োগের পরিমাণ প্রায় তিন হাজার কোটি টাকা। এর দুই হাজার কোটি টাকাই ব্যাংক ঋণ। অবরোধের মধ্যে প্রতিদিন সিএনজি স্টেশনগুলোর প্রায় ১০ কোটি টাকা ক্ষতি হচ্ছে দাবি করে সংস্থার কর্মকর্তা পরিবেশবান্ধব সিএনজি খাতকে রক্ষায় দেশে শান্তিশৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

৭.পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী আহসান ইকবাল বলেছেন, খুব শিগগিরই চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ইসলামাবাদ সফরে আসবেন এবং তখন দু'দেশের মধ্যে ৪৫০০ কোটি ডলারের 'চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর' (সিপিইসি) প্রকল্পের যাত্রা শুরু হবে।

তিনি গতকাল (শুক্রবার) ইসলামাদে এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন। অবশ্য মন্ত্রী চীনা প্রেসিডেন্টের সফরের দিনক্ষণ সম্পর্কে কোনো মন্তব্য করেননি। সিপিইসি প্রকল্পের বিরোধিতাকারীদের সমালোচনা করে তিনি বলেন, এ প্রকল্প দু'দেশের ভাগ্যেরই ইতিবাচক পরিবর্তন ঘটাবে।

মন্ত্রী বলেন, এই প্রথম দু'দেশ বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সম্পর্কে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি অভিযোগ করেন, যেসব শক্তি পাকিস্তানকে একটি স্থিতিশীল অর্থনৈতিক শক্তি হিসেবে দেখতে চায় না, তারা এ প্রকল্পের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।

তিনি বলেন, সিপিইসি স্রেফ একটি সড়ক ও রেল প্রকল্প নয়, এটি জ্বালানি, অবকাঠামো ও বাণিজ্য সংশ্লিষ্ট একটি বহুমুখী সহযোগিতা পরিকল্পনা। তিনি আরো বলেন, গত ১৪ বছরে পাকিস্তানে কোনো উল্লেখযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়িত হয়নি। অথচ সিপিইসি'র মধ্যে ৩৪০০ কোটি ডলারের ১৬ হাজার মেগাওয়াটের একটি জ্বালানি প্রকল্পও অন্তর্ভুক্ত আছে।

৮.পাকিস্তান সরকার চলতি ২০১৪-১৫ অর্থবছরের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ১১৯ বিলিয়ন রুপি কমিয়ে ২.৬৯১ ট্রিলিয়ন রুপিতে পুনঃনির্ধারণ করেছে। শুক্রবার এক সরকারি সূত্রে বরাত দিয়ে ইংরেজি দৈনিক ডন এ তথ্য জানিয়েছে।

রিপোর্ট বলা হয়েছে, অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) ১৩৩৮.৯৪৬ বিলিয়ন রুপি রাজস্ব আদায় করেছে দেশটির ফেডারেল রাজস্ব বোর্ড (এফবিআর)। এখন পরিবর্তিত লক্ষ্যমাত্রা অর্জন করতে বোর্ডকে অর্থবছরের বাকি পাঁচ মাসে ১৩৫২.০৫২ বিলিয়ন রুপি রাজস্ব আদায় করতে হবে। গত অর্থবছরের একই সময়ে বোর্ড আদায় করতে পেরেছিল ১০৬৮.৯৭৮ বিলিয়ন রুপি।

৯. ভারতে আবারো কমলো পেট্রোল ও ডিজেলের দাম। শনিবার দেশের তেল সংস্থাগুলি পেট্রোলের দাম লিটার প্রতি ২.৪২ রুপিএবং ডিজেলেরদাম লিটারে ২.২৫ রুপি করে কমিয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গের কলকাতায় কর যোগ করে প্রতি লিটার পেট্রোলের দাম পড়বে ৬৪.৬০ রুপি করে। অন্যদিকে ডিজেলের দাম কমে দাঁড়াবে লিটার প্রতি ৫০.৯৯ টাকা।

উল্লেখ্য, ভারতে পেট্রোল ও ডিজেলের দাম এখন সরকারি নিয়ন্ত্রণমুক্ত। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিই দাম বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেয়।

১০. ভারতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত ৩০ জানুয়ারি ৩২,৭৮৮ কোটি ডলারে পৌঁছায়। দেশটির রিজার্ভ ব্যাঙ্ক এ তথ্য জানিয়েছে। রিজার্ভের ক্ষেত্রে এটি একটি রেকর্ড। এদিকে, দেশে ১৯৩৭ কোটি ডলার মূল্যের স্বর্ণের মজুত রয়েছে বলেও জানিয়েছে রিজার্ভ ব্যাংক।

(তথ্যসূত্র: প্রথম আলো, ইত্তেফাক, বিডিনিউজ, ডন ডটকম, আনন্দবাজার পত্রিকা, টাইমস্ অব ইন্ডিয়া, সিনহুয়া ইত্যাদি)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040