|
৯০ দশকের প্রথম দিকে জেট লি হংকং চলচ্চিত্রের সাথে যুক্ত হন। তিনিই হচ্ছেন ৯০ দশকের হংকং চলচ্চিত্রের একচ্ছত্র আধিপত্য বিস্তার করা আর এক জনপ্রিয় কুফু তারকা জ্যাকি ছেনের সমান্ত্ররালে উঠে আসেন। তা ছাড়া, তিনি হলেন চীনা মূল ভূ-ভাগের নাগরিক হিসেবে প্রথম কোনো অভিনেতা যিনি সাফল্যের সঙ্গে হংকং চলচ্চিত্র অঙ্গনের সাথে যুক্ত হওয়ার গৌরব অর্জন করেন।
তাঁর ৩০ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে এ পর্যন্ত তিনি ৪০টিরও বেশি ক্লাসিক কুম্ফু চলচ্চিত্রে অভিনয় করেছেন।
প্রিয় শ্রোতা, এখন আমি 'তোং ফাং বু পাই' নামে জেট লির অভিনীত কংম্ফু চলচ্চিত্রের একটি সঙ্গীত শোনাবো।
১৯৯৭ সালের পর জেট লি হংকং ত্যাগ করে হলিউড চলচ্চিত্রের সাথে যুক্ত হন। স্বাভাবিক ভাবেই হলিউড চলচ্চিত্রের বাজার বিশ্ব বিস্তৃত এবং এর অর্থনৈতিক লেনদেনের পরিমানও অনেক বড়। ফলে অতিদ্রুতই তাঁর নামের পাশে হলিউড চলচিত্রের প্রথম-শ্রেণীর এ্যকশন হিরোর তকমাটাও বেশ শক্ত-পোক্ত ভাবেই লেগে যায়। ২০০৭ সাল পর্যন্ত হলিউডে প্রত্যেক চলচ্চিত্রে অভিনয় করার জন্য তাঁকে এক কোটি ৫০ লাখ মার্কিন ডলার প্রদান করা হতো। বলা যায়, তিনিই হচ্ছেন এশিয়ার সবচেয়ে দামী অভিনেতা।
আচ্ছা, প্রিয় শ্রোতা, এখন আমি 'কিছ অফ দ্য ড্রাগন' নামে জেট লির অভিনীত চলচ্চিত্রের থিম সঙ্গীত শোনাবো। গানটির নাম 'ট্রাই এগেইন'।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |