Web bengali.cri.cn   
দক্ষিণ এশিয়ার দেশগুলোর কয়েকটি অর্থনৈতিক সংবাদ ---২০১৫/৩/২৩
  2015-03-23 19:03:12  cri

১. বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ পাবলিক-প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি)-র মাধ্যমে দেশে বায়ো-টেকনোলজিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।

তিনি গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগিতায় বাংলাদেশ প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান সমিতির উদ্যোগে 'বায়োকেমিস্ট্রি, ইন্ডাস্ট্রি এন্ড সাসটেনেবল্ ইকোনমি' শীর্ষক দিনব্যাপী এক জাতীয় সম্মেলনে আরো বলেন, দারিদ্র্য বিমোচন, মাতৃ ও শিশুমৃত্যুর হার হ্রাস, নারীশিক্ষার হার বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি ও কৃষি উন্নয়নসহ সকল ক্ষেত্রে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর তুলনায় বিস্ময়কর অগ্রগতি লাভ করেছে। তিনি অভিযোগ করেন, শুধু রাজনৈতিক হানাহানি ও সহিংসতার কারণে দেশের ভবিষ্যৎহুমকিরমুখেপড়ছে।

মন্ত্রী আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণের জন্য সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম-আয়ের দেশে পরিণত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

২.বাংলাদেশের ৫০ লাখ গরীব মানুষের ভাগ্যোন্নয়নে ২০ কোটি ডলার সুদমুক্ত ঋণ দেবে বিশ্ব ব্যাংক। ১৮ মার্চ ওয়াশিংটনের প্রধান কার্যালয়ে সংস্থাটির পরিচালনা পর্ষদের সভায় এই ঋণ অনুমোদন দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ব ব্যাংক ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগের সোস্যাল ইনভেস্টমেন্ট প্রোগ্রাম প্রজেক্টের ধারাবাহিকতায় 'নতুন জীবন লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রকল্প' এর আওতায় ২১ জেলার দরিদ্রতম উপজেলায় বসবাসকারী গরীব জনগণকে এ ঋণ সহায়তার সুবিধা দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উন্নত জীবিকার সুযোগ সৃষ্টি এবং অংশীদারিত্বমূলক ব্যবসার সাহায্যে বাজারে প্রবেশের সুযোগ দেওয়ার মাধ্যমে এই প্রকল্প গ্রামীণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন ঘটাবে। প্রকল্পে ছোট ছোট গ্রামীণ অবকাঠমোর জন্যও অর্থায়ন করা হবে।সোস্যাল ইনভেস্টমেন্ট প্রোগ্রাম প্রজেক্ট-২ এর আওতায় প্রকল্পটি বাস্তবায়িত হবে।সোস্যাল ইনভেস্টমেন্ট প্রোগ্রাম প্রজেক্ট-১ এর সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয় পর‌্যায়ের এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে।

২০০৩ সালে পাইলট প্রজেক্ট হিসেবে দুটি জেলায় এর কার‌্যক্রম শুরু করা হয়েছিল। পরে তা আরও ১৪ জেলায় সম্প্রসারিত হয়।

৩.বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি কলকাতা বন্দরে দেশীয় জাহাজে প্রথমবার কনটেইনার পরিবহন শুরু হয়েছে। দেশীয় প্রতিষ্ঠান প্রান্তিক মেরিন 'এমভি রোদেলা' নামের ছোট আকারের একটি জাহাজে কনটেইনার পরিবহনের এ উদ্যোগ নিয়েছে।

সমুদ্র পরিবহন অধিদপ্তর সূত্রে জানা গেছে, এমভি রোদেলা জাহাজটি দিয়ে পরীক্ষামূলকভাবে ভারতের সঙ্গে উপকূল ঘেঁষে জাহাজ চলাচলের জন্য প্রক্রিয়া শুরু করা হয়েছিল। এ জন্য ভারত থেকে অনুমতির জন্য চিঠিও পাঠানো হয়েছিল। তবে ভারতের দিক থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে প্রান্তিক মেরিন নিজ উদ্যোগে কনটেইনার পরিবহন শুরু করে।

৪.২০২১ সালে পোশাক খাতের রপ্তানি আয় ৫০০০ কোটি ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ। এজন্য বর্তমান উত্পাদনক্ষমতা দ্বিগুণ করতে হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। তারা আরও জানিয়েছেন, বিগত দশ বছরে দেশে তুলার চাহিদাও দ্বিগুণ হয়েছে, বেড়েছে বস্ত্র উত্পাদন।

শুক্রবার রাজধানী ঢাকার একটি হোটেলে দুই দিনব্যাপী 'গ্লোবাল কটন সামিট বাংলাদেশ-২০১৫' এ সব তথ্য জানান উদ্যোক্তারা। বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন (বিসিএ) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিমএ) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তরা বলেন, গত বছর ২০১৪ সালে দেশে ৫৫ লাখ বেল তুলা আমদানি হয়েছে, যা ২০০৫ সালে ছিলো ৩০ লাখ বেল। আন্তর্জাতিক বাজারে বর্তমানে তুলার দাম কম থাকলেও মাঝে মাঝে এর মূল্য অনেক বেশি উঠা-নামা করে। সেইসাথে কিছু দেশ তুলা রপ্তানিতে বিধি-নিষেধ আরোপ করে থাকে। একই সাথে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য পরিবহন খরচ হ্রাস করা, অবকাঠামোর উন্নয়নেরও তাগিদ দেন তারা।

সম্মেলনে বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক বলেন, বাংলাদেশ যে পরিমাণ তুলা উত্পাদন করে তা চাহিদার তুলনায় অনেক কম। তাই চাহিদার প্রায় ৯০ ভাগ তুলা বিদেশ থেকে আমদানি করতে হয়।

সম্মেলনে ২০টি দেশের স্পিনিং উপখাত ও তুলা ক্রয়-বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের প্রতিনিধি অংশ নেন।

৫. বরিশালের আগৈলঝাড়ায় ৩৫৬ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠছে 'ইকোনোমিক জোন'। এতে ব্যাপক কর্মসংস্থানের মাধ্যমে বদলে যাবে এতদঞ্চলের অর্থনৈতিক চিত্র। জোনে উত্পাদিতপণ্যদেশেরচাহিদামেটানোরপাশাপাশিবিদেশেওরপ্তানিকরাসম্ভবহবে।আগৈলঝাড়াউপজেলায়৩শ' একর জমিতে এটি তৈরি করা হবে।

বাংলাদেশের গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কতৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ড সভায় বরিশালে ইকোনোমিক জোন করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এজন্য আগৈলঝাড়ায় জমি অধিগ্রহণে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ। চলতি বছরের মধ্যেই জমি অধিগ্রহণ ও সমীক্ষা শেষে জোন গঠনের কাজ শুরু হবে।

৬. ভারতেখুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার কিছুটা বাড়লেও, পাইকারি বাজারে ক্রমাগত কমছে। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুসারে, ফেব্রুয়ারিতেও পাইকারি মূল্য সূচকের ভিত্তিতে হিসাব করা সার্বিক মূল্যবৃদ্ধির হার শূন্যের নীচে নেমেহয়েছে (-)২.০৬%। এই নিয়ে টানা ৪ মাস তা শূন্যের নীচেই রইল। তবে আগে ফেব্রুয়ারির মতো এতটা নামেনি। ফলে এরই মধ্যে রিজার্ভ ব্যাঙ্কের কাছে আবারও সুদ কমানোর আবেদন জানিয়েছে শিল্পমহল।

পরিসংখ্যান অনুসারে, পাইকারি বাজারে জ্বালানি, কল-কারখানায় উত্পাদিত পণ্য ও সব্জি, ফল, দুধের মতো কিছু খাদ্যসামগ্রী আরও সস্তা হওয়াতেই এতটা কমেছে সার্বিক মূল্যবৃদ্ধির হার।

এদিকে, সার্বিক মূল্যবৃদ্ধি এতটা নামায় সুদ কমানোর পক্ষে সোচ্চার হয়েছে ভারতের শিল্পমহল। অ্যাসোচ্যাম, ফিকি, সিআইআইয়ের মতো বণিকসভার কর্তারা একবাক্যে বলছেন, মূল্যবৃদ্ধি এতটা কমার কারণ চাহিদায় ঘাটতি। তা মেটাতে সুদ কমানো এবং সহজে ঋণ পাওয়ার বন্দোবস্ত করাকেই এখন কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্কের অগ্রাধিকার দেওয়া উচিত।

৭.যেসব ভারতীয় ব্রিটেনে ছ'মাসের বেশি থাকবেন, তাঁরা সে দেশের জাতীয় স্বাস্থ্য পরিষেবার সুবিধা নিতে চাইলে দিতে হবে সারচার্জ। গত শুক্রবার কলকাতায় ব্রিটিশ ডেপুটি হাইকমিশন জানিয়েছে, ইউরোপীয় আর্থিক অঞ্চলের বাইরে ভারত-সহ যে কোনও দেশের নাগরিকদের জন্যই৬ এপ্রিল থেকে ওই নয়া স্বাস্থ্য সারচার্জ চালু হচ্ছে। সাধারণ মানুষদের লাগবে বছরে ২০০ পাউন্ড আর শিক্ষার্থীদের ১৫০ পাউন্ড। ভিসার আবেদনপত্র জমার সময়ই তা দিতে হবে। তবে পর্যটন ভিসায় সে দেশে গেলে ওই স্বাস্থ্য সারচার্জ লাগবে না।

৮.ভারতীয় সংস্থা গ্লেনমার্ক ফার্মাকে ডায়াবেটিসের দু'টি ওষুধ তৈরি ও বিক্রি বন্ধ রাখতে আদেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। সংস্থাটির বিরুদ্ধে পেটেন্ট আইন ভাঙার অভিযোগ এনেছে মার্কিন ওষুধ সংস্থা মার্ক শার্প অ্যান্ড দোম। অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারির পাশাপাশি আদালত বলেছে, দুই সংস্থার ওষুধের দামেও তেমন ফারাক নেই, যা থেকে গ্লেনমার্ক দাবি করতে পারে যে তা অনেক বেশি মানুষের কাছে পৌঁছানোর কথা ভেবে তৈরি করা হয়েছে। তবে যে সব ওষুধ ডিস্ট্রিবিউটর বা বিক্রেতার কাছে আছে, তা বিক্রির অনুমতি দিয়েছে বেঞ্চ।

৯. পাকিস্তানে টেক্সটাইল ও পোশাক রপ্তানি কমেছে। গত ফেব্রুয়ারিতে দেশটির এ খাতে রপ্তানি আয় ছিল ১০৯ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২.৯১ শতাংশ কম। গত শুক্রবার দেশটির পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত উপাত্ত থেকে এ তথ্য জানা গেছে।

অবশ্য, জুলাই-ফেব্রুয়ারি সময়কালে এ খাতে রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ০.৪৭ শতাংশ বেড়েছে।

১০. শ্রীলংকার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে অর্জুনা মাহেন্দ্রনের নিয়োগকে প্রশ্নবিদ্ধ করেছেন সংসদে বিরোধী দলীয় নেতা নির্মল সিরিপালা ডি সিলভা। গত শুক্রবারের অধিবেশনে তিনি বলেন, জনাব অর্জুনা সিঙ্গাপুরের নাগরিক এবং সিঙ্গাপুরের নাগরিকরা ডুয়েল সিটিজেনশিপ পেতে পারেন না। তাহলে কিসের ভিত্তিতে তিনি শ্রীলংকায় এসে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হলেন? জনাব অর্জুনা ওয়ার্ক পারমিট নিয়ে এসেছেন, নাকি ট্যুরিস্ট ভিসায় এসেছেন, জানতে চেয়েছেন বিরোধী দলের এই নেতা।

(তথ্যসূত্র: প্রথম আলো, ইত্তেফাক, বিডিনিউজ, আনন্দবাজার পত্রিকা, সিনহুয়া, কলম্বো পেইজ, ডন ডটকম, টাইমস অব ইন্ডিয়া ইত্যাদি)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040