Web bengali.cri.cn   
দক্ষিণ এশিয়ার দেশগুলোর কিছু অর্থনৈতিক সংবাদ--২০১৪/৬/২
  2014-06-02 19:24:58  cri

১. আন্তর্জাতিক বাজারে অধিকাংশ খাদ্যদ্রব্যের দাম বেড়েছে

আন্তর্জাতিক বাজারে আবারও গম, ভুট্টা, চিনি, সয়াবিন ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বেড়েছে। তবে চালের দাম কমেছে ১২ শতাংশ। বিশ্বব্যাংক জানিয়েছে,

চলতি বছরের প্রথম চার মাস অর্থাত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বিশ্ববাজারে সার্বিকভাবে খাদ্যপণ্যের দাম আগের চার মাসের চেয়ে ৪ শতাংশ বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে গম ও ভুট্টার দাম। এই দুটি পণ্যের মূল্য যথাক্রমে ১৮ ও ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশ্বের সবচেয়ে জনবহুল ও দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে চাহিদা বৃদ্ধি, শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উত্পাদনকারী যুক্তরাষ্ট্রে খরা পরিস্থিতি ও ইউক্রেন সংকটের কারণেই মূলত অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে বলে জানায় সংস্থাটি।

পাশাপাশি চলতি ২০১৪ সালে বিশ্বে খাদ্যপণ্যের রেকর্ড পরিমাণ উত্পাদন ও মজুত হবে বলেও আশা প্রকাশ করেছে বিশ্বব্যাংক।

এদিকে জাতিসংঘও গত মাসে জানিয়েছে যে, গত মার্চে বিশ্বে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বেড়ে ১০ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। এই সংস্থাও তখন বলেছিল যে, খাদ্যপণ্য উত্পাদনকারী প্রধান দেশগুলোতে বৈরী আবহাওয়া ও ইউক্রেন সংকটের কারণেই মূলত দাম বেড়েছে।

এ ছাড়া, জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা তাদের মার্চ মাসের খাদ্যসূচকেও গত বছরের মে মাসের পর থেকে খাদ্যপণ্যের দাম ২ দশমিক ৩ শতাংশ বৃদ্ধির কথা উল্লেখ করেছে।

২. বাংলাদেশে আগামী বছর জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.২৫ শতাশ: আইএমএফ

২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উত্পাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার ৬ দশমিক ২৫ শতাংশ হবে বলে অনুমান করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সম্প্রতি সম্প্রসারিত ঋণসুবিধা (ইসিএফ) কর্মসূচির আওতায় বাংলাদেশকে ১৪ কোটি ৯ লাখ মার্কিন ডলার ছাড়ের অনুমোদনের বিষয়টি তুলে ধরে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে প্রবৃদ্ধির এই পূর্বাভাস তুলে ধরা হয়েছে। আইএমএফ ২০১২ সালের ১১ এপ্রিল ইসিএফ কর্মসূচির অধীনে বাংলাদেশের জন্য তিন বছর মেয়াদে মোট ৯৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলার প্রদানের বিষয়টি অনুমোদন দেয়। সেই ধারাবাহিকতায় পঞ্চম কিস্তিতে এই ১৪ কোটি ৯ লাখ ডলার ছাড় করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আইএমএফ বলেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারি সাধারণ নির্বাচন সামনে রেখে অস্থিতিশীলতায় অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হয়েছে। তার পরও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে, জিডিপির তুলনায় সরকারি ঋণ কমেছে ও মূল্যস্ফীতি কিছুটা সহনীয় হয়েছে৷

বাংলাদেশে জিডিপিতে করের অংশ বিশ্বের মধ্যে অন্যতম নিম্ন পর্যায়ে উল্লেখ করে আইএমএফ বলছে, উন্নয়ন ব্যয় মেটানোর জন্য রাজস্ব আদায় বাড়ানো যেমন জরুরি, তেমনি কর ছাড়ের জন্য চাপ রোধ করাও প্রয়োজন। এই অবস্থায় কর প্রশাসনে অধিকতর সংস্কার সাধন ও নতুন মূল্য সংযোজন কর আইন বাস্তবায়ন অন্যতম অগ্রাধিকার হবে বলে মনে করে আইএমএফ।

৩. বেসরকারি খাতে ১৭ কোটি ডলারের বিদেশি ঋণ অনুমোদন করেছে বাংলাদেশ সরকার

বিদেশি উত্স থেকে ১৭ কোটি ডলারের ঋণ নেয়ার অনুমোদন পেয়েছে বাংলাদেশের বেসরকারি খাতের ১৩টি প্রতিষ্ঠান। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে বিদেশি ঋণ অনুমোদন সংক্রান্ত কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়। অনুমোদিত ঋণের মধ্যে ১০ কোটি ডলারই মোবাইল অপারেটর এয়ারটেলের।

বিদ্যুত খাতের সামিট মেঘনাঘাট পাওয়ার কোম্পানি লিমিটেডের ২ কোটি ৫০ লাখ ডলার, মাওনা ফ্যাশনস লিমিটেডের এক কোটি ৪০ লাখ ডলার, ইন্টারন্যাশনাল ট্রেডিং সার্ভিসেসের ৫০ লাখ ডলার, স্ট্যান্ডার্ড স্টিচেজস লিমিটেডের ৭০ লাখ ডলার এবং স্ট্যান্ডার্ড গ্রুপের ৫০ লাখ ডলারের ঋণ অনুমোদনও দেওয়া হয়েছে।

বাকি ঋণ অন্য সাত প্রতিষ্ঠানের নামে অনুমোদন দেওয়া হয়।

৪. ভারতে ডিজেলের দাম বাড়লো

ভারতে ডিজেলের দাম গত তিন সপ্তাহের মধ্যে আরেক দফা বাড়লো। এবার দাম বেড়েছে লিটারপ্রতি ৫০ পয়সা। এর সঙ্গে যুক্ত হবে বিভিন্ন রাজ্যের আরোপিত কর। ফলে রাজ্যগুলোর মধ্যের ডিজেলের দামে হেরফের হতে পারে। সম্প্রতি তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে রাষ্ট্রের মালিকানাধীন তেল কোম্পানিগুলোর কয়েক দফা বৈঠকের পর দাম বাড়ানোর ওই সিদ্ধান্ত নেয় সরকার। ভারতের সরকার সর্বশেষ গত ১৩ মে ডিজেলের দাম লিটারপ্রতি বাড়িয়েছিল এক রুপি নয় পয়সা। ২০১৩ সালের জানুয়ারি থেকে এ নিয়ে ১৬ দফায় ডিজেলের দাম বাড়লো প্রায় ১০ রুপি।

৫. ক্যালকাটা স্টক এক্সচেঞ্জে পুনরায় লেনদেন চালু হতে যাচ্ছে

পুনরায় লেনদেন চালু করতে নিয়ম অনুসারে শেয়ার কেনা-বেচার দাম মেটানোর পরিকাঠামো তথা 'ক্লিয়ারিং কর্পোরেশন' তৈরি করছে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এ জন্য ৩০০ কোটি টাকা বিনিয়োগ করবে তারা। এই পরিকাঠামো না-থাকায় ২০১৩ সালের মার্চ থেকে লেনদেন বন্ধ রয়েছে সিএসই-তে। উল্লেখ্য, ভারতের কোনও স্টক এক্সচেঞ্জে ক্লিয়ারিং কর্পোরেশন না-থাকলে, তা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

৬. পাকিস্তানে পেট্রোলিয়াম জাতীয় পণ্যে মূল্য বাড়ছে না

পেট্রোলিয়াম জাতীয় পণ্যের দাম না-বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের সঙ্গে অর্থমন্ত্রী ইসহাক দারের বৈঠক শেষে শনিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে পেট্রোলের মূল্য লিটারপ্রতি ১০৭.৯৭ রুপিই থাকবে এবং অন্যান্য পেট্রোলিয়াম জাতীয় পণ্যের দামও স্থিতিশীল থাকবে। তবে, কেরোসিনের দাম খানিকটা কমবে বলে জানা গেছে। এদিকে, পেট্রোলিয়াম জাতীয় পণ্যের ক্ষেত্রে পাকিস্তান সরকার ১৭৮ কোটি রুপি ভর্তুকি দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে।

৭. শ্রীলংকার সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে চায় পাকিস্তান

পাকিস্তান প্রতিবেশী শ্রীলংকার সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আরো বাড়াতে আগ্রহী। এ লক্ষ্যে দেশটি শ্রীলংকার সাথে মুক্ত বাণিজ্য চুক্তির আওতা বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। লংকান বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে সম্প্রতি এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান স্পর্শকাতর পণ্যের সংখ্যা কমিয়ে লংকান রপ্তানিকারকদের জন্য আরো সুযোগ সৃষ্টির পরিকল্পনা করছে বলে জানিয়েছেন দেশটির হাইকমিশনার কাশিম কুরেইশি। দু'দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ইতোমধ্যেই ৪৬ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। উল্লেখ্য, শ্রীলংকা পাকিস্তানে মূলত প্রাকৃতিক রাবার, চা, নারকেল, মশলা, সুপারি ইত্যাদি রপ্তানি করে এবং দেশটি থেকে সিমেন্ট, তুলা, গম, চিনি, লোহা, স্টিল, ওষুধ ইত্যাদি আমদানি করে।

৮. চলতি বছর শ্রীলংকায় সরাসরি বিদেশি বিনিয়োগ ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে

চলতি বছর শ্রীলংকা সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে ২০০ কোটি মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে বলে আশা করেন দেশটির বিনিয়োগ উন্নয়ন মন্ত্রী লাক্সমান ইয়াপা আবেওয়ার্দানে। সম্প্রতি কলম্বোতে সাংবাদিকদের তিনি জানান, চলতি বছরের প্রথম প্রান্তিকে ৪৪ কোটি ২০ লাখ ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০৪ শতাংশ বেশি।

৯. মিয়ানমারে স্টক এক্সচেঞ্জ চালু হচ্ছে ২০১৫ সালে

২০১৫ সালের অক্টোবরে মিয়ানমারে স্টক এক্সচেঞ্জ চালু হবে এবং এ লক্ষ্যে পরিকল্পনামাফিক সংশ্লিষ্ট সকল কাজ চলছে। দেশের উপ-অর্থমন্ত্রী মং মং থেইনের বরাত দিয়ে রাষ্ট্র-নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমে আজ (রোববার) এ খবর প্রকাশিত হয়।

রিপোর্ট অনুসারে, ইয়াংগুনে এক সেমিনারে উপ-অর্থমন্ত্রী বলেছেন, মিয়ানমারে পুঁজিবাজার চালু করতে একসঙ্গে তিনটি প্রতিষ্ঠান নির্মাণের কাজ চলছে। তিনি জানান, সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গঠন, মিয়ানমারের প্রথম স্টক এক্সচেঞ্জ চালু এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলোর তালিকা প্রণয়নের কাজ চলছে।

উপ-অর্থমন্ত্রী আরো জানান, ইয়াংগুন স্টক এক্সচেঞ্জ 'মিয়ানমার ইকনোমিক ব্যাংক' কর্তৃক পরিচালিত হবে। এক্ষেত্রে ব্যাংকটির অংশীদার হিসেবে থাকবে জাপানের 'টোকিও স্টক এক্সচেঞ্জ (সিএসই)' এবং 'ডাইওয়া সিকিউরিটিস গ্রুপ'। এ লক্ষ্যে শিগগিরই একটি চুক্তি স্বাক্ষরিত হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, দেশের প্রথশ স্টক এক্সচেঞ্জ চালু করার লক্ষ্যে গতবছরের জুলাইয়ে মিয়ানমারে 'সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ আইন' গৃহীত হয়।

(আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040