Web bengali.cri.cn   
জেট লি
  2013-05-09 14:52:22  cri

২০০৪ সালে অবসর যাপনের জন্য কিছু দিনের জন্য মালদ্বীপে আসেন জেট লি। এ সময়ে অর্জিত কিছু অভিজ্ঞতা তাঁর জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে দেয়। ২০০৪ সালের ২৬ ডিসেম্বর যখন জেট লি মালদ্বীপে আনন্দ-অবসরে আসেন তখন সেখানে হঠাত্‌ই ভয়াবহ জলোচ্ছাস ও ভূমিকম্প ঘটেছিলো। সৌভাগ্যক্রমে তিনি অক্ষত থেকেই ঝড় জলোচ্ছাস মোকাবেলি করেছিলেন। সেই ভয়াবহ দুর্যোগ-অভিজ্ঞতা এরপর তাঁর জীবনে গভীর রেখাপাত করে। তিনি 'ওয়ান ফাউন্ডেশান' নামে একটি সেবামূলক প্রতিষ্ঠান গঠন করে নিজের একাগ্র তত্পরতার মাধ্যমে দূর্গত, দুঃস্থ মানুষদের সাহায্যার্থে এগিয়ে আসার আহবান জানান। এই ঘটনা বিশ্বের বিভিন্ন দেশে তাঁর ভক্ত অনুরাগীদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করেন।

আচ্ছা, প্রিয় শ্রোতা, এখন আমি 'এক ইউয়ান' নামে জেট লির 'ওয়ান ফাউন্ডেশন' প্রতিষ্ঠার প্রেক্ষাপটে নির্মিত একটি গান শোনাবো। শুনুন তাহলে।

গানের কথা হলো: এই জগত ভালোবাসায় ভরপুর, এক ইউয়ান পাল্টে দিতে পারে তোমার, আমার এই প্রিয় বিশ্বকে।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040