Web bengali.cri.cn   
দরিদ্র জেলা ওয়েই নিংয়ের কৃষি-উন্নয়ন পথ
  2013-12-21 15:40:59  cri


কুইচৌ প্রদেশের পশ্চিমাঞ্চলে ওয়েই নিং ঈ জাতি, হুই জাতি ও মিয়াও জাতি স্বায়ত্তশাসিত জেলা হচ্ছে এক কৃষিপ্রধান জেলা এবং কুইচৌ প্রদেশের সবচেয়ে জনবহুল একটি জাতীয় পর্যায়ের দরিদ্র জেলা। দারিদ্র বিমোচন এবং কৃষকদের আয় বাড়ানোর উদ্দেশ্যে সাম্প্রতিক বছরগুলোতে ওয়েই নিং জেলা জোরালোভাবে আধুনিকায়ন আর শিল্পায়নের পথে চলতে শুরু করেছে।

ওয়েই নিং জেলার ঈনা থানার ছিংশান গ্রামের লিয়াংশান গ্রুপের অধিবাসী ৩০ বছর বয়সী হুয়াং চিং কানসু প্রদেশে কাজ করতেন। ২০১১ সালে তিনি কানসু ত্যাগ করে নিজ এলাকায় ফিরে আসেন। তিনি একই গ্রামের আরো পাঁচ জনের সাথে মিলে ১৬ লাখ ৮০ হাজার ইউয়ান সংগ্রহ করে তাংশেন নামে এক ধরনের জিনসেং চাষের সমবায় প্রতিষ্ঠা করেন।

হুয়াং চিং বলেন, "আমি সেখানে চীনের ঐতিহ্যবাহী ওষুধের কাঁচামাল চাষ-সম্পর্কিত কাজ করতাম; প্রতি বছর মাত্র ৩০ হাজার ইউয়ান রোজগার করতে পারতাম। ফলে আমি স্বদেশে ফিরে এসে কৃষকদের সঙ্গে ঐতিহ্যবাহী ওষুধের কাঁচামাল চাষ করার জন্য এ সমবায় প্রতিষ্ঠা করেছি।"

এখন হুয়াং চিংয়ের সমবায়ে ৫৬ জন সদস্য আছেন। তারা কানসু থেকে তাংশেনের বীজ আনেন। দরিদ্র জেলা বলে তারা সরকারের দেওয়া বিশেষ সুবিধা ভোগ করেন। সমবায় তাংশেনের বীজ কেনার খরচ সরকার বহন করে।

৫৯ বছর বয়সী চৌ দে রোং হচ্ছেন এ সমবায়ের একজন সদস্য। তিনি সমবায় যোগদান করার পর নিজের আয়ের পরিবর্তনে সন্তুষ্টু। তিনি বলেন, "অতীতে আমি ভুট্টা ও আলু চাষ করতাম। আয় বেশি ছিল না; কেবল খাওয়া-দাওয়ার মৌলিক চাহিদা মিটতো। এখন ওষুধের কাঁচামাল চাষ করে আমার আয় কয়েক গুণ বেড়েছে। যদি আমি সমবায়ের সঙ্গে সহযোগিতা করে যাই, তাহলে কয়েক বছর পর আমি গাড়ি কিনতে পারবো।"

এখন এ সমবায় মোট ৩৭০ মু জমিতে তাংশেন চাষ করে। হুয়াং চিংয়ের প্রভাবে তার গ্রামের মোট ৮০০ মু জমিতে তাংশেন চাষ করা হয়। তাংশেন চাষ করার কারণ ব্যাখ্যা করতে হুয়াং চিং বলেন, "কানসু প্রদেশে আমি তাংশেন চাষ ও বিক্রি করার কাজ করতাম। এখনো কানসু প্রদেশের বিক্রি-বাজারের সঙ্গে আমার যোগাযোগ আছে। ফলে আমরা তাংশেন চাষ করলে বিক্রি করার সমস্যা নেই। এখন সমবায় সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করে সমবায়, চাষ ঘাঁটি, বাজার আর কৃষক পরিবার এমন এক উত্পাদন লাইন তৈরি করেছে। ধাপে ধাপে আমরা বাজার খুলেছি এবং আরো বেশি কৃষকদের নিয়ে তাংশেন চাষের সুযোগ পাই।"

হুয়াং চিং বলেন, তাংশেন চাষ করার পর কৃষকদের বার্ষিক আয় ১২০০ ইউয়ান বেড়েছে। সমবায়ের ভবিষ্যত সম্ভাবনার ব্যাপারে হুয়াং চিং আশাবাদী। তিনি বলেন, "আগামী বছর আমি সমবায়ের সদস্যের সংখ্যা বাড়িয়ে ২০০০ করবো; চাষের আয়তন বাড়িয়ে ৬০০০ মুতে উন্নীত করবো।"

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040