Web bengali.cri.cn   
দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক খবর ---২০১৪/৬/৩০
  2014-06-30 17:35:32  cri

১. বাংলাদেশে নতুন অর্থবছরের বাজেট পাস

বাংলাদেশে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট পাস হয়েছে। গত ৫ জুন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের পেশ করা বাজেটের ওপর ৬০ ঘণ্টা আলোচনার পর, রোববার জাতীয় সংসদে তা পাস হয়। দুই লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকার বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ৮২ হাজার ৯৫৪ কোটি টাকা। ফলে বাজেটে সামগ্রিক ঘাটতি ৬১ হাজার ৩৪৬ কোটি টাকা, যা মোট দেশজ উত্পাদনের ৪.৫ শতাংশ। তবে, অনুদান বাদ দিলে ঘাটতি গিয়ে দাঁড়াবে ৬৭ হাজার ৫৫২ কোটি টাকায়। প্রস্তাবিত বাজেটে ৬ হাজার ২০৬ কোটি টাকা অনুদান পাওয়া যাবে বলে ধরা হয়েছে। বাংলাদেশে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে নতুন অর্থবছর।

২. বাংলাদেশে কালো টাকা সাদা করার বিধানের প্রতিবাদ জানালো টিআইবি

এদিকে, আবাসন খাতে বিনিয়োগের মাধ্যমে কালো টাকা বৈধ করার সুযোগ দেয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংস্থাটি এই বিধান বাতিলেরও আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, "কালো টাকা সাদা করার অনৈতিক বিধান অব্যাহত থাকায় সরকারের নীতিকাঠামো দুর্নীতির হাতে জিম্মি হয়ে পড়েছে বলে স্পষ্টভাবে প্রতীয়মান হয়।" কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখাকে 'হতাশাব্যঞ্জক' ও 'বিব্রতকর' বলেও আখ্যায়িত করেছে এই দুর্নীতিবিরোধী সংস্থাটি।

টিআইবির দাবি, কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া সংবিধানের সাথে সাংঘর্ষিক ও সরকারঘোষিত 'দুর্নীতির বিরুদ্ধে আপোসহীন মনোভাব'-এর পরিপন্থী। কালো টাকা বৈধ করার সুযোগ রাজস্ব আদায় ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে কখনো উল্লেখযোগ্য অবদান রাখতে পারেনি বলেও বিবৃতিতে দাবি করা হয়। উল্লেখ্য, আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগসহ কয়েকটি সংশোধনী এনে শনিবার জাতীয় সংসদে অর্থবিল-২০১৪ পাস হয়।

৩. ৪৯টি দেশ বাংলাদেশি পণ্যকে শুল্কমুক্ত বাজারসুবিধা দিচ্ছে

বর্তমানে বিশ্বের ৪৯টি দেশ বাংলাদেশি পণ্যকে শুল্কমুক্ত বাজারসুবিধা দিচ্ছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জাতীয় সংসদে রোববার এ তথ্য দিয়েছেন। সংসদে সরকারি দলের পিনু খানের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী আরো জানান, শুল্কমুক্ত সুবিধাদানকারী দেশগুলোর মধ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮টি দেশসহ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, জাপান, তুরস্ক ও কানাডা রয়েছে। এর বাইরে রাশিয়া ও বেলারুশ ৭১টি পণ্যে তাদের জিএসপি আওতায় বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে।

অন্যদিকে দক্ষিণ কোরিয়া প্রেফারেন্সিয়াল ট্যারিফ ফর লিস্ট ডেভেলপড কান্ট্রিজের আওতায় চার হাজার ৮২০টি পণ্যে সব স্বল্পোন্নত দেশকে শুল্কমুক্ত সুবিধা দিয়ে থাকে। একইভাবে চীন 'ডিউটি ফ্রি ট্রিটমেন্ট গ্র্যান্টেড বাই চায়না'র আওতায় চার হাজার ৭৮৮টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে। ফলে এ দুই দেশে বাংলাদেশের রপ্তানিযোগ্য প্রায় সব পণ্যই শুল্কমুক্ত বাজারসুবিধা পাচ্ছে।

আঞ্চলিক বাণিজ্য জোটের আওতায় বাংলাদেশি পণ্য কিছু শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে বলেও জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি জানান, দক্ষিণ এশিয়ায় ভারত 'সাফটা'র আওতায় মাদক ও তামাক ছাড়া সব পণ্যে বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে। আর 'সাফটা'র আওতায় সার্কভুক্ত অন্য দেশগুলো (আফগানিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, পাকিস্তান ও মালদ্বীপ) বিভিন্ন পণ্যে বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দিয়ে থাকে। এ ছাড়া, মালয়েশিয়া ২৯৭টি পণ্যে ও বিমসটেকের আওতায় থাইল্যান্ড ২৯৯টি পণ্যে এ সুবিধা দিয়েছে।

এদিকে, বাংলাদেশি পণ্যের একক বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র বাংলাদেশি কোনো পণ্যকে শুল্কমুক্ত বাজারসুবিধা দেয়নি। বাংলাদেশি পণ্য গড়ে সর্বোচ্চ সাড়ে ১৫ শতাংশ হারে শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করে থাকে।

৪. বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিসিকের ৩৮৩ কোটি টাকার প্রকল্প

ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে ৩৮২ কোটি ৯০ লাখ টাকার প্রকল্প গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন দেবে ৩৫০ কোটি ৫৯ লাখ টাকা। বাকি ৩২ কোটি ৩১ লাখ টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে।

প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রম বেগবান করে দারিদ্র্য দূর করা। এ ছাড়াও প্রকল্পের অধীনে গৃহস্থালির আয় বৃদ্ধি এবং সামাজিক কল্যাণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। 'পোভার্টি রিডাকশন থ্রো ইনক্লুসিভ অ্যান্ড সাসটেইনেবল মার্কেট (পিআরআইএসএম)' শীর্ষক এই প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত।

৫. বাংলাদেশের রাজধানীতে যাকাত মেলা

বাংলাদেশের রাজধানী ঢাকায় গত শুক্র ও শনিবার অনুষ্ঠিত হয় 'যাকাত মেলা'। রাজধানী ঢাকার গুলশানের ন্যাশনাল শুটিং ক্লাবে আয়োজিত এই মেলায় যাকাতসংশ্লিষ্ট দেশি-বিদেশি ২৭টি প্রতিষ্ঠান অংশ নেয়। যাকাত দিতে মুসলমানদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট, মুসলিম এইড, এক্সিম ব্যাংক, ইসলামিক রিফিফ ও সোসাইটি ফর সোস্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল সাপোর্ট (এসএসটিএস) যৌথভাবে ওই মেলার আয়োজন করে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, বিত্তবানরা স্বতঃস্ফূর্তভাবে যাকাত দিলে দেশে দারিদ্র্যের হার দ্রুত কমে আসবে। অনুষ্ঠানে বাংলাদেশে কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমেদ ইব্রাহিম আল দুফেয়ারি বলেন, "যাকাত দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে সম্পদের সুষম বন্টন হয়।'

৬. ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়বে

ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ২০১৮ সাল নাগাদ এক হাজার কোটি ডলারে উন্নীত হতে পারে। ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ (সিআইআই) সম্প্রতি এ পূর্বাভাস দিয়েছে। দু'দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ভারতের অনুকূলে থাকায়, প্রতিষ্ঠানটি উদ্বেগও প্রকাশ করেছে। বর্তমানে দু'দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৬৬০ কোটি ডলার। ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশ ভারত থেকে ৬১০ কোটি ডলারের পণ্য আমদানি করেছে। বিপরীতে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে ৪৬ কোটি ২০ লাখ ডলারের পণ্য। ফলে দ্বিপক্ষীয় বাণিজ্যে ঘাটতি ৫৫০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।

ভারত বাংলাদেশে প্রধানত তুলা, চিনি, খাদ্যশস্য, গাড়ি, কাপড়, মাছ, খনিজ জ্বালানি, লবণ ও সিমেন্ট রপ্তানি করে থাকে। অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে প্রধানত কাঁচা পাট ও পাটপণ্য, হিমায়িত খাদ্য, কৃষিপণ্য, রাসায়নিক পণ্য, চামড়া, নিট ও ওভেন পোশাক এবং চা রপ্তানি হয়৷

এদিকে, বাংলাদেশে স্বাধীনতার পর থেকে ভারতীয় মোট বিনিয়োগ ২০১৩ সাল শেষে ২৫০ কোটি ডলারে উপনীত হয়েছে৷ এর মধ্যে গত বছর এসেছে দুই কোটি ৮৪ লাখ ডলার।

৭. নেপালের বাজেট পরিকল্পনা

রোববার সংসদে সরকারের বাজেট পরিকল্পনা পেশ করেছেন নেপালের প্রেসিডেন্ট ড. রাম বরন ইয়াদব। পরিকল্পনায় কৃষিখাতের আধুনিকায়ন এবং জ্বালানি সংকট নিরসনের বিষয়গুলো সবচে বেশি গুরুত্ব পেয়েছে। বাজেট পরিকল্পনায় নেপালকে ২০২২ সালের মধ্যে স্বল্পন্নোত দেশের কাতার থেকে উপরে তোলার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর কথা বলা হয়েছে।

পরিকল্পনায় আরো বলা হয়েছে: রাসায়নিক সারের কুফল কমিয়ে আনতে অর্গানিক চাষের ওপর জোর দেওয়া হবে; মত্স্য ও মাংস খাতে বিনিয়োগকারীদের বিশেষ সুযোগ-সুবিধা ও ঋণ দেওয়া হবে; পেট্রোলিয়াম জাতীয় পদার্থের আমদানি ও সরবরাহ খাতে বেসরকারি উদ্যোগকে উত্সাহিত করা হবে; চলমান পানি-বিদ্যুত প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করা হবে ইত্যাদি। পরিকল্পনায় আগামী তিন বছরের মধ্যে নেপালের প্রতিটি পরিবারের জন্য টয়লেট, খাবার পানি ও ধোঁয়ামুক্ত রান্নাঘর সুবিধা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। উল্লেখ্য, জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে নেপালের সংসদে বাজেট উত্থাপন করা হতে পারে। .

৮. শ্রীলঙ্কায় বাণিজ্য-ঘাটতি কমেছে

এপ্রিলে শ্রীলঙ্কার বাণিজ্য-ঘাটতি গতবছরের একই সময়ের তুলনায় ১৭.৭ শতাংশ কমেছে। চলতি বছরের প্রথম চার মাসের মোট বাণিজ্য-ঘাটতিও, গত বছরের একই সময়কালের তুলনায় কমেছে ১২.১ শতাংশ। এসময় রপ্তানি বেড়েছে ১৬.৯ শতাংশ হারে এবং আমদানিও বেড়েছে ২.৬ শতাংশ হারে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, এপ্রিলে কৃষিপণ্য ও চায়ের ক্ষেত্রে রপ্তানি আয় গতবছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে এসময় রাবার খাতে রপ্তানি আয় কমেছে।

(আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040