Web bengali.cri.cn   
দরিদ্র জেলা ওয়েই নিংয়ের কৃষি-উন্নয়ন পথ
  2013-12-21 15:40:59  cri

ঈনা থানায় হুয়াং চিংয়ের সমবায়ের মতো আরো দশ-বারোটি সমবায় আছে। এ থানার উপপ্রধান মা শুয়ে জানান, কৃষকদের আয় বাড়ানোর জন্য থানা সরকার কৃষকদের চাষ করার কাঠামো সমন্বয় করার ক্ষেত্রে উত্সাহ দেয়। তিনি বলেন, "কাঠামো সমন্বয় করার পর একই জমিতে অতীতে আলু চাষ করলে মাত্র ১০০০ ইউয়ান আয় হতো। তাংশেন চাষ করার পর নিট আয় বেড়ে ৫০০০ ইউয়ানে দাঁড়ায়। তা ছাড়া এ বছর তামাক চাষ থেকে আয় আরো ভালো। তামাক চাষ করা কৃষক পরিবারের আয় এক লাখ ইউয়ানেরও বেশি। আবাদি জমির সীমাবদ্ধতা আছে। তবে অর্থকরী ফসল চাষের জমির আয়তন সম্প্রসারণ করা এবং খাদ্যশস্য চাষের জমির আয়তন কমানোর মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি পেয়েছে।"

এ পরিবর্তন ঘটেছে গত তিন চার বছর ধরে। ওয়েই নিং জেলার কমিউনিস্ট পার্টি কমিটির সম্পাদক ইয়াং শিং ইউয়ো জানান, এক কৃষিপ্রধান জেলা হিসেবে ওয়েই নিং দীর্ঘকাল ধরে অত্যন্ত একক কৃষি-কাঠামো মেনে চলতো। এটা ছিলো সেখানকার কৃষকদের আয় কম হওয়ার অন্যতম কারণ।

ইয়াং শিং ইউয়ো বলেন, "কৃষি কাঠামো একক হওয়ার দরুণ গোটা ওয়েইনিং জেলা গত কয়েক শ বছর ধরে কেবল আলু ও ভুট্টা চাষ করতো। উত্পাদনের পরিমাণও কম হতো। ফলে স্থানীয় কৃষকদের মাথাপিছু নিট আয় ছিল মাত্র ২৫০০ ইউয়ান। সেখানে তেমন শিল্প নেই। বর্তমান মানদণ্ড অনুসারে ওয়েই নিং জেলায় প্রায় ৪ লাখ দরিদ্র জনসংখ্যা ছিল।"

যথাশিগগির দরিদ্র দূর করার জন্য ওয়েই নিং কৃষি-কাঠামো সমন্বয় করাকে কৃষকদের আয় বৃদ্ধি আর গ্রামের স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে গণ্য করা হয়েছে। ইয়াং শি ইউয়ে বলেন, "আমরা কৃষি-কাঠামো সমন্বয় করেছি। চীনের ঐতিহ্যবাহী ওষুধ চাষের জমির আয়তন কয়েক ডজন হাজার মু থেকে ৪ লাখ ২০ হাজার মুতে পৌঁছেছে। ১ লাখ ২০ হাজার মু জমিতে আপেল, ৬ লাখ মুতে আখরোট, ৭ লাখ মুতে শাকসবজি চাষ করি। কাঠামো সমন্বয় করার পর উন্নয়নের গতি দ্রুত হয়েছে। আমরা জোরালোভাবে গ্রামে পেশাগত সমবায় আর সমিতি প্রতিষ্ঠাকে উত্সাহ দেই। এখন এ জেলায় ৫২০টি সমবায় আছে। এভাবে কৃষি-উন্নয়ন সাধিত হয়েছে, গ্রামের অর্থনীতি সমৃদ্ধ হয়েছে, কৃষকদের আয় বেড়েছে।"

অনুমান করা হচ্ছে, ওয়েই নিং জেলার কৃষকদের মাথাপিছু নিট আয় ২০০৯ সালের ২৫০০ ইউয়ান থেকে বেড়ে চলতি বছর ৫৬০০ ইউয়ান হবে। এ জেলার উত্পাদনের পরিমাণ টাকার অঙ্কে ৫ বিলিয়ন ইউয়ান থেকে বেড়ে ১২ বিলিয়ন ইউয়ান হবে।

২০১১ সালে ওয়েই নিং অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল প্রতিষ্ঠিত হয়েছে। ওয়েই নিং জেলার কমিউনিস্ট পার্টি কমিটির সম্পাদক ইয়াং শিং ইউয়ো মনে করেন, অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল কৃষকদের দারিদ্র বিমোচনে সহায়ক ভূমিকা পালন করেছে। তিনি বলেন, "শিল্প অঞ্চলের প্রধান কাজ হচ্ছে কৃষিপণ্য প্রক্রিয়াকরণ এবং এর মাধ্যমে স্থানীয় কৃষির শিল্পায়ন আর আধুনিকায়নের প্রক্রিয়া এগিয়ে নেওয়া। আমি আশা করি, শিল্প অঞ্চলের উন্নয়নের মাধ্যমে আমাদের কৃষকরা সুখী জীবন ভোগ করতে পারবেন।" (ইয়ু/এসআর)


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040