Web bengali.cri.cn   
দক্ষিণ এশিয়ার দেশগুলোর কয়েকটি অর্থনৈতিক সংবাদ -- ২০১৪/৬/৯
  2014-06-09 19:58:11  cri

১. বাংলাদেশে পুজিবাজারে বিনিয়োগকারীদের লাভের ওপর কর আরোপের প্রস্তাব; ব্যবসায়ীদের সমালোচনা

বাংলাদেশে ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের অর্জিত বার্ষিক মুনাফার ওপর ৩ শতাংশ থেকে ৫ শতাংশ হারে কর আরোপের যে প্রস্তাব করা হয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে তার সমালোচনা করা হয়েছে। তাদের দাবি, এতে শেয়ারবাজারে বিনিয়োগ নিরুত্সাহিত হবে এবং এ ধরনের কর আদায়ের ক্ষেত্রেও দেখা দেবে পদ্ধতিগত জটিলতা। এদিকে, বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী বলেছেন, ২০১০-১১ সালে পুঁজিবাজারে ভয়াবহ ধসের পর বিনিয়োগকারীদের অনেকে এখনো ক্ষতির বোঝা বইছেন। এ অবস্থায় তাদের ওপর কর আরোপ করা ঠিক হবে না। উল্লেখ্য, প্রস্তাবিত বাজেট অনুসারে, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বার্ষিক অর্জিত মুনাফা ১০ লাখ টাকা হলে ৩ শতাংশ হারে এবং ২০ লাখ টাকা বা তার ওপরে হলে ৫ শতাংশ হারে কর দিতে হবে।

২. বাজেট ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উত্স থেকে বেশি ঋণ নেবেন না: বাংলাদেশি ব্যবসায়ীদের আহ্বান

এদিকে, প্রস্তাবিত বাজেটে ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উত্স থেকে ঋণ নেওয়ার সিদ্ধান্তেরও সমালোচনা করেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-র পর্যালোচনায় বলা হয়েছে, ব্যাংক থেকে সরকারের বেশি ঋণ নেওয়ার ফলে বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে যেতে পারে এবং সেক্ষেত্রে ব্যবসায়ীরা বিনিয়োগ করার মতো পর্যাপ্ত অর্থ ব্যাংক থেকে পাবেন না। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজও (বিসিআই) মোটামুটি একই অভিমত প্রকাশ করে বলেছে, ঘাটতি মেটাতে ব্যাংকঋণের ওপর নির্ভরতা ব্যবসায়ীদের নতুন শিল্প প্রতিষ্ঠায় নিরুত্সাহিত করতে পারে। তাই দেশীয় ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ যৌক্তিক হারে কমানোর দাবি জানানো হয়েছে এসব ব্যবসায়ী প্রতিষ্ঠানের পক্ষ থেকে। উল্লেখ্য, ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সার্বিক বাজেট-ঘাটতি ৬৭ হাজার ৫৫২ কোটি টাকা। এ ঘাটতি মেটাতে সরকার অভ্যন্তরীণ উত্স থেকে ঋণ নেবে মোট ৪৩ হাজার ২৭৭ কোটি টাকা। এর মধ্যে দেশীয় ব্যাংকব্যবস্থা থেকেই নিতে হবে ৩১ হাজার ২২১ কোটি টাকা। ২০১৩-১৪ অর্থবছরের বাজেট-ঘাটতি মেটাতে দেশীয় ব্যাংক-ব্যবস্থা থেকে ২৫ হাজার ৯৯৩ কোটি টাকার ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছিল সরকার।

৩. ভারতে বৈদেশিক মুদ্রার মজুত কমেছে

ভারতে বৈদেশিক মুদ্রার মজুত আবারো কমেছে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার উপাত্ত অনুসারে, মে মাসের শেষ সপ্তাহান্তে এসে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় ৩১,২৩৮ কোটি মার্কিন ডলার, যা আগের সপ্তাহের তুলনায় ২৭ কোটি ৩৮ লাখ মার্কিন ডলার কম। এ নিয়ে গত ছয় সপ্তাহে পরপর দু'সপ্তাহ দেশটির বৈদেশিক মুদ্রার মজুত কমলো। ১৬ মে শেষ হওয়া সপ্তাহে ১০৯ কোটি ডলার মজুত বাড়ার পর, ২৩ মে শেষ হওয়া সপ্তাহে মজুত কমেছিল ২২৬ কোটি মার্কিন ডলার। ১৬ মে শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছিল ৩১,৪৯২ কোটি মার্কিন ডলারে।

৪. ছোট ও মাঝারি শিল্পে পুরনো নিয়ম বাতিলের চিন্তা করছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার

ছোট ও মাঝারি শিল্পে বিদ্যমান অযৌক্তিক ও অচল নিয়ম চিহ্নিত করে তা বাতিল করার জন্য উপদেষ্টা নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকারের ছোট ও মাঝারি শিল্প দফতর। শুক্রবার এমসিসি চেম্বার অব কমার্সে এক আলোচনায় সংশ্লিষ্ট দফতরের সচিব রাজীব সিংহ জানান, ছোট ও মাঝারি শিল্পের নিয়মকানুন দীর্ঘ দিনের পুরনো। এ সব আইন বা সরকারি নিয়ম বদলানো জরুরি কি না, খতিয়ে দেখা হবে। মাস খানেকের মধ্যেই এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তিনি আরো জানান, নিযুক্ত হওয়ার পর ৯০ দিনের মধ্যে দফতরকে রিপোর্ট দেবে উপদেষ্টা সংস্থা। এ ছাড়া, প্রশাসনিক ব্যবস্থায় গতি আনতে আরোকিছু পরিকল্পনাও গ্রহণ করেছে দফতর। যেমন, ছোট-মাঝারি শিল্পোদ্যোগকে উত্সাহ দিতে প্রতি জেলার শিল্পকেন্দ্রে আলাদা ব্যবস্থা থাকবে এবং বিভিন্ন সরকারি ছাড়পত্র সংগ্রহ করার ক্ষেত্রে ব্যবসায়ীদের 'ওয়ানস্টপ' সার্ভিস দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

৫. স্মার্টফোনের স্থানীয় উত্পাদকদের বিশেষ সুবিধা দেবে সরকার: পাক অর্থমন্ত্রী

পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, আগামী তিন বছর স্মার্টফোন ও আইটি সংশ্লিষ্ট খাতের স্থানীয় উত্পাদকদের বিশেষ সুযোগ-সুবিধা দেবে সরকার। একদল চীনা বিনিয়োগকারীর সঙ্গে শুক্রবার ইসলামাবাদে বৈঠককালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি খাতে সরাসরি বিদেশি বিনিয়োগ আগামী পাঁচ বছর বিশেষ কর্পোরেট ট্যাক্স সুবিধা পাবে, যদি সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা তাদের প্রকল্পের কাজ আগামী তিন বছরের মধ্যে শেষ করতে পারে। বাজেটে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধার যে প্রস্তাব রাখা হয়েছে পাক অর্থমন্ত্রী সে বিষয়টিও উল্লেখ করেন। বৈঠকে চীনা বিনিয়োগকারী প্রতিনিধিদলের প্রধান এবং চাইনিজ মোবাইল কোম্পানিজ এসোসিয়েশানের মহাসচিব লৌ ফেইতা (Lou Peide) জানান, তারা পাকিস্তানের অভ্যন্তরীণ বাজার যাচাই করতে এসেছেন। তিনি বলেন, পাকিস্তানের বাজার থ্রি-জি ও ফোর-জি প্রযুক্তিসম্পন্ন স্মার্টফোনের উত্পাদকদের জন্য একটি চমত্কার জায়গা। পাকিস্তানে স্মার্টফোন উত্পাদনকেন্দ্র স্থাপনে তাদের আগ্রহের কথাও তুলে ধরেন তিনি। উল্লেখ্য, বিশ্বের স্মার্টফোনের বাজারের ৮০ শতাংশই চীনা কোম্পানিগুলোর দখলে।

৬. পাকিস্তানে নতুন তেলক্ষেত্র

পাকিস্তানের পাঞ্জাবের ঝেলামে একটি বিশাল তেলক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। 'মারি পেট্রোলিয়াম কোম্পানি' সম্প্রতি জানিয়েছে, 'ঘুরি এক্স-ওয়ান' কূপে এ তেল পাওয়া গেছে। এখান থেকে প্রতিদিন গড়ে ৫৫০০ ব্যারেল তেল উত্পাদিত হবে বলে আশা করা হচ্ছে। চলতি মাস শেষ হবার আগেই এই কূপ থেকে তেল উত্তোলন শুরু হবে বলেও কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। ৩৮০০ মিটার গভীর কূপটিতে আনুমানিক ২ কোটি ২০ লাখ ব্যারেল তেলের মজুত আছে। জানা গেছে, এ কূপ থেকে উত্পাদিত অশোধিত তেল রাওয়ালপিন্ডির কাছাকাছি অবস্থিত 'অ্যাটক রিফাইনারি'-তে পাঠানো শুরু হবে চলতি মাসের শেষ দিকে।

৬. মিয়ানমার-দক্ষিণ কোরিয়া অর্থনৈতিক সহযোগিতা চুক্তি

অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে মিয়ানমার ও দক্ষিণ কোরিয়া একটি দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে। গত বৃহস্পতিবার মিয়ানমারের রাজধানী নেই পি দোতে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইয়ুন বায়ুং-সের রাষ্ট্রীয় সফরের সময় এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ ছাড়া, এদিন মিয়ানমারে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনসহ প্রযুক্তি সহযোগিতা বিষয়ে দু'দেশের মধ্যে একটি খসড়া সমঝোতা স্মারকও অনুমোদন করে মিয়ানমার সরকার। উল্লেখ্য, সরকারি উপাত্ত অনুসারে, ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত মিয়ানমারে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ ৩০৫ কোটি মার্কিন ডলারে পৌঁছায়। অন্যদিকে, ২০১৩ সালে দু'দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ১৭৬ কোটি মার্কিন ডলার। এর মধ্যে দক্ষিণ কোরিয়ায় মিয়ানমার রপ্তানি করেছে প্রায় ৫৬ কোটি মার্কিন ডলারের পণ্য এবং কোরিয়া থেকে আমদানি করেছে ১২১ কোটি ডলারের পণ্য।

৭. নেপাল চীনের কাছ থেকে আরো ছয়টি যাত্রীবাহী বিমান সংগ্রহ করবে

নেপাল চীনের কাছ থেকে আরো ছয়টি যাত্রীবাহী বিমান সংগ্রহ করবে। নেপাল এয়ারলাইন্স কর্পোরেশানের বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার কর্পোরেশানের মুখপাত্র রাম হরি শর্মা সিনহুয়াকে এ তথ্য জানান। তিনি জানান, বেসামরিক বিমান চলাচল মন্ত্রী ভিম আচারিয়া এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছেন। তিনি আরো জানান, বিমানগুলো নেপাল চীনের কাছ থেকে অনুদান হিসেবে নেবে, নাকি সহজশর্তে ঋণ হিসেবে নেবে, সে ব্যাপারে মন্ত্রণালয় শিগগিরই সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল নেপাল সরকার প্রথমবারের মতো চীনে তৈরি ৫৮ আসনের একটি এমএ৬০ বিমান সংগ্রহ করে। এর আগে গত ২৮ ডিসেম্বর নেপাল সরকার চীনের কাছ থেকে সহজ শর্তে ঋণ হিসেবে ৬টি যাত্রীবাহী বিমান সংগ্রহের জন্য পেইচিংয়ে সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। নেপাল এয়ারলাইন্স কর্পোরেশানের মুখপাত্র জানিয়েছেন, বাকি পাঁচটি বিমান চলতি বছরের মধ্যেই পাওয়া যাবে।

৮. নেপালে পরিবেশ-বান্ধব প্রযুক্তি মেলা

গত শনিবার নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে শেষ হয় পরিবেশ-বান্ধব প্রযুক্তির মেলা। 'নেপালি টাইমস ইকোফেয়ার, ২০১৪' শীর্ষক তিনদিনের এই মেলায় মোট স্টল ছিল ৭০টি। মেলায় পরিবেশ-বান্ধব সোলার-পাওয়ার, অর্গানিক কৃষি, বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবহারসহ বিভিন্ন প্রযুক্তির প্রদর্শনী হয়। শুক্রবার শুরু হওয়া মেলায় দর্শনার্থীর সংখ্যা ছিল আনুমানিক ৯০ হাজার।

(আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040